ETV Bharat / bharat

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ডোডায় এনকাউন্টারে খতম 4 জঙ্গি, শহিদ সেনা ক্যাপ্টেন - Terrorist Killed in Doda Encounter

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 2:32 PM IST

Army Captain Killed: জম্মু অঞ্চলের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় চলছে ৷ এনকাউন্টারে চারজন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে ৷ শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ৷ ইটিভি ভারতের মহম্মদ আশরাফ গনির প্রতিবেদন ।

ETV BHARAT
ডোডার এনকাউন্টারে শহিদ সেনা ক্যাপ্টেন দীপক সিং (নিজস্ব চিত্র)

জম্মু, 14 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার ৷ বুধবার ডোডা জেলার শিবগড়-আসার বেল্টের পাহাড়ি এলাকায় তীব্র গুলিবিনিময়ে খতম করা হয়েছে চারজন জঙ্গিকে ৷ এই ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা ক্যাপ্টেন ৷ প্রতিরক্ষা আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, নিহত সেনাকর্মী দীপক সিং ভারতীয় সেনাবাহিনীর 48 রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন ছিলেন ৷

জানানো হয়েছে, "আসার এলাকায় মঙ্গলবার শুরু হওয়া অভিযান এখনও চলছে ৷ সেই অভিযানে অনুসন্ধান দলের নেতৃত্বে থাকা অফিসার আহত হন ৷" তরুণ সেই ক্যাপ্টেনকে গুরুতর আহত অবস্থায় সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিক ৷ ঘটনাস্থল থেকে রক্তে ভেজা চারটি রুকস্যাক উদ্ধার করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে, সেনা কর্তারা মনে করছেন এনকাউন্টারে চার জঙ্গির মৃত্যু হয়েছে ৷ স্বাধীনতা দিবসের এক দিন আগে শুরু হওয়া এনকাউন্টারে একজন সাধারণ ব্যক্তিও আহত হয়েছেন ৷

জম্মু অঞ্চলে ক্রমে বাড়ছে হিংসার ঘটনা ৷ আধিকারিকরা জানিয়েছেন, শিবগড়-আসার বেল্টে লুকিয়ে থাকা একদল বিদেশি জঙ্গিকে খুঁজে বের করার জন্য বাহিনীর একটি যৌথ দল কর্ডন ও অনুসন্ধান অভিযান চালায় ঘন জঙ্গলে ৷ একজন কর্মকর্তা বলেন, জঙ্গিরা আসারের একটি নদীর কাছে লুকিয়ে আছে । সেনাবাহিনী অবশ্য তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলেছে যে, একজন অফিসার আহত হয়েছেন । হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছে, "তীব্র গুলিযুদ্ধের মধ্যে জঙ্গিদের অনুসন্ধান অব্যাহত রয়েছে । অনুসন্ধান দলের নেতৃত্ব দেওয়ার সময় একজন কর্মী আহত হন ।"

সূত্র জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনী পাটনিটপের কাছে জঙ্গল এলাকায় মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এনকাউন্টারের স্থান থেকে একটি এম 4 রাইফেল এবং ব্যাগপ্যাক উদ্ধার করেছে । মঙ্গলবার রাতে হোয়াইট নাইট কর্পস পোস্টে লিখেছে, "নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটনিটপের কাছে আকর জঙ্গলে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ অভিযান শুরু হয় । জঙ্গিদের খোঁজ মিলেছে এবং অভিযান চলছে ।"

জম্মু, 14 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার ৷ বুধবার ডোডা জেলার শিবগড়-আসার বেল্টের পাহাড়ি এলাকায় তীব্র গুলিবিনিময়ে খতম করা হয়েছে চারজন জঙ্গিকে ৷ এই ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা ক্যাপ্টেন ৷ প্রতিরক্ষা আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, নিহত সেনাকর্মী দীপক সিং ভারতীয় সেনাবাহিনীর 48 রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন ছিলেন ৷

জানানো হয়েছে, "আসার এলাকায় মঙ্গলবার শুরু হওয়া অভিযান এখনও চলছে ৷ সেই অভিযানে অনুসন্ধান দলের নেতৃত্বে থাকা অফিসার আহত হন ৷" তরুণ সেই ক্যাপ্টেনকে গুরুতর আহত অবস্থায় সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিক ৷ ঘটনাস্থল থেকে রক্তে ভেজা চারটি রুকস্যাক উদ্ধার করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে, সেনা কর্তারা মনে করছেন এনকাউন্টারে চার জঙ্গির মৃত্যু হয়েছে ৷ স্বাধীনতা দিবসের এক দিন আগে শুরু হওয়া এনকাউন্টারে একজন সাধারণ ব্যক্তিও আহত হয়েছেন ৷

জম্মু অঞ্চলে ক্রমে বাড়ছে হিংসার ঘটনা ৷ আধিকারিকরা জানিয়েছেন, শিবগড়-আসার বেল্টে লুকিয়ে থাকা একদল বিদেশি জঙ্গিকে খুঁজে বের করার জন্য বাহিনীর একটি যৌথ দল কর্ডন ও অনুসন্ধান অভিযান চালায় ঘন জঙ্গলে ৷ একজন কর্মকর্তা বলেন, জঙ্গিরা আসারের একটি নদীর কাছে লুকিয়ে আছে । সেনাবাহিনী অবশ্য তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলেছে যে, একজন অফিসার আহত হয়েছেন । হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছে, "তীব্র গুলিযুদ্ধের মধ্যে জঙ্গিদের অনুসন্ধান অব্যাহত রয়েছে । অনুসন্ধান দলের নেতৃত্ব দেওয়ার সময় একজন কর্মী আহত হন ।"

সূত্র জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনী পাটনিটপের কাছে জঙ্গল এলাকায় মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এনকাউন্টারের স্থান থেকে একটি এম 4 রাইফেল এবং ব্যাগপ্যাক উদ্ধার করেছে । মঙ্গলবার রাতে হোয়াইট নাইট কর্পস পোস্টে লিখেছে, "নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটনিটপের কাছে আকর জঙ্গলে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ অভিযান শুরু হয় । জঙ্গিদের খোঁজ মিলেছে এবং অভিযান চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.