ETV Bharat / bharat

হাথরসে পদপিষ্ট: তদন্তের দাবিতে আবেদন নিল না সুপ্রিম কোর্ট - SC on Hathras Stampede - SC ON HATHRAS STAMPEDE

SC on Hathras Stampede: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের দাবিতে আবেদন নিল না সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত আবেদনকারীকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে বলেছে ৷ আর কী বলেছে সুপ্রিম কোর্ট, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
হাথরসে পদপিষ্টের ঘটনার তদন্তের দাবিতে আবেদন নিল না সুপ্রিম কোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 1:33 PM IST

নয়াদিল্লি, 12 জুলাই: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্ত চেয়ে যে আবেদন করা হয়েছিল, তা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার শীর্ষ আদালত বলেছে যে, আবেদনকারীর এই পিটিশন নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত ৷ সুপ্রিম কোর্ট বলেছে, এটি একটি দুঃখজনক ও বিচলিত করে দেওয়ার মতো ঘটনা ৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে তিন বিচারপতির বেঞ্চ বলেছে যে, এই ধরনের ঘটনাগুলি বিচলিত করে ৷ তবে আবেদনকারীর উচিত ছিল এলাহাবাদ হাইকোর্টের কাছে যাওয়া, যারা এই ধরনের মামলা নেওয়ার জন্য প্রস্তুত ৷ বেঞ্চের কথায়, "অবশ্যই, এটি বিচলিত করে দেওয়ার মতো ঘটনা । সাধারণত এই ধরনের ঘটনাগুলির বড় কোনও বিষয় এখানে আনা হয় ৷" বেঞ্চ অ্যাডভোকেট বিশাল তিওয়ারির দায়ের করা আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করেছে ।

তিওয়ারি বেঞ্চের সামনে বলেন যে, এই ধরনের ঘটনায় যথাযথ চিকিৎসা সুবিধা না মেলার সমস্যাটি সমগ্র ভারতের জন্য উদ্বেগের, এবং আবেদনটি সর্বোচ্চ আদালতেও গ্রহণ করা যেতে পারে । তবে বেঞ্চ তাঁর বক্তব্য মানতে অস্বীকার করে ।

2 জুলাই উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয় । ভোলে বাবা নারায়ণ হরি পরিচালিত 'সৎসঙ্গ'-এর জন্য হাথরস জেলার ফুলরাই গ্রামে আড়াই লাখেরও বেশি ভক্ত জড়ো হয়েছিলেন ৷

আবেদনে বলা হয়েছে যে, এই ধরনের ঘটনা প্রাথমিকভাবে সরকারি কর্তৃপক্ষের দায়িত্বের গুরুতর ত্রুটি, অবহেলা এবং জনসাধারণের প্রতি দায়িত্বের অভাবকে তুলে ধরে । জমায়েতের জন্য নিরাপত্তা ব্যবস্থার তদারকি না করার ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতা, ত্রুটি এবং অবহেলা রয়েছে । উত্তরপ্রদেশ সরকারকে 2 জুলাইয়ের ঘটনার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য এবং কর্মকর্তা ও অন্যদের বিরুদ্ধে তাঁদের অবহেলামূলক আচরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয়েছিল আবেদনে ৷

নয়াদিল্লি, 12 জুলাই: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্ত চেয়ে যে আবেদন করা হয়েছিল, তা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার শীর্ষ আদালত বলেছে যে, আবেদনকারীর এই পিটিশন নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত ৷ সুপ্রিম কোর্ট বলেছে, এটি একটি দুঃখজনক ও বিচলিত করে দেওয়ার মতো ঘটনা ৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে তিন বিচারপতির বেঞ্চ বলেছে যে, এই ধরনের ঘটনাগুলি বিচলিত করে ৷ তবে আবেদনকারীর উচিত ছিল এলাহাবাদ হাইকোর্টের কাছে যাওয়া, যারা এই ধরনের মামলা নেওয়ার জন্য প্রস্তুত ৷ বেঞ্চের কথায়, "অবশ্যই, এটি বিচলিত করে দেওয়ার মতো ঘটনা । সাধারণত এই ধরনের ঘটনাগুলির বড় কোনও বিষয় এখানে আনা হয় ৷" বেঞ্চ অ্যাডভোকেট বিশাল তিওয়ারির দায়ের করা আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করেছে ।

তিওয়ারি বেঞ্চের সামনে বলেন যে, এই ধরনের ঘটনায় যথাযথ চিকিৎসা সুবিধা না মেলার সমস্যাটি সমগ্র ভারতের জন্য উদ্বেগের, এবং আবেদনটি সর্বোচ্চ আদালতেও গ্রহণ করা যেতে পারে । তবে বেঞ্চ তাঁর বক্তব্য মানতে অস্বীকার করে ।

2 জুলাই উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয় । ভোলে বাবা নারায়ণ হরি পরিচালিত 'সৎসঙ্গ'-এর জন্য হাথরস জেলার ফুলরাই গ্রামে আড়াই লাখেরও বেশি ভক্ত জড়ো হয়েছিলেন ৷

আবেদনে বলা হয়েছে যে, এই ধরনের ঘটনা প্রাথমিকভাবে সরকারি কর্তৃপক্ষের দায়িত্বের গুরুতর ত্রুটি, অবহেলা এবং জনসাধারণের প্রতি দায়িত্বের অভাবকে তুলে ধরে । জমায়েতের জন্য নিরাপত্তা ব্যবস্থার তদারকি না করার ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতা, ত্রুটি এবং অবহেলা রয়েছে । উত্তরপ্রদেশ সরকারকে 2 জুলাইয়ের ঘটনার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য এবং কর্মকর্তা ও অন্যদের বিরুদ্ধে তাঁদের অবহেলামূলক আচরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয়েছিল আবেদনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.