ETV Bharat / bharat

পরীক্ষা কীভাবে স্বচ্ছ হবে ? পড়ুয়া-অভিভাবকদের মতামত জানতে চাইল উচ্চ পর্যায়ের প্যানেল - High Level Panel Seeks Suggestions - HIGH LEVEL PANEL SEEKS SUGGESTIONS

NEET-NET Examination Row: পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি শুধরে তা স্বচ্ছ করতে উচ্চ পর্যায়ের প্যানেল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই প্যানেল পড়ুয়া ও অভিভাবকদের কাছে জানতে চাইল, কী করলে পরীক্ষার প্রক্রিয়া ত্রুটিহীন করা যায় ৷

High Level Exam Reform Panel
পরীক্ষা কীভাবে ত্রুটিহীন করা যায় (ইটিভ ভারত)
author img

By PTI

Published : Jun 28, 2024, 3:52 PM IST

নয়াদিল্লি, 28 জুন: পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ করতে পড়ুয়া এবং অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইল কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের প্যানেল ৷ শুক্রবার শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, পরীক্ষা প্রক্রিয়ায় সংস্কার সাধনের জন্য সবার মতামত জানতে চাওয়া হয়েছে ৷

শিক্ষা মন্ত্রকের এক উচ্চাধিকারিকের কথায়, "27 জুন থেকে 7 জুলাই পর্যন্ত অভিভাবক, পড়ুয়াদের কাছ থেকে পরামর্শ, তাঁদের ভাবনাচিন্তা এবং ধারণা জানতে চেয়েছে ৷ mygov-এ গিয়ে তাঁরা তাঁদের মতামত জানাতে পারেন ৷"

নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া ও বেনিয়মের জেরে উত্তাল দেশ ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি শুধরে নিতে একটি উচ্চ পর্যায়ের প্যানেল তৈরি করেছে শিক্ষামন্ত্রক ৷ এই প্যানেলের প্রধান ইসরোর প্রাক্তন প্রধান আর রাধাকৃষ্ণণ ৷ এই প্যানেল পরীক্ষা পদ্ধতির ভুল-ত্রুটিগুলি খতিয়ে দেখবে, ডেটার নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল এবং এনটিএ-র পরিকাঠামো ও কার্যপ্রক্রিয়াগুলি সংস্কার করবে ৷

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে পরীক্ষার একদিন পরেই বাতিল হয়ে যায় নেট-ইউজিসি ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ তাই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া অন্য দু'টি পরীক্ষা সিএসআইআর-ইউজিসি নেট এবং নিট-পিজি পরীক্ষার আগেই বাতিল হয়ে যায় ৷ ইতিমধ্যে গতকাল সিবিআই নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পটনা থেকে দু'জনকে গ্রেফতার করেছে ৷

এই সাত সদস্যের প্যানেলে রয়েছেন- ইসরোর প্রাক্তন চেয়ারম্যা কে রাধাকৃষ্ণান, দিল্লির এইমস-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এমিরিটাস অধ্যাক রামামূর্তি কে, কর্মযোগী ভারত-এর সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন অধ্যাপক আদিত্য মিত্তাল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল ৷

নয়াদিল্লি, 28 জুন: পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ করতে পড়ুয়া এবং অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইল কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের প্যানেল ৷ শুক্রবার শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, পরীক্ষা প্রক্রিয়ায় সংস্কার সাধনের জন্য সবার মতামত জানতে চাওয়া হয়েছে ৷

শিক্ষা মন্ত্রকের এক উচ্চাধিকারিকের কথায়, "27 জুন থেকে 7 জুলাই পর্যন্ত অভিভাবক, পড়ুয়াদের কাছ থেকে পরামর্শ, তাঁদের ভাবনাচিন্তা এবং ধারণা জানতে চেয়েছে ৷ mygov-এ গিয়ে তাঁরা তাঁদের মতামত জানাতে পারেন ৷"

নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া ও বেনিয়মের জেরে উত্তাল দেশ ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি শুধরে নিতে একটি উচ্চ পর্যায়ের প্যানেল তৈরি করেছে শিক্ষামন্ত্রক ৷ এই প্যানেলের প্রধান ইসরোর প্রাক্তন প্রধান আর রাধাকৃষ্ণণ ৷ এই প্যানেল পরীক্ষা পদ্ধতির ভুল-ত্রুটিগুলি খতিয়ে দেখবে, ডেটার নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল এবং এনটিএ-র পরিকাঠামো ও কার্যপ্রক্রিয়াগুলি সংস্কার করবে ৷

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে পরীক্ষার একদিন পরেই বাতিল হয়ে যায় নেট-ইউজিসি ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ তাই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া অন্য দু'টি পরীক্ষা সিএসআইআর-ইউজিসি নেট এবং নিট-পিজি পরীক্ষার আগেই বাতিল হয়ে যায় ৷ ইতিমধ্যে গতকাল সিবিআই নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পটনা থেকে দু'জনকে গ্রেফতার করেছে ৷

এই সাত সদস্যের প্যানেলে রয়েছেন- ইসরোর প্রাক্তন চেয়ারম্যা কে রাধাকৃষ্ণান, দিল্লির এইমস-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এমিরিটাস অধ্যাক রামামূর্তি কে, কর্মযোগী ভারত-এর সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন অধ্যাপক আদিত্য মিত্তাল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.