ETV Bharat / bharat

ইলেকট্রিক ভেহিক্যাল ও চার্জিং স্টেশনের উন্নয়নে জোর বাজেটে - Budget 2024

Budget 2024: সংসদে বাজেট পেশের সময় বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থা ও চার্জিং স্টেশন কেন্দ্রগুলির পরিকাঠমো উন্নয়নে সরকার পদক্ষেপ করবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 8:54 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আগেই ইঙ্গিত মিলেছিল ইলেকট্রিক গাড়ি প্রস্তুত কারক ক্ষেত্র ও চার্জিং স্টেশনগুলির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷ তা সত্যি হল ৷ বৃহস্পতিবার সংসদে বাজেট পেশের সময় বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থা ও চার্জিং স্টেশন কেন্দ্রগুলির পরিকাঠমো উন্নয়নে সরকার পদক্ষেপ করবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ সেই সঙ্গে সাধরণ পরিবহণের ক্ষেত্রেও বৈদ্যুতিক বাস ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী ৷

এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, "ইলেকট্রিক ভেহিক্যাল বাস্তুতন্ত্রকে রক্ষা করে ৷ ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহার বেড়েছে ৷ তাই বাস্তুতন্ত্র রক্ষা করতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থা ও চার্জিং স্টেশন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে ৷" পাশাপাশি, বৈদ্যুতিক বাসের ব্যববহারের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি ৷

নির্মলা আরও জানান, পরিবহণ ক্ষেত্রে প্রকৃতিক গ্যাস ও বায়োগ্যাস উভয়কে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে ৷ এছাড়াও পরিবেশ বান্ধব উপায়ে বায়ো গ্যাস উৎপাদনের জন্য বায়োম্যানুফ্যাকচারিং এবং বায়ো ফাউন্ড্রি প্রকল্পের উপর জোর দেওয়া হচ্ছে ৷

এদিন অন্তর্বর্তী কালীন বাজেটের প্রশংসা করেন কোয়ান্টাম এনার্জির ম্যানেজিং ডিরেক্টর সি চক্রবর্তী ৷ তবে এই বাজেটে কিছু প্রত্যাশা অপূর্ণ রয়ে গিয়েছে বলেও তিনি উল্লেখ করেন ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "চলতি বছরের মার্চ মাসে বৈদ্যুিতিক গাড়ির ক্ষেত্রে সরকারের ভর্তুকি (FAME II) প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে ৷ সরকার 2030 সালের মধ্যে ভারতের রাস্তায় 30 শতাংশ বৈদ্যুতিক গাড়ির চালানোর লক্ষ্যমাত্রা ধার্য করেছে ৷ সেক্ষেত্রে বৈদ্যুিতিক গাড়ি উৎপাদন সংস্থা গুলিকে ভর্তুকি দেওয়া প্রয়োজন ৷"

তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্র ভর্তুকি বৈদ্যুিতিক গাড়ি উৎপাদন সংস্থাগুলিতে বিশেষ অক্সিজেন জোগাবে ৷ জিএসটি-এ 5 শতাংশ ছাড় উৎপাদন খরচ 5 থেকে 18 শতাংশ কমিয়ে দিতে পারে ৷ ফলে ইলেকট্রিক ভেহিক্যালসের দামও কমবে ৷ গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ি ব্যাবাহারে ঝোঁক বাড়বে বলে তিনি উল্লেখ করেছেন।

সী- ফান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যনেজিং পার্টনার ময়ূরেশ রাউত বলেন, "সৌর বিদ্যুৎ সংক্রান্ত নতুন নীতি ভারতের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে ৷ সৌর বিদ্যুতের সাহায্যে গাড়ি চার্জ দেওয়া সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটে যাবে ৷' উন্নত প্রযুক্তির এই গাড়ি বাজারে বেশি পরিমাণে এলে কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে বলে জানিয়েছেন স্ন্যাপ ই ক্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও মায়াঙ্ক বিন্দাল ৷

আরও পড়ুন:

  1. বাজেট জনমুখী নাকি ভোটমুখী ? কী বলছেন অর্থনীতিবিদরা
  2. 'বিকশিত ভারত' থেকে 'নারী শক্তি' - একনজরে নির্মলার অন্তর্বর্তী বাজেট
  3. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আগেই ইঙ্গিত মিলেছিল ইলেকট্রিক গাড়ি প্রস্তুত কারক ক্ষেত্র ও চার্জিং স্টেশনগুলির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷ তা সত্যি হল ৷ বৃহস্পতিবার সংসদে বাজেট পেশের সময় বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থা ও চার্জিং স্টেশন কেন্দ্রগুলির পরিকাঠমো উন্নয়নে সরকার পদক্ষেপ করবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ সেই সঙ্গে সাধরণ পরিবহণের ক্ষেত্রেও বৈদ্যুতিক বাস ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী ৷

এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, "ইলেকট্রিক ভেহিক্যাল বাস্তুতন্ত্রকে রক্ষা করে ৷ ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহার বেড়েছে ৷ তাই বাস্তুতন্ত্র রক্ষা করতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থা ও চার্জিং স্টেশন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে ৷" পাশাপাশি, বৈদ্যুতিক বাসের ব্যববহারের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি ৷

নির্মলা আরও জানান, পরিবহণ ক্ষেত্রে প্রকৃতিক গ্যাস ও বায়োগ্যাস উভয়কে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে ৷ এছাড়াও পরিবেশ বান্ধব উপায়ে বায়ো গ্যাস উৎপাদনের জন্য বায়োম্যানুফ্যাকচারিং এবং বায়ো ফাউন্ড্রি প্রকল্পের উপর জোর দেওয়া হচ্ছে ৷

এদিন অন্তর্বর্তী কালীন বাজেটের প্রশংসা করেন কোয়ান্টাম এনার্জির ম্যানেজিং ডিরেক্টর সি চক্রবর্তী ৷ তবে এই বাজেটে কিছু প্রত্যাশা অপূর্ণ রয়ে গিয়েছে বলেও তিনি উল্লেখ করেন ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "চলতি বছরের মার্চ মাসে বৈদ্যুিতিক গাড়ির ক্ষেত্রে সরকারের ভর্তুকি (FAME II) প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে ৷ সরকার 2030 সালের মধ্যে ভারতের রাস্তায় 30 শতাংশ বৈদ্যুতিক গাড়ির চালানোর লক্ষ্যমাত্রা ধার্য করেছে ৷ সেক্ষেত্রে বৈদ্যুিতিক গাড়ি উৎপাদন সংস্থা গুলিকে ভর্তুকি দেওয়া প্রয়োজন ৷"

তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্র ভর্তুকি বৈদ্যুিতিক গাড়ি উৎপাদন সংস্থাগুলিতে বিশেষ অক্সিজেন জোগাবে ৷ জিএসটি-এ 5 শতাংশ ছাড় উৎপাদন খরচ 5 থেকে 18 শতাংশ কমিয়ে দিতে পারে ৷ ফলে ইলেকট্রিক ভেহিক্যালসের দামও কমবে ৷ গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ি ব্যাবাহারে ঝোঁক বাড়বে বলে তিনি উল্লেখ করেছেন।

সী- ফান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যনেজিং পার্টনার ময়ূরেশ রাউত বলেন, "সৌর বিদ্যুৎ সংক্রান্ত নতুন নীতি ভারতের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে ৷ সৌর বিদ্যুতের সাহায্যে গাড়ি চার্জ দেওয়া সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটে যাবে ৷' উন্নত প্রযুক্তির এই গাড়ি বাজারে বেশি পরিমাণে এলে কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলবে বলে জানিয়েছেন স্ন্যাপ ই ক্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও মায়াঙ্ক বিন্দাল ৷

আরও পড়ুন:

  1. বাজেট জনমুখী নাকি ভোটমুখী ? কী বলছেন অর্থনীতিবিদরা
  2. 'বিকশিত ভারত' থেকে 'নারী শক্তি' - একনজরে নির্মলার অন্তর্বর্তী বাজেট
  3. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.