নয়াদিল্লি, 10 জুলাই: ছিলেন অনুসূয়া। হলেন অনুকাঠির সূর্য। লিঙ্গ পরিবর্তন করেছেন ভারতীয় রাজস্ব সেবায় কর্মরত এই জয়েন্ট কমিশনার। সরকারি হিসেবে নারী থেকে পুরুষ হতে চেয়ে আবেদন করেছিলেন। তাঁর নাম বদলের আবেদনে শেষমেশ সাড়া দিল অর্থমন্ত্রক। সরকারি রেকর্ডে এখন থেকে তিনি পুরুষ।
অনুসূয়া 2013 সালের আইআরএস পরীক্ষায় পাশ করে চাকরিতে যোগ দেন। একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলানোর পর এখন তিনি জয়েন্ট কমিশনার। হায়দরাবাদে কাস্টমসের চিফ কমিশনারের দফতরে কর্মরত রয়েছেন বেশ কয়েক বছর ধরে। সূত্রের খবর,সম্প্রতি নাম বদলের জন্য আবেদন করেন তিনি। বিবেচনার পর তাঁর অনুরোধ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল অর্থমন্ত্রক। মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় এখন থেকে ওই আধিকারিক অনুকাঠির সূর্য নামে পরিচিত হতে চলেছেন।
2013 সালে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সে বছরের ডিসেম্বর মাসে চেন্নাইয়ের অ্যাসিসট্যান্ট কমিশনার হিসেবে কাজ শুরু করেন। এরপর প্রোমোশন পেয়ে ডেপুটি কমিশনার হন । 2018 সাল পর্যন্ত সেখানেই ছিলেন । পরে হায়দরাবাদে এসে কাজে যোগ দেন তিনি। অনুকাঠির সূর্যর শিক্ষাগত যোগ্যতাও স্বাভাবিকভাবেই চোখ ধাঁধানো। 2010 সালে এমআইটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থেকে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। এর পাশাপাশি সাইবার ল-এর ডিগ্রিও তাঁর আছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে এমন ঘটনার সাক্ষী থেকেছে বাংলাও। বছর খানেক আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যাও এমন সিদ্ধান্ত নিয়েছিলেন । সুচেতনা ভট্টাচার্য থেকে 'সুচেতন' হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মানসিকভাবে ট্রান্সম্যান। ছোট থেকেই এই বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন। বড় হওয়ার পর তাঁর মনে হয়, এবার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন । সেই মতো আইনি প্রক্রিয়া শুরু করেন। এবার একই ঘটনা ঘটল দেশের এক শীর্ষ স্থানীয় আমলার সঙ্গেও ।