ETV Bharat / bharat

গুগল ম্যাপে ভরসা করে জলের তলায় গাড়ি, অল্পের জন্য রক্ষা পর্যটকদের - Google Maps Accident - GOOGLE MAPS ACCIDENT

Google Maps Accident: গুগল ম্যাপে ভরসা করে জলে তলিয়ে গেল একটি পর্যটক বোঝাই গাড়ি ৷ তবে কোনওক্রমে রক্ষা করা হয়েছে পর্যটকদের ৷ শুক্রবার গভীর রাতে কেরলে এই দুর্ঘটনা ঘটে ৷

ETV BHARAT
গুগল ম্যাপে ভরসা করে বিপত্তি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 4:59 PM IST

কোট্টায়াম, 25 মে: গুগল ম্যাপে ভরসা করে গাড়ি নিয়ে সোজা জলের উপরে চালক ৷ পর্যটক-সহ গোটা গাড়ি ডুবে গেল জলের তলায় ৷ অধিক বৃষ্টিতে জলপ্রপাত ফুলে ফেঁপে উঠে ভাসিয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী রাস্তাঘাট ৷ যার আন্দাজ মেলেনি গুগল ম্যাপে ৷ শুক্রবার কেরলের এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পর্যটকরা ৷

হায়দরাবাদের একদল পর্যটক এই দুর্ঘটনার কবলে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, দক্ষিণ কেরলের কুরুপানথারার কাছে জলপ্রপাত ফুলে উঠে ডুবিয়ে দিয়েছে রাস্তাঘাট ৷ শুক্রবার গভীর রাতে আলাপ্পুঝা যাওয়ার পথে গুগল ম্যাপ অনুসরণ করে ওই রাস্তাতেই গাড়ি নিয়ে চলে আসেন হায়দরাবাদের পর্যটকরা ৷ সেই গাড়িতে ছিলেন এক মহিলা-সহ চারজন । ততক্ষণে প্রবল বৃষ্টির কারণে জলপ্রবাহের স্রোত রাস্তার উপর দিয়ে বইছে ৷ তার উপরে চলে আসার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ জল উঠে যায় গাড়ির মাথার উপর ৷

আরও পড়ুন:

ওই এলাকায় কর্মরত পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চালক-সহ সব পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৷ তবে গাড়িটি জলে তলিয়ে যায় ৷ কাদুথুরথি থানার এক আধিকারিক বলেন, "গাড়িটি বের করার চেষ্টা চলছে ।"

কেরলে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয় । গত বছরের অক্টোবরেও এমনই একটি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুই তরুণ চিকিৎসকের ৷ তাঁরাও গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে সোজা চলে যান নদীতে ৷ বর্ষার মরশুমে গাড়ি চালানোর সময় প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে কেরল পুলিশ ৷

আরও পড়ুন:

কোট্টায়াম, 25 মে: গুগল ম্যাপে ভরসা করে গাড়ি নিয়ে সোজা জলের উপরে চালক ৷ পর্যটক-সহ গোটা গাড়ি ডুবে গেল জলের তলায় ৷ অধিক বৃষ্টিতে জলপ্রপাত ফুলে ফেঁপে উঠে ভাসিয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী রাস্তাঘাট ৷ যার আন্দাজ মেলেনি গুগল ম্যাপে ৷ শুক্রবার কেরলের এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পর্যটকরা ৷

হায়দরাবাদের একদল পর্যটক এই দুর্ঘটনার কবলে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, দক্ষিণ কেরলের কুরুপানথারার কাছে জলপ্রপাত ফুলে উঠে ডুবিয়ে দিয়েছে রাস্তাঘাট ৷ শুক্রবার গভীর রাতে আলাপ্পুঝা যাওয়ার পথে গুগল ম্যাপ অনুসরণ করে ওই রাস্তাতেই গাড়ি নিয়ে চলে আসেন হায়দরাবাদের পর্যটকরা ৷ সেই গাড়িতে ছিলেন এক মহিলা-সহ চারজন । ততক্ষণে প্রবল বৃষ্টির কারণে জলপ্রবাহের স্রোত রাস্তার উপর দিয়ে বইছে ৷ তার উপরে চলে আসার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ জল উঠে যায় গাড়ির মাথার উপর ৷

আরও পড়ুন:

ওই এলাকায় কর্মরত পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চালক-সহ সব পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৷ তবে গাড়িটি জলে তলিয়ে যায় ৷ কাদুথুরথি থানার এক আধিকারিক বলেন, "গাড়িটি বের করার চেষ্টা চলছে ।"

কেরলে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয় । গত বছরের অক্টোবরেও এমনই একটি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুই তরুণ চিকিৎসকের ৷ তাঁরাও গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে সোজা চলে যান নদীতে ৷ বর্ষার মরশুমে গাড়ি চালানোর সময় প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে কেরল পুলিশ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.