বেঙ্গালুরু, 3 মার্চ: তিনদিন পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার দূর ৷ এর পিছনে কারা জড়িত, তাও খুঁজে বের করতে পারেনি বেঙ্গালুরু পুলিশ ও তাদের গোয়েন্দা বিভাগ ৷ এই পরিস্থিতি আইইডি বিস্ফোরণের সেই তদন্তভার এই মুহূর্তে রয়েছে রাজ্য পুলিশের সিসিবি-র হাতে ৷ যা নিয়ে আজ মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করলেন, প্রয়োজন মনে করলে তবেই এনআইএ-কে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের তদন্তভার তুলে দেওয়া হবে ৷
কিন্তু, তিনদিন পেরিয়ে যাওয়ার পরেও তো, কর্নাটক পুলিশের গোয়েন্দারা বিস্ফোরণের রহস্যভেদ করতে অসমর্থ ! তাহলে কীসের অপেক্ষা করছেন সেখানকার মুখ্যমন্ত্রী ? উল্লেখ্য, কর্নাটকের কংগ্রেস সরকারের স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী শরণ পাটিল মন্তব্য করেছিলেন, "এটি ছোট্ট ঘটনা ৷" তবে, ড্যামেজ কন্ট্রোলে নেমে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিবৃতি দিয়েছেন, বোমা বিস্ফোরণ কখনই ছোট্ট বা সামান্য ঘটনা হতে পারে না ৷ সরকার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ৷
তাহলে, প্রশ্ন উঠছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-কে কেন এই বিস্ফোরণের মামলায় তদন্তভার দেওয়া হচ্ছে না ? বিশেষত, যেখানে বেঙ্গালুরুর মতো টেক সিটির প্রাণ কেন্দ্রে এমন ঘটনা ৷ তাও আবার আইইডি-র মতো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে ৷ আর সেখানে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে এই বিস্ফোরণ নিয়ে রাজনীতি জারি রয়েছে ৷ যেখানে একদিকে বিরোধী বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছে, "কংগ্রেসের ব্র্যান্ড ব্যাঙ্গালোর, এখন বম্ব ব্যাঙ্গালোর হয়ে গেছে ৷"
যার পালটা জবাবে সিদ্দারামাইয়া বলেছেন, "বিজেপির শাসনকালে যখন ব্যাঙ্গালোরে বিস্ফোরণ হয়েছিল, তখন সেটা কি সময় ছিল ? 2008 সাল থেকে বিজেপির শাসনকালে ব্যাঙ্গালোরে চারটি বিস্ফোরণ হয়েছে, তাহলে সেটাকে কী বলা হবে ? আমি বিস্ফোরণের নিন্দা করি ৷ বিজেপির এই ইস্যুতে রাজনীতি করা উচিত নয় ৷" প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্ষেত্রেও বেঙ্গালুরুর গুরুত্ব বিশাল ৷ এই মুহূর্তে বেঙ্গালুরুতে উইমেন্স প্রিমিয়ার লিগ চলছে ৷ যেখানে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল ও তাদের ক্রিকেটাররা রয়েছেন ৷ যে দলগুলিতে বিদেশি ক্রিকেটাররাও আছেন ৷ ফলে এমন ঘটনা তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেবে, সেটাই স্বাভাবিক ৷
আরও পড়ুন: