ETV Bharat / bharat

সেরেল্যাকের পর এবার স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে বাদ পড়ল হরলিক্স - Horlicks Health Drink Status

Nestle Cerelac and Horlicks Health Drink: সেরেল্যাক-এর পর এবার স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে বাদ পড়ল হরলিক্স ৷ হিন্দুস্তান ইউনিলিভার হরলিক্সের বোতল থেকে 'হেলথ ফুড ড্রিঙ্কস' ট্যাগ সরিয়ে নিচ্ছে বলে জানা গিয়েছে ৷

Nestle Cerelac and Horlicks Not Healthy
স্বাস্থ্যকর তালিকা থেকে বাদ পড়ল পানীয় হরলিক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 7:10 PM IST

Updated : Apr 25, 2024, 7:24 PM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল: শিশুদের খাদ্য সেরেল্যাকের পর এক সেফটি ফুডের তকমা হারাল হরলিক্স ৷ ইতিমধ্যেই পানীয় প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার হরলিক্সের বোতল থেকে 'হেলথ ফুড ড্রিঙ্কস' ট্যাগ সরিয়ে নিচ্ছে বলে জানা গিয়েছে ৷ তার বদলে লেখা হয়েছে 'ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক' (FND)৷ পাশাপাশি, ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নেসলে কোম্পানির সেরেল্যাক-এর নমুনা সংগ্রহ করতে শুরু করেছে এফএসএসএআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া ৷

কিছুদিন আগে একটি গ্লোবাল রিপোর্টে দাবি করা হয়, শিশুদের খাদ্য সেরেল্যাকে অতিরিক্ত পরিমাণে চিনি মিশ্রিত রয়েছে, যা অস্বাস্থ্যকর ৷ এবার তারই নমুনা সংগ্রহ করতে শুরু করল এফএসএসএআই (FSSAI)৷ সংস্থার সিইও জি কমলা বর্ধনা রাও সংসাদ সংস্থা পিটিআইকে বলেন, "ইতিমধ্যেই নেসলে কোম্পানির সেরেল্যাক বেবি সিরিয়াল-এর নমুনা সংগ্রহ করতে শুরু করেছি ৷ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই খাদ্যের নমুনা সংগ্রহ করতে সময় লাগবে 15 থেকে 20 দিন ৷"

মূলত, সুইস এনজিও পাবলিক আই-এর তরফে একটি প্রতিবেদন সামনে আনা হয় ৷ যেখানে বলা হয়, শিশু খাদ্য নেসলের সেরেল্যাকে চিনি জাতীয় উপাদান বেশি ব্যবহার করা হয়েছে ৷ এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) ৷ এরপরেই এই খাদ্য শিশুদের জন্য কতটা সুরক্ষিত তা নিয়ে ওঠে প্রশ্ন চিহ্ন ৷ তারপরেই নমুনা সংগ্রহ করতে শুরু করে এফএসএসএআই ৷

অন্যদিকে, পানীয় হরলিক্স স্বাস্থ্যকর নয়, এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় ৷ সংস্থার চিফ ফিনানসিয়াল অফিসার রীতেশ তিওয়ারি জানিয়েছেন, হরলিক্স এখন থেকে ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক-এর অন্তর্ভুক্ত ৷ 2006-এর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সম্প্রতি জানিয়েছে হেলথ ড্রিঙ্কস বলতে যা বোঝায়, সেই তালিকায় রাখা যাবে না হরলিক্সকে ৷

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই), এই মাসের শুরুতে, ই-কমার্স ওয়েবসাইটগুলিকে 'স্বাস্থ্য পানীয়' বা 'এনার্জি ড্রিংক' বিভাগের অধীনে দুগ্ধ, সিরিয়াল বা মল্ট-ভিত্তিক পানীয় রাখার উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ কারণ হিসাবে বলা হয়েছে, ভারতের খাদ্য আইনে স্বাস্থ্যকর পানীয়র সংজ্ঞাটা ঠিক কী তা বলা হয়নি ৷ অন্যদিকে, 'এনার্জি ড্রিংকস' হল শুধুমাত্র স্বাদযুক্ত জল-ভিত্তিক পানীয় ৷ ফলে স্বাস্থ্যকর পানীয় ও এনার্জি ড্রিঙ্ক সম্পর্কে গ্রাহক বিভ্রান্ত হতে পারেন, তাই ওয়েবসাইটগুলিকে বিজ্ঞাপন দিয়ে বিষয়টিকে সংশোধন করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন

1. জেইই মেন পরীক্ষায় 100 স্কোর করলেন 56 জন, লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল

2. হিমালয়ে দ্রুত বড় হচ্ছে হিমবাহী হ্রদগুলি, ইসরোর স্যাটেলাইট চিত্রে চিন্তায় ভারত

3. জাতীয় নিরাপত্তায় উদ্বেগ, অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ-থ্রেড সরাল অ্যাপল

নয়াদিল্লি, 25 এপ্রিল: শিশুদের খাদ্য সেরেল্যাকের পর এক সেফটি ফুডের তকমা হারাল হরলিক্স ৷ ইতিমধ্যেই পানীয় প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার হরলিক্সের বোতল থেকে 'হেলথ ফুড ড্রিঙ্কস' ট্যাগ সরিয়ে নিচ্ছে বলে জানা গিয়েছে ৷ তার বদলে লেখা হয়েছে 'ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক' (FND)৷ পাশাপাশি, ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নেসলে কোম্পানির সেরেল্যাক-এর নমুনা সংগ্রহ করতে শুরু করেছে এফএসএসএআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া ৷

কিছুদিন আগে একটি গ্লোবাল রিপোর্টে দাবি করা হয়, শিশুদের খাদ্য সেরেল্যাকে অতিরিক্ত পরিমাণে চিনি মিশ্রিত রয়েছে, যা অস্বাস্থ্যকর ৷ এবার তারই নমুনা সংগ্রহ করতে শুরু করল এফএসএসএআই (FSSAI)৷ সংস্থার সিইও জি কমলা বর্ধনা রাও সংসাদ সংস্থা পিটিআইকে বলেন, "ইতিমধ্যেই নেসলে কোম্পানির সেরেল্যাক বেবি সিরিয়াল-এর নমুনা সংগ্রহ করতে শুরু করেছি ৷ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই খাদ্যের নমুনা সংগ্রহ করতে সময় লাগবে 15 থেকে 20 দিন ৷"

মূলত, সুইস এনজিও পাবলিক আই-এর তরফে একটি প্রতিবেদন সামনে আনা হয় ৷ যেখানে বলা হয়, শিশু খাদ্য নেসলের সেরেল্যাকে চিনি জাতীয় উপাদান বেশি ব্যবহার করা হয়েছে ৷ এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) ৷ এরপরেই এই খাদ্য শিশুদের জন্য কতটা সুরক্ষিত তা নিয়ে ওঠে প্রশ্ন চিহ্ন ৷ তারপরেই নমুনা সংগ্রহ করতে শুরু করে এফএসএসএআই ৷

অন্যদিকে, পানীয় হরলিক্স স্বাস্থ্যকর নয়, এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় ৷ সংস্থার চিফ ফিনানসিয়াল অফিসার রীতেশ তিওয়ারি জানিয়েছেন, হরলিক্স এখন থেকে ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক-এর অন্তর্ভুক্ত ৷ 2006-এর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সম্প্রতি জানিয়েছে হেলথ ড্রিঙ্কস বলতে যা বোঝায়, সেই তালিকায় রাখা যাবে না হরলিক্সকে ৷

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই), এই মাসের শুরুতে, ই-কমার্স ওয়েবসাইটগুলিকে 'স্বাস্থ্য পানীয়' বা 'এনার্জি ড্রিংক' বিভাগের অধীনে দুগ্ধ, সিরিয়াল বা মল্ট-ভিত্তিক পানীয় রাখার উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ কারণ হিসাবে বলা হয়েছে, ভারতের খাদ্য আইনে স্বাস্থ্যকর পানীয়র সংজ্ঞাটা ঠিক কী তা বলা হয়নি ৷ অন্যদিকে, 'এনার্জি ড্রিংকস' হল শুধুমাত্র স্বাদযুক্ত জল-ভিত্তিক পানীয় ৷ ফলে স্বাস্থ্যকর পানীয় ও এনার্জি ড্রিঙ্ক সম্পর্কে গ্রাহক বিভ্রান্ত হতে পারেন, তাই ওয়েবসাইটগুলিকে বিজ্ঞাপন দিয়ে বিষয়টিকে সংশোধন করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন

1. জেইই মেন পরীক্ষায় 100 স্কোর করলেন 56 জন, লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল

2. হিমালয়ে দ্রুত বড় হচ্ছে হিমবাহী হ্রদগুলি, ইসরোর স্যাটেলাইট চিত্রে চিন্তায় ভারত

3. জাতীয় নিরাপত্তায় উদ্বেগ, অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ-থ্রেড সরাল অ্যাপল

Last Updated : Apr 25, 2024, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.