ETV Bharat / bharat

মধ্যপ্রাচ্যে নয়া উত্তেজনা, ইজরায়েল-ইরানে ভারতীয়দের যেতে নিষেধ দিল্লির - TENSION IN MIDDLE EAST

Travel Advisory for Indians: ইজরায়েল এবং ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে ভারতীয়দের জন্য কয়েকটি সতর্কবার্তা জারি করল ভারতীয় দূতাবাস। নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একই পথে হেঁটেছে আমেরিকাও।

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Apr 12, 2024, 9:44 PM IST

Updated : Apr 12, 2024, 11:06 PM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল: মধ্যপ্রাচ্যে শান্তি কিছুতেই স্থায়ী হচ্ছে না । বিগত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইজরায়েল এবং ইরানের মধ্যে। সিরিয়ায় থাকা ইরানের দূতাবাসের উপর হামলার পর দু'দেশের মধ্যে থাকা উত্তেজনার মাত্রা বেড়েছে অনেকটাই। এমতাবস্থায় এই দুটি দেশে আপাতত ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। সেই সূত্র ধরে স্থানীয় সময় শুক্রবার ইজরায়েলের ভারতীয় দূতাবাস সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা আছে, নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে। এমতাবস্থায় ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের শান্তি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরতেও বারণ করা হয়েছে। পাশাপাশি, নিরাপদে থাকতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করা দরকার সেটা দূতাবাস করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ভারতের মতো নিজেদের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারির পথে হেঁটেছে আমেরিকাও। সেখানে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মার্কিন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরান ও ইজরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। 1 এপ্রিল সিরিয়ার দামাস্কাসের ইরানের একটি ভবনে হামলা হয়। তাতে ইরানের 2 কমান্ডারের মৃত্যুও হয়। সেই হামলার দায় ইজরায়েলের কাঁধে চাপায় ইরান। এমনিতেই গাজায় প্যালেস্তাইনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে গত বছরের অক্টোবর মাস থেকে। 7 অক্টোবর প্রথম ইজরায়েলে হামলা চালায় হামাস। পালটা দিতে শুরু করে ইজরায়েল। ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। মৃতদের বেশিরভাগই অবশ্য প্যালেস্তাইনের নাগরিক। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে ইরান ও ইজরায়েলের মধ্যে। তাতে ভারত থেকে শুরু করে আমেরিকার মতো দেশ সতর্ক হতে শুরু করেছে।

আরও পড়ুন:

  1. ইজরায়েল-হামাস যুদ্ধের জের, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর
  2. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর
  3. ইজরায়েল-গাজা সংঘাতে রাষ্ট্রসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সায় ভারতের

নয়াদিল্লি, 12 এপ্রিল: মধ্যপ্রাচ্যে শান্তি কিছুতেই স্থায়ী হচ্ছে না । বিগত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইজরায়েল এবং ইরানের মধ্যে। সিরিয়ায় থাকা ইরানের দূতাবাসের উপর হামলার পর দু'দেশের মধ্যে থাকা উত্তেজনার মাত্রা বেড়েছে অনেকটাই। এমতাবস্থায় এই দুটি দেশে আপাতত ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। সেই সূত্র ধরে স্থানীয় সময় শুক্রবার ইজরায়েলের ভারতীয় দূতাবাস সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা আছে, নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে। এমতাবস্থায় ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের শান্তি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরতেও বারণ করা হয়েছে। পাশাপাশি, নিরাপদে থাকতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করা দরকার সেটা দূতাবাস করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ভারতের মতো নিজেদের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারির পথে হেঁটেছে আমেরিকাও। সেখানে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মার্কিন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরান ও ইজরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। 1 এপ্রিল সিরিয়ার দামাস্কাসের ইরানের একটি ভবনে হামলা হয়। তাতে ইরানের 2 কমান্ডারের মৃত্যুও হয়। সেই হামলার দায় ইজরায়েলের কাঁধে চাপায় ইরান। এমনিতেই গাজায় প্যালেস্তাইনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে গত বছরের অক্টোবর মাস থেকে। 7 অক্টোবর প্রথম ইজরায়েলে হামলা চালায় হামাস। পালটা দিতে শুরু করে ইজরায়েল। ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। মৃতদের বেশিরভাগই অবশ্য প্যালেস্তাইনের নাগরিক। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে ইরান ও ইজরায়েলের মধ্যে। তাতে ভারত থেকে শুরু করে আমেরিকার মতো দেশ সতর্ক হতে শুরু করেছে।

আরও পড়ুন:

  1. ইজরায়েল-হামাস যুদ্ধের জের, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর
  2. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর
  3. ইজরায়েল-গাজা সংঘাতে রাষ্ট্রসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সায় ভারতের
Last Updated : Apr 12, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.