ETV Bharat / bharat

হাথরসকাণ্ডে 123 জনের মৃত্যুর ঘটনায় রিপোর্ট জমা দিল সিট - Hathras Stampede - HATHRAS STAMPEDE

Hathras Incident Report Submitted by SIT: হাথরসের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট জমা দিল সিট ৷ রিপোর্টে দুর্ঘটনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির বক্তব্যের রেকর্ড-সহ রয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সমস্ত বিষয়ের উল্লেখ ৷

SIT Submits Report
হাথরস কাণ্ডে রিপোর্ট জমা সিটের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 11:56 AM IST

Updated : Jul 9, 2024, 2:01 PM IST

হাথরস, 9 জুলাই: উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা পড়ল হাথরস কাণ্ডের তদন্ত রিপোর্ট ৷ হাথরসের সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় 5 দিনের টানা তদন্তের পর মঙ্গলবার সেই রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল তথা সিট ৷ রিপোর্টে দুর্ঘটনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির বক্তব্যের রেকর্ড-সহ রয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সমস্ত বিষয়ের উল্লেখ ৷

গত 2 জুলাই হাথরসের ঘটনায় কমপক্ষে 123 জন প্রাণ হারিয়েছেন ৷ ঘটনায় তদন্তের জন্য সিট গঠন করা হয় উত্তরপ্রদেশ পুলিশের তরফে ৷ বিশেষ সেই দলে রয়েছেন, আগ্রা জোন পুলিশের ডিজি অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড় ডিভিশনের কমিশনার চৈত্র ভি ৷ ঘটনা প্রসঙ্গে গত 5 জুলাই কুলশ্রেষ্ঠ জানান, তাঁরা 2 জুলাইয়ের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বকে বাদ দিচ্ছেন না ৷ তবে ঘটনার জন্য কেবল অনুষ্ঠানের আয়োজকরা দায়ী, তাও সাফ জানিয়েছেন তিনি ৷

হাথরস পদপিষ্ট হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জন মহিলা-সহ 6 জন সেবাদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকরকেও গ্রেফতার করা হয়েছে ৷ তবে ঘটনায় এখনও পলাতক ঘটনার মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ৷

যদিও ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন ভোলে বাবার আইনজীবী এপি সিং ৷ তাঁর দাবি, ভিড়ের মধ্যে বিষাক্ত পদার্থযুক্ত ক্যান খোলা হয়েছিল ৷ সেই বিষাক্ত পদার্থ বাতাসে মিশে এদিনের এই ঘটনা ঘটে ৷ তাঁর কথায়, ভোলে বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ পদপিষ্টের ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে । তিনি বলেন, "অভিযুক্তদের পালাতে সাহায্য করার জন্য ঘটনাস্থলে গাড়ি রাখা ছিল । আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা তা জমা দেব । আমি এই প্রথম এই বিষয়ে কথা বলছি ।"

হাথরস, 9 জুলাই: উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা পড়ল হাথরস কাণ্ডের তদন্ত রিপোর্ট ৷ হাথরসের সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় 5 দিনের টানা তদন্তের পর মঙ্গলবার সেই রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল তথা সিট ৷ রিপোর্টে দুর্ঘটনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির বক্তব্যের রেকর্ড-সহ রয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সমস্ত বিষয়ের উল্লেখ ৷

গত 2 জুলাই হাথরসের ঘটনায় কমপক্ষে 123 জন প্রাণ হারিয়েছেন ৷ ঘটনায় তদন্তের জন্য সিট গঠন করা হয় উত্তরপ্রদেশ পুলিশের তরফে ৷ বিশেষ সেই দলে রয়েছেন, আগ্রা জোন পুলিশের ডিজি অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড় ডিভিশনের কমিশনার চৈত্র ভি ৷ ঘটনা প্রসঙ্গে গত 5 জুলাই কুলশ্রেষ্ঠ জানান, তাঁরা 2 জুলাইয়ের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বকে বাদ দিচ্ছেন না ৷ তবে ঘটনার জন্য কেবল অনুষ্ঠানের আয়োজকরা দায়ী, তাও সাফ জানিয়েছেন তিনি ৷

হাথরস পদপিষ্ট হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জন মহিলা-সহ 6 জন সেবাদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকরকেও গ্রেফতার করা হয়েছে ৷ তবে ঘটনায় এখনও পলাতক ঘটনার মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ৷

যদিও ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন ভোলে বাবার আইনজীবী এপি সিং ৷ তাঁর দাবি, ভিড়ের মধ্যে বিষাক্ত পদার্থযুক্ত ক্যান খোলা হয়েছিল ৷ সেই বিষাক্ত পদার্থ বাতাসে মিশে এদিনের এই ঘটনা ঘটে ৷ তাঁর কথায়, ভোলে বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ পদপিষ্টের ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে । তিনি বলেন, "অভিযুক্তদের পালাতে সাহায্য করার জন্য ঘটনাস্থলে গাড়ি রাখা ছিল । আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা তা জমা দেব । আমি এই প্রথম এই বিষয়ে কথা বলছি ।"

Last Updated : Jul 9, 2024, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.