নয়াদিল্লি, 4 মে: 'আগে রায়বরেলি থেকে ভোটে জিতুন', রাহুল গান্ধিকে টিপ্পনি কাটতে ছাড়লেন না কিংবদন্তি দাবাড়ু কাসপারভ ! আর তাঁর এই টিপ্পনি 'ছোট্ট মজা' মাত্র ৷ কোনও বিশেষজ্ঞের পরামর্শ নয় ৷ প্রথম পোস্টের পরের চালে অতি দ্রুত এমনটা জানিয়ে আরেকটি পোস্ট করলেন রাশিয়ান দাবাড়ু ৷
শুক্রবার ওয়েনাড়ের বিদায়ী সাংসদ রাহুল গান্ধি রায়বরেলি থেকে লোকসভায় লড়ার মনোনয়ন জমা দিয়েছেন ৷ একেবারে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমার শেষ দিনে বিষয়টি সামনে আসে ৷ 2019 সাল পর্যন্ত রায়বরেলিতে জয়ী হয়েছেন মা সোনিয়া গান্ধি ৷ তাঁর জেতা আসনেই এবার প্রার্থী হলেন পুত্র রাহুল ৷ অন্যদিকে কংগ্রেসের পুরনো ঘাঁটি আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে গতবার পরাজিত হয়েছিলেন সোনিয়া-পুত্র ৷ তাই আমেঠির বদলে রায়বরেলিতে প্রার্থী হওয়ায় দেশের মধ্যে একের পর এক কটাক্ষের মুখে পড়েছেন রাহুল ৷
এবার তাতে সামিল আন্তর্জাতিক দাবাড়ু গ্যারি কাসপারভ ! ভারতের রাজনীতিতে দাবাড়ুর এই প্রবেশের নেপথ্যে ভূমিকা কিন্তু কংগ্রেসেরই ৷ 1 মে কংগ্রেসের তরফে রাহুল গান্ধির একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ তাতে দেখা যাচ্ছে, কংগ্রেসের প্রাক্তন সভাপতি শৈশবে দাবা খেলতেন এবং দাবার কৌশলী চালে তিনি মাত্র সাত বছর বয়সে তাবড় দাবাড়ুদের কুপোকাত করেছেন ৷ ভিডিয়োয় রাহুল বলছেন, "আমায় যিনি দাবা শিখিয়েছিলেন, আমি তাঁর সঙ্গে প্রথমবার খেলেই তাঁকে হারিয়ে দিয়েছিলাম ৷ আর তাতে তাঁরা আমার উপর সত্যিই চটে গিয়েছিলেন ৷" তিনি দাবা খেলোয়াড় হিসেবে কাসপারভকে পছন্দ করেন বলে জানিয়েছেন ৷
ভারতে কোন রাজনীতিক সবচেয়ে ভালো দাবা খেলেন ? এর উত্তরে নিজেকে সেরার তকমা দিয়েছেন রাহুল ৷ এমন পোস্টে এক নেটিজেন লিখেছেন, "ভাগ্যিস কাসপারভ এবং বিশ্বনাথন আনন্দ তাড়াতাড়ি অবসর নিয়ে নিয়েছিলেন ৷ তাঁদের আমাদের সময়ের সেরা জিনিয়াস দাবাড়ুর মুখোমুখি হতে হয়নি ৷" তিনি এই পোস্টটি ওই নেটিজেন গ্যারি কাসপারাভ এবং বিশ্বনাথন আনন্দকেও ট্যাগ করেন ৷
এর উত্তরে 61 বছর বয়সি কাসপারভ রাহুলের নাম না নিয়ে লেখেন, "যা দেখা যাচ্ছে, তাতে আপনি আগে রায়বরেলিটা জিতে দেখান, তারপর চ্যালেঞ্জ করবেন"৷ রাশিয়ান এই দাবাড়ু এখন ক্রোয়েশিয়ায় থাকেন ৷ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলেই পরিচিত ৷ অভিনেতা রণবীর শোরেও রাহুলের একটি ভিডিয়ো পোস্ট করে তাঁকে কটাক্ষ করে লিখেছেন, "আর কেউ নয়, কাসপারভই এটা সামলাতে পারবেন" ৷ পোস্টটি তিনি কাসপারভকে ট্যাগ করেন ৷
এদিকে রায়বরেলি নিয়ে কটাক্ষের কয়েক ঘণ্টা পরে আরেকটি পোস্ট করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কাসপারভ ৷ রণবীরের পোস্টের উত্তরে এবার তিনি লিখলেন, "আমি আশা করি, আমার ছোট্ট মজাটা ভারতীয় রাজনীতিতে কোনও উপদেশ বা বিশেষজ্ঞের পরামর্শ হয়ে উঠবে না বরং একটা দৈত্যের ৷ এক সময় আমায় একহাজারটা চোখওয়ালা দৈত্য বলা ৷ আমার প্রিয় খেলাটা নিয়ে কেউ মজা করছে, এটা নিতে পারলাম না ৷"
আরও পড়ুন: