হায়দরাবাদ, 29 জুন: অবসর সময় হোক কিংবা কাজের ফাঁকে টুক করে একটু রিল স্ক্রল করে নিতেই পছন্দ করেন ব্যবহারকারীরা। কিন্তু শনিবার ইনস্টাগ্রামে চলছে না রিলস ৷ লক্ষ লক্ষ ইউজাররা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না ৷ এনিয়ে বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা ৷ কিছুতেই ফিডে কিছু দেখা যাচ্ছে না ৷ দুপুর 12টা 5 নাগাদ এই সমস্যা সৃষ্টি হয়েছে ৷ ডাউন ডিটেক্টরে ইতিমধ্যেই 6000 রিপোর্ট জমা পড়েছে।
People coming to X Twitter to check if Instagram is down #instagramdown pic.twitter.com/PGfAKXu95p
— U M A R (@Agrumpycomedian) June 29, 2024
ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে, কালো ব্যাকগ্রাউন্ডে, ''উই আর সরি, বাট সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন ৷" এই ইনস্টাগ্রাম বিভ্রাটের বিষয়ে মেটার তরফে এখনও কিছু জানানো হয়নি। ইনস্টা ইউজাররা রিলস ও ফিড দেখতে না-পারায় এক্সে ফিরে গিয়েছেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই মিম তৈরি হয়ে গিয়েছে ৷ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ইনস্টাগ্রাম বন্ধ তাই এক্সে ফিরেছেন ইউজাররা ৷ কোনও, কোনও অ্যাকাউন্ট থেকে নানা মেট্রো স্টেশনের ভিড়ের ছবি পোস্ট করা হয়েছে, আবার বলিউড অভিনেতা অজয় দেবগনের মুখের ছবি পোস্ট হয়েছে ৷
Instagram is down for the millionth time fellas 😭😭 pic.twitter.com/2zYJhosDnr
— Ramen 🇵🇸 (@CoconutShawarma) June 29, 2024
এর আগেও গত মার্চ মাসে ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল ৷ সেদিন রাতের দিকে ফেসবুক এবং ইন্সটাগ্রাম কাজ করছিল না ৷ যদিও হোয়াটসঅ্যাপে কোনও সমস্যা যেমন সেদিন মুখোমুখি হননি ব্যাবহারকারীরা, আজও এমনটা হয়নি ৷ বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। সেবার নিজে থেকে লগ আউট হয়ে যাচ্ছিল সকলের অ্যাকাউন্ট। পাসওয়ার্ড দিলেও তা ভুল দেখাচ্ছিল।
Everyone going towards Twitter to check if instagram is down#instagramdown pic.twitter.com/jZKnDuZsyP
— Jaat Sanatani (@Psk0997) June 29, 2024
ডাউন ডিটেক্টরে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্টও হয় প্রচুর ৷ সেদিন বিশ্বজুড়ে ওই বিভ্রাটের জেরে ভারত বাংলাদেশ-সহ একাধিক দেশে বন্ধ হয়ে যায় ফেসবুক। কিছুতেই লগ ইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। তবে ঘণ্টাখানেকের মধ্যে সেই সমস্যাও মিটে যায় ৷