ETV Bharat / bharat

অনেকটাই কমল জিএসটি, সস্তা হবে ক্য়ানসারের ওষুধ - GST Council Meeting - GST COUNCIL MEETING

GST Slashed on Cancer Drugs: সপ্তাহের প্রথমেই সুখবর। জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের উপর থাকা জিএসটির পরিমাণ অনেকটাই কমানোর সিদ্ধান্ত হয়েছে।

GST Slashed on Cancer Drugs
বৈঠকে জিএসটি কাউন্সিল (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Sep 9, 2024, 8:43 PM IST

Updated : Sep 9, 2024, 9:31 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: একধাক্কায় অনেকটাই কমতে চলেছে ক্যানসারের ওষুধের দাম । এতদিন এই সমস্ত ওষুধের উপর 12 শতাংশ জিএসটি নেওয়া হত । এবার সেই পরিমাণ অনেকটাই কমে হচ্ছে 5 শতাংশ। স্বভাবতই করের পরিমাণ কমার প্রভাব পড়বে ওষুধের দামের উপর । জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সোমবার এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকেই দাবি উঠছিল, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থাকা জিএসটির পরিমাণ কমাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেত্রীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও চিঠি লিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই বিষয়টি বিবেচনার করার দাবি জানান। এবারের বৈঠকে ঠিক হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি মন্ত্রিগোষ্ঠী গড়ে তোলা হবে । সিদ্ধান্ত যা নেওয়ার তা তারাই নেবে।

মন্ত্রিগোষ্ঠীর দায়িত্বে কে?

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এখন জিএসটির একটি বড় দায়িত্বে রয়েছেন । তাঁর নেতৃত্বাধীন প্যানেল ঠিক করে কোনও জিনিসের উপর কী হারে জিএসটি থাকবে । এই মন্ত্রিগোষ্ঠীর দায়িত্বে তিনিই থাকবেন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি আরও কয়েকজনকে এখানে নিয়ে আসা হবে বলেও জানান নির্মলা । অক্টোবর মাসের শেষে রিপোর্ট জমা দেবেন সম্রাটরা ।

এর আগে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র তা না-মানলে আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে জিএসটি চাপানো নিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন মমতা ৷ সেখানে তিনি লেখেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার বিষয়টিকে মাথায় রেখে জীবনবিমা এবং চিকিৎসা বিমার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক।

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: একধাক্কায় অনেকটাই কমতে চলেছে ক্যানসারের ওষুধের দাম । এতদিন এই সমস্ত ওষুধের উপর 12 শতাংশ জিএসটি নেওয়া হত । এবার সেই পরিমাণ অনেকটাই কমে হচ্ছে 5 শতাংশ। স্বভাবতই করের পরিমাণ কমার প্রভাব পড়বে ওষুধের দামের উপর । জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সোমবার এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকেই দাবি উঠছিল, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থাকা জিএসটির পরিমাণ কমাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেত্রীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও চিঠি লিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই বিষয়টি বিবেচনার করার দাবি জানান। এবারের বৈঠকে ঠিক হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি মন্ত্রিগোষ্ঠী গড়ে তোলা হবে । সিদ্ধান্ত যা নেওয়ার তা তারাই নেবে।

মন্ত্রিগোষ্ঠীর দায়িত্বে কে?

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এখন জিএসটির একটি বড় দায়িত্বে রয়েছেন । তাঁর নেতৃত্বাধীন প্যানেল ঠিক করে কোনও জিনিসের উপর কী হারে জিএসটি থাকবে । এই মন্ত্রিগোষ্ঠীর দায়িত্বে তিনিই থাকবেন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি আরও কয়েকজনকে এখানে নিয়ে আসা হবে বলেও জানান নির্মলা । অক্টোবর মাসের শেষে রিপোর্ট জমা দেবেন সম্রাটরা ।

এর আগে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র তা না-মানলে আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে জিএসটি চাপানো নিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন মমতা ৷ সেখানে তিনি লেখেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি, মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার বিষয়টিকে মাথায় রেখে জীবনবিমা এবং চিকিৎসা বিমার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক।

Last Updated : Sep 9, 2024, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.