ETV Bharat / bharat

একসঙ্গে যাত্রা শুরু ভিস্তারা-এয়ার ইন্ডিয়ার ! দোহা থেকে এল প্রথম বিমান - AIR INDIA VISTARA MERGER

প্রথম ডোমেস্টিক ফ্লাইট AI2984 মঙ্গলবার মুম্বই থেকে নয়াদিল্লিতে পৌঁছয় । তার আগে দোহা থেকে মুম্বই আসে দুই সংস্থা মিলে যাওয়ার পর প্রথম আন্তর্জাতিক বিমান ৷

Air India Vistara
একসঙ্গে যাত্রা শুরু ভিস্তারা-এয়ার ইন্ডিয়ার ! (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Nov 12, 2024, 1:00 PM IST

মুম্বই, 12 নভেম্বর: একসঙ্গে যাত্রা শুরু ভিস্তারা ও এয়ার ইন্ডিয়ার ৷ সংযুক্তিকরণে পর সোমবার রাতে দোহা থেকে মুম্বই এল এয়ার ইন্ডিয়া-ভিস্তারার প্রথম ফ্লাইট । ‘AI2286’ বিমানটি স্থানীয় সময় রাত 10.07 মিনিটে দোহা থেকে উড়েছে ৷

আজ সকালে মুম্বইতে নেমেছে বিমানটি । এটি দুই অসামরিক বিমান পরিবহণ সংস্থা মিলে যাওয়ার পর প্রথম আন্তর্জাতিক বিমান ৷ পাশাপাশি সংস্থার প্রথম ডোমেস্টিক ফ্লাইট AI2984 মঙ্গলবার 1.30 টায় মুম্বই থেকে নয়াদিল্লিতে পৌঁছয় ৷

টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে তৈরি ভিস্তারা ৷ উড়ান সংস্থাটি দেশে এবং বিদেশে বিমান পরিষেবা দেয় । সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিস্তারায় 49 শতাংশ মালিকানা ছিল । দুই সংস্থা মিলে যাওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের 25.1 শতাংশ শেয়ার থাকবে ৷ 2022 সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার সংযুক্তিকরণের ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়েছিলেন, টাটা গোষ্ঠীর দুই সংস্থা মিলে গেলে তা দেশের অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে সুফল দিতে পারে ৷

কেন্দ্রীয় সরকার দুই উড়ান সংস্থার সংযুক্তিকরণ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিনিয়োগে সবুজ সঙ্কেত দেয় দু'বছর আগে ৷ তারপর সংযুক্তিকরণে কাজ শুরু হয় ৷ 3 সেপ্টেম্বর থেকে ভিস্তারার বুকিং বন্ধ হয়ে যায় । সোমবার পর্যন্ত ভিস্তারার উড়ানের টিকিট পেয়েছিলেন যাত্রীরা ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, 12 নভেম্বর অর্থাৎ আজ থেকে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে কাটা যাবে ভিস্তারার টিকিট । আগেই যে যাত্রীরা 12 নভেম্বর বা তার পরে ভিস্তারায় বুকিং করেছেন, তাদের টিকিট এয়ার ইন্ডিয়ায় উড়ানে রূপান্তরিত হয়ে গিয়েছে ।

আরও পড়ুন

মুম্বই, 12 নভেম্বর: একসঙ্গে যাত্রা শুরু ভিস্তারা ও এয়ার ইন্ডিয়ার ৷ সংযুক্তিকরণে পর সোমবার রাতে দোহা থেকে মুম্বই এল এয়ার ইন্ডিয়া-ভিস্তারার প্রথম ফ্লাইট । ‘AI2286’ বিমানটি স্থানীয় সময় রাত 10.07 মিনিটে দোহা থেকে উড়েছে ৷

আজ সকালে মুম্বইতে নেমেছে বিমানটি । এটি দুই অসামরিক বিমান পরিবহণ সংস্থা মিলে যাওয়ার পর প্রথম আন্তর্জাতিক বিমান ৷ পাশাপাশি সংস্থার প্রথম ডোমেস্টিক ফ্লাইট AI2984 মঙ্গলবার 1.30 টায় মুম্বই থেকে নয়াদিল্লিতে পৌঁছয় ৷

টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে তৈরি ভিস্তারা ৷ উড়ান সংস্থাটি দেশে এবং বিদেশে বিমান পরিষেবা দেয় । সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিস্তারায় 49 শতাংশ মালিকানা ছিল । দুই সংস্থা মিলে যাওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের 25.1 শতাংশ শেয়ার থাকবে ৷ 2022 সালের নভেম্বরে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার সংযুক্তিকরণের ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়েছিলেন, টাটা গোষ্ঠীর দুই সংস্থা মিলে গেলে তা দেশের অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে সুফল দিতে পারে ৷

কেন্দ্রীয় সরকার দুই উড়ান সংস্থার সংযুক্তিকরণ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিনিয়োগে সবুজ সঙ্কেত দেয় দু'বছর আগে ৷ তারপর সংযুক্তিকরণে কাজ শুরু হয় ৷ 3 সেপ্টেম্বর থেকে ভিস্তারার বুকিং বন্ধ হয়ে যায় । সোমবার পর্যন্ত ভিস্তারার উড়ানের টিকিট পেয়েছিলেন যাত্রীরা ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, 12 নভেম্বর অর্থাৎ আজ থেকে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে কাটা যাবে ভিস্তারার টিকিট । আগেই যে যাত্রীরা 12 নভেম্বর বা তার পরে ভিস্তারায় বুকিং করেছেন, তাদের টিকিট এয়ার ইন্ডিয়ায় উড়ানে রূপান্তরিত হয়ে গিয়েছে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.