শেওপুর (মধ্যপ্রদেশ), 28 মে: গরমের হাত থেকে বাঁচতে কুনো ন্যাশনাল পার্কের চিতাদের জন্য বিশেষ ব্যবস্থা করল কর্তৃপক্ষ ৷ বড় জলের ট্যাঙ্ক বা চৌবাচ্চার জন্য 13 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বিছানো হয়েছে ৷ সেই জল দিয়ে শুকনো নালাগুলি ভরাট করার পাশাপাশি জলের স্প্রেও ব্যবহার করা হচ্ছে কুনো ন্যাশনাল পার্কের চিতাদের জন্য ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তীব্র গরমে চিতাদের সুস্থ রাখতে সাহায্য করছে জলের বিভিন্ন ব্যবস্থা ৷
27টি চিতার মধ্যে 25টি এবং 14টি শাবক সফট রিলিজ বোমাস রয়েছে ৷ অন্য দুটি চিতা অবশ্য মুক্ত পরিসরে রয়েছে বলেই জানিয়েছেন আধিকারিকরা। সোমবার পালপুরে দিনের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায়, কুনো ন্যাশনাল পার্কের ধুলো, শুষ্ক এবং গরম হাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ছিল পশুগুলি ৷ কুনোর বিভাগীয় বন আধিকারিক (ডিএফও) থিরুকুরাল আর জানান, আবহাওয়া পরিস্থিতি চিতা এবং অন্যান্যদের জন্য মোকাবেলা করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তিনি বলেন, "কুনো ব্যবস্থাপনা গ্রীষ্ম শুরু হওয়ার অনেক আগেই তাপকে হারানোর পরিকল্পনা করেছিল। আমরা পালপুর সংলগ্ন কুনো নদী থেকে জল তুলে আনার পরিকল্পনা করেছি ৷ পাইপলাইনের মাধ্যমে নেটওয়ার্ক ছড়িয়ে এসআরবি-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল ৷"
দুটি সোলার পাম্প (5 এইচপি এবং 15 এইচপি) দ্বারা পাঁচ কিলোমিটার দূরে জল উত্তোলন এবং ছড়ানো হয়েছিল। একটি 13 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনও বসানো হয়েছে। অতিরিক্তভাবে, প্রতিটি এসআরবি-তে ওয়াটার সসার এবং ওয়াটার গাজলার তৈরি করা হয়েছে ৷ এই ব্যবস্থাগুলি শুধুমাত্র অতিরিক্ত জলের উৎস তৈরি করেনি বরং শুকনো স্রোতের তীরে গাছগুলিকে সবুজ করে তুলেছে, যা অবশেষে জায়গাটিকে শীতল করে তুলতে সাহায্য করছে বলে জানিয়েছেন ডিএফও। এই শীতল জায়গাগুলি চিতাদের, বিশেষ করে শাবক-সহ মায়েদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করছে। তিনি বলেন, "আমরা নিয়মিত আশেপাশের পরিবেশকে শীতল করার জন্য জলের স্প্রে ব্যবহার করছি, যেখানে প্রয়োজন হচ্ছে ৷" (পিটিআই)