ETV Bharat / bharat

হরিয়ানায় ভাঙন 'ইন্ডিয়া'য়, বিধানসভা ভোটে সব আসনে লড়বে আপ - Haryana Assembly Election 2024 - HARYANA ASSEMBLY ELECTION 2024

Haryana Assembly Election 2024: হরিয়ানায় ভাঙন ধরল ইন্ডিয়া ব্লকে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আজ ঘোষণা করেছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে 90টি অর্থাৎ সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি ৷

ETV BHARAT
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 6:03 PM IST

চণ্ডীগড়, 18 জুলাই: বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে পথ নিয়েছিল, হরিয়ানায় সেই পথই অনুসরণ করল আম আদমি পার্টি ৷ হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে একজোট হতে পারল না ইন্ডিয়া ব্লক ৷ বিধানসভার 90টি আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷

চণ্ডীগড়ে তিনি বলেন যে, "আম আদমি পার্টি হরিয়ানা বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে লড়বে । দিল্লি ও পঞ্জাব দুই রাজ্যেই ক্ষমতায় আম আদমি পার্টি । দুই রাজ্যেই উন্নয়ন হয়েছে । আমরা হরিয়ানাতেও এমন উন্নয়ন করব ।"

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেন যে, "হরিয়ানার লোকেরা আমাদের জিজ্ঞাসা করেন, আপনি কেন হরিয়ানায় আসেন না ? হরিয়ানার জনগণ সব দলকে সুযোগ দিয়ে সুবিচার করেছে ৷ কিন্তু কেউই হরিয়ানার মানুষের প্রতি সুবিচার করেনি । পঞ্জাব, দিল্লি ও হরিয়ানার সংস্কৃতি মিলেমিশে রয়েছে । অনেকেই জানেন দিল্লিতে কী কাজ হয়েছে । কেউ কেউ পঞ্জাবের কাজগুলো জানেন । দিল্লি ও পঞ্জাবে যেমন ঐতিহাসিক কাজ হয়েছে, হরিয়ানাতেও একই ধরনের কাজ হবে ।"

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, আম আদমি পার্টি একটি গুরুত্বপূর্ণ দল হয়ে উঠেছে । তাঁর কথায়, "গুজরাতে যখন আমরা 14 শতাংশ ভোট পেয়েছি, তখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি জাতীয় দল হয়েছিলাম । আমাদের দুই রাজ্যে সরকার আছে । গুজরাত ও গোয়ায় আমাদের বিধায়ক রয়েছে । এবার আসছে হরিয়ানা বিধানসভা নির্বাচন । যা আমরা পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করব । কেজরিওয়ালও হরিয়ানার বাসিন্দা ।"

এদিন বিজেপিকে একহাত নিয়ে ভগবন্ত মান বলেছেন, "প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে বিজেপির 10 বছর ধরে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে । এই সরকার 10 বছরে হরিয়ানাকে কী দিয়েছে ? কৃষকদের পদদলিত করা হচ্ছে রাস্তায় ৷ হরিয়ানায় অনেক ঘর শহীদদের পাবেন ৷ আর আপনি তাঁদের অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে কাজ দিচ্ছেন ।"

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দাবি, তাঁরা দিল্লি এবং পঞ্জাবে কাজ করে দেখিয়েছেন । দুর্নীতি ছাড়া চাকরি দিয়েছেন । কোথাও কোনও প্রশ্ন ফাঁস হয়নি । শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে । আর এবার তাঁরা হরিয়ানাতেও তা করে দেখাতে চান ৷ তিনি স্লোগান তোলেন, 'এবার আনব কেজরিওয়ালকে'৷

আম আদমি পূর্ণ শক্তি নিয়ে সব আসনে লড়ার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হরিয়ানায় মুখ থুবড়ে পড়ে ইন্ডিয়া ব্লক ৷ হরিয়ানায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল ৷ হরিয়ানার দশটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে 9-1 আসনে সমঝোতা হয়েছিল ৷ কুরুক্ষেত্র লোকসভা আসনটি আসে আপের কাছে ৷ তবে সেখানে আপের প্রার্থী সুশীল গুপ্তা পরাজিত হন ।

চণ্ডীগড়, 18 জুলাই: বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে পথ নিয়েছিল, হরিয়ানায় সেই পথই অনুসরণ করল আম আদমি পার্টি ৷ হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে একজোট হতে পারল না ইন্ডিয়া ব্লক ৷ বিধানসভার 90টি আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷

চণ্ডীগড়ে তিনি বলেন যে, "আম আদমি পার্টি হরিয়ানা বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে লড়বে । দিল্লি ও পঞ্জাব দুই রাজ্যেই ক্ষমতায় আম আদমি পার্টি । দুই রাজ্যেই উন্নয়ন হয়েছে । আমরা হরিয়ানাতেও এমন উন্নয়ন করব ।"

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেন যে, "হরিয়ানার লোকেরা আমাদের জিজ্ঞাসা করেন, আপনি কেন হরিয়ানায় আসেন না ? হরিয়ানার জনগণ সব দলকে সুযোগ দিয়ে সুবিচার করেছে ৷ কিন্তু কেউই হরিয়ানার মানুষের প্রতি সুবিচার করেনি । পঞ্জাব, দিল্লি ও হরিয়ানার সংস্কৃতি মিলেমিশে রয়েছে । অনেকেই জানেন দিল্লিতে কী কাজ হয়েছে । কেউ কেউ পঞ্জাবের কাজগুলো জানেন । দিল্লি ও পঞ্জাবে যেমন ঐতিহাসিক কাজ হয়েছে, হরিয়ানাতেও একই ধরনের কাজ হবে ।"

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, আম আদমি পার্টি একটি গুরুত্বপূর্ণ দল হয়ে উঠেছে । তাঁর কথায়, "গুজরাতে যখন আমরা 14 শতাংশ ভোট পেয়েছি, তখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি জাতীয় দল হয়েছিলাম । আমাদের দুই রাজ্যে সরকার আছে । গুজরাত ও গোয়ায় আমাদের বিধায়ক রয়েছে । এবার আসছে হরিয়ানা বিধানসভা নির্বাচন । যা আমরা পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করব । কেজরিওয়ালও হরিয়ানার বাসিন্দা ।"

এদিন বিজেপিকে একহাত নিয়ে ভগবন্ত মান বলেছেন, "প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে বিজেপির 10 বছর ধরে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে । এই সরকার 10 বছরে হরিয়ানাকে কী দিয়েছে ? কৃষকদের পদদলিত করা হচ্ছে রাস্তায় ৷ হরিয়ানায় অনেক ঘর শহীদদের পাবেন ৷ আর আপনি তাঁদের অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে কাজ দিচ্ছেন ।"

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দাবি, তাঁরা দিল্লি এবং পঞ্জাবে কাজ করে দেখিয়েছেন । দুর্নীতি ছাড়া চাকরি দিয়েছেন । কোথাও কোনও প্রশ্ন ফাঁস হয়নি । শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে । আর এবার তাঁরা হরিয়ানাতেও তা করে দেখাতে চান ৷ তিনি স্লোগান তোলেন, 'এবার আনব কেজরিওয়ালকে'৷

আম আদমি পূর্ণ শক্তি নিয়ে সব আসনে লড়ার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হরিয়ানায় মুখ থুবড়ে পড়ে ইন্ডিয়া ব্লক ৷ হরিয়ানায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল ৷ হরিয়ানার দশটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে 9-1 আসনে সমঝোতা হয়েছিল ৷ কুরুক্ষেত্র লোকসভা আসনটি আসে আপের কাছে ৷ তবে সেখানে আপের প্রার্থী সুশীল গুপ্তা পরাজিত হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.