নয়াদিল্লি, 28 জুলাই: দিল্লির পুরনো রাজিন্দর নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে 3 প্রার্থীর মৃত্যুর ঘটনায় সামনে এল নয়া তথ্য ৷ জানা গিয়েছে, বেসমেন্টের জল জমে তিনজনের মৃত্যু হয়েছে, সেখানে একটি লাইব্রেরি চালানো হচ্ছিল ৷ অভিযোগ, তাও আবার বেআইনিভাবে ৷ দিল্লির পুরনিগমের তথ্য অনুযায়ী, ওই বেসমেন্টটি স্টোর রুম ও পার্কিং হিসেবে নথিভুক্ত করা রয়েছে ৷
দিল্লি পুলিশ ইতিমধ্যে ওই বিল্ডিংয়ের মালিক এবং রাও'স আইএএস স্টাডি সার্কলের কোঅর্ডিনেটরকে গ্রেফতার করেছে ৷ একাধিক সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেসমেন্টটি নীচের তল থেকে 8 ফুট নীচে ছিল ৷ শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জল সেখানে ঢোকার সময় 18 জন পড়ুয়া ছিলেন ৷
দিল্লির পুরনিগমের তরফে সংবাদসংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, রাও আইএএস স্টাডি সার্কেল নামের ওই কোচিং সেন্টারের বেসমেন্টটিকে পুরনিগমের নথিতে গাড়ি পার্কিং ও স্টোর রুম হিসেবে দেখানো হয়েছে ৷ বিল্ডিং প্ল্যান ও দমকল বিভাগের এনওসিতেও তেমনটাই উল্লেখ করা হয়েছে ৷ 2021 সালে তৈরি তিনতলা ওই বহুতলটির প্ল্যান দিল্লি পুরনিগমের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমোদন করানো হয়েছিল ৷
পুরনিগমের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "ইনস্টিটিউটের বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেটে স্পষ্ট লেখা আছে, যে বেসমেন্ট শুধুমাত্র পার্কিং ও স্টোরেজের জন্য ব্যবহার করা যাবে ৷ এর অর্থ, বেসমেন্টে বেআইনিভাবে লাইব্রেরি চলছিল ৷" শনিবার সন্ধ্যায় মধ্য দিল্লির পুরনো রাজিন্দর নগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্ট প্লাবিত হয়, যার জেরে সিভিল সার্ভিসের প্রস্তুতি নেওয়া তিনজন প্রার্থীর মৃত্যু হয় ৷
উল্লেখ্য, পুরনিগমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অশ্বিনী কুমার এমসিডি (দিল্লি পুরনিগম)-র কমিশনার পদে দায়িত্ব নেওয়ার পর, বিল্ডিং বিভাগের একাধিক আধিকারিককে সাসপেন্ড করেছেন ৷ এমনকী গত সপ্তাহেও তিনজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ আর ওই তিন আধিকারিক বিল্ডিং বিভাগে মধ্য দিল্লির দায়িত্বেই ছিলেন ৷ আর সেই মধ্য দিল্লির রাজিন্দর নগরেই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে ৷
উল্লেখ্য, গতকাল সন্ধেয় যখন বহুতলের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকছিল, সেই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি) ৷ দেখা যাচ্ছে, বেসমেন্টে নামার সিঁড়ি দিয়ে তীব্র গতিতে জল ঢুকছে সেখানে ৷ আর সঙ্গে প্রবল স্রোত ৷ আর তার মধ্যে থেকেই এক ইউপিএসসি-র প্রস্তুতি নেওয়া প্রার্থী এবং এক ব্যক্তিকে উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় দিল্লি সরকার ম্যাজিস্ট্রেট স্তরে তদন্তের নির্দেশ দিয়েছে ৷