ETV Bharat / bharat

জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে এবার কি গুনতে হবে না GST ? - GST EXEMPTED ON LIFE INSURANCE

জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ প্রবীণ নাগরিকের স্বাস্থ্য বিমাতেও তাই ৷

GST EXEMPTED ON LIFE INSURANCE
প্রিমিয়ামের উপর ছাড় জিএসটি (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Oct 19, 2024, 7:17 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর: জীবন বিমা প্রিমিয়াম এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর আর থাকছে না পণ্য ও পরিষেবা কর (জিএসটি)! অবশ্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরই কেবল জিএসটি থেকে অব্যাহতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর ৷

শনিবার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জীবন ও স্বাস্থ্য বিমার উপর জিএসটি হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বৈঠক হয় ৷ প্রবীণ নাগরিক ছাড়া অন্য ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকার কভারেজে স্বাস্থ্য বিমার জন্য দেওয়া প্রিমিয়ামের উপর জিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জিএসটি কাউন্সিলের বৈঠকেই ৷ 5 লক্ষ টাকার উপরের স্বাস্থ্য বিমা কভারেজের ক্ষেত্রে অবশ্য প্রিমিয়ামগুলিতে 18 শতাংশ জিএসটি থাকবে বলেও জানা গিয়েছে ৷

বর্তমানে, যে কোনও জীবন বিমা এবং ফ্যামিলি ফ্লোটার পলিসির জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের উপর 18 শতাংশ GST ধার্য করা হয়। কেন্দ্রীয় সরকারের ওই আধিকারিকের কথায়, "বিমা প্রিমিয়ামে হার কমানোর জন্য জিওএম সদস্যরা আলোচনা করেছেন। জিএসটি কাউন্সিল এই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷" এ প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, "প্রত্যেক GoM সদস্যই দেশের জনগণকে স্বস্তি দিতে চায়। প্রবীণ নাগরিকদের উপর বিশেষ নজরও দিয়েছেন ৷ আমরা কাউন্সিলের কাছে একটি রিপোর্ট জমা দেব। কাউন্সিলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"

জানা গিয়েছে, কভারেজের পরিমাণ যাই হোক না কেন, প্রবীণ নাগরিকদের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের উপর কোনও জিএসটি থাকবে না ৷ জিএসটি কাউন্সিল গত মাসে তার বৈঠকে স্বাস্থ্য এবং জীবন বিমা প্রিমিয়ামের উপর কর নির্ধারণের জন্য 13 সদস্যের একটি জিওএম গঠন করেছিল। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জিওএম-এর কনভেনর। প্যানেলে উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, মেঘালয়, পঞ্জাব, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার মন্ত্রীরা অন্তর্ভুক্ত রয়েছে। জিওএমকে অক্টোবরের শেষের মধ্যে কাউন্সিলে তাদের রিপোর্ট জমা দেওয়ার বলা হয়েছে ৷ (পিটিআই)

নয়াদিল্লি, 19 অক্টোবর: জীবন বিমা প্রিমিয়াম এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর আর থাকছে না পণ্য ও পরিষেবা কর (জিএসটি)! অবশ্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরই কেবল জিএসটি থেকে অব্যাহতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর ৷

শনিবার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জীবন ও স্বাস্থ্য বিমার উপর জিএসটি হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বৈঠক হয় ৷ প্রবীণ নাগরিক ছাড়া অন্য ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকার কভারেজে স্বাস্থ্য বিমার জন্য দেওয়া প্রিমিয়ামের উপর জিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জিএসটি কাউন্সিলের বৈঠকেই ৷ 5 লক্ষ টাকার উপরের স্বাস্থ্য বিমা কভারেজের ক্ষেত্রে অবশ্য প্রিমিয়ামগুলিতে 18 শতাংশ জিএসটি থাকবে বলেও জানা গিয়েছে ৷

বর্তমানে, যে কোনও জীবন বিমা এবং ফ্যামিলি ফ্লোটার পলিসির জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের উপর 18 শতাংশ GST ধার্য করা হয়। কেন্দ্রীয় সরকারের ওই আধিকারিকের কথায়, "বিমা প্রিমিয়ামে হার কমানোর জন্য জিওএম সদস্যরা আলোচনা করেছেন। জিএসটি কাউন্সিল এই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷" এ প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, "প্রত্যেক GoM সদস্যই দেশের জনগণকে স্বস্তি দিতে চায়। প্রবীণ নাগরিকদের উপর বিশেষ নজরও দিয়েছেন ৷ আমরা কাউন্সিলের কাছে একটি রিপোর্ট জমা দেব। কাউন্সিলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"

জানা গিয়েছে, কভারেজের পরিমাণ যাই হোক না কেন, প্রবীণ নাগরিকদের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের উপর কোনও জিএসটি থাকবে না ৷ জিএসটি কাউন্সিল গত মাসে তার বৈঠকে স্বাস্থ্য এবং জীবন বিমা প্রিমিয়ামের উপর কর নির্ধারণের জন্য 13 সদস্যের একটি জিওএম গঠন করেছিল। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জিওএম-এর কনভেনর। প্যানেলে উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, মেঘালয়, পঞ্জাব, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার মন্ত্রীরা অন্তর্ভুক্ত রয়েছে। জিওএমকে অক্টোবরের শেষের মধ্যে কাউন্সিলে তাদের রিপোর্ট জমা দেওয়ার বলা হয়েছে ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.