বিষ্ণুপুর (মণিপুর), 7 সেপ্টেম্বর: মণিপুরে ফের হিংসা ছড়াল ৷ শনিবার সকালে মণিপুরের জিরিবাম জেলায় নতুন করে ছড়ানো হিংসার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, একজনকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে ৷ পরে অন্য একটি ঘটনায় পাহাড়ের উপর গুলি বিনিময়ে চারজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে ৷
মণিপুরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা জেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন স্থানে একা বসবাসকারী এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে এবং ঘুমের মধ্যে তাঁকে গুলি করে হত্যা করে । এর পর জেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে পাহাড়ে সশস্ত্র দু’টি পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয় ৷ এর ফলে তিনজন জঙ্গি-সহ চারজন সশস্ত্র ব্যক্তি নিহত হয় ৷
In an unprecedented attack in Koutruk, Imphal West, alleged Kuki militants have deployed numerous RPGs using high-tech drones. While drone bombs have commonly been used in general warfares, this recent deployment of drones to deploy explosives against security forces and the…
— Manipur Police (@manipur_police) September 1, 2024
গত বছরের মে মাস থেকে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে ৷ মূলত, কুকি ও মেইতেইদের মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা ঘটে ৷ শুরুর দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল হলেও পরে তা কমে যায় ৷ আপাত শান্ত পরিস্থিতি তৈরি হয় ৷ কিন্তু গত কয়েক সপ্তাহে রকেট হামলা-সহ একাধিকবার আক্রমণের ঘটনায় নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছিল মায়ানমার সীমান্ত সংলগ্ন এই রাজ্যে ৷ এবার প্রাণহানির ঘটনায় নতুন করে ওই রাজ্যে হিংসা বৃদ্ধি পেতে পারে বলে অনেকে মনে করছেন ৷
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিন সন্দেহভাজন কুকি জঙ্গিরা ড্রোন ব্যবহার করে রকেট পরিচালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় ৷ সেই হামলায় 31 বছর বয়সী এনগাংবাম সুরবালা নামে এক ব্যক্তি নিহত হন ৷ ইম্ফল পশ্চিম জেলার কৌর্তুকে এই ঘটনাটি ঘটেছিল ৷ সেই হামলায় সুরবালার আট বছরের মেয়ে-সহ দুই পুলিশ কর্মী ও তিনজন সাধারণ ব্যক্তি আহত হন ৷ পরদিন, 2 সেপ্টেম্বরও এই ধরনের ড্রোন হামলা হয় ৷ তবে সেই ঘটনায় কেউ মারা যাননি ৷ বরং আহত হন তিনজন ৷
Today (02.09.2024) in a similar bomb attack using drones at Senjam Chirang Maning Leikai, Imphal West District, three civilians were injured. Security forces are in the area to repulse the attack.
— Manipur Police (@manipur_police) September 2, 2024
এই হামলাকে অভূতপূর্ব বলেই দাবি করেছিল মণিপুর পুলিশ ৷ কারণ, এই ধরনের ড্রোন হামলায় কাউকে মেরে ফেলের ঘটনা আগে ঘটেনি ৷ মণিপুর পুলিশ মনে করছে এই হামলাগুলির নেপথ্যে প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন কেউ রয়েছেন ৷
তার পর চার দিনের আপেক্ষিক শান্তির পরিস্থিতি থাকার পর শুক্রবার ফের হিংসা বৃদ্ধি পায় ৷ ওইদিন কুকি জঙ্গিরা নজিরবিহীনভাবে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোইরেং সিং-এর বাড়িতে হামলা হয় ৷ তাঁর বাড়ি বিষ্ণুপুর জেলার ময়রাং শহরে ৷
এছাড়া আরও দু’টি জায়গায় হামলা হয় ৷ একজন নিহত হন ৷ আহত হন আরও ছ’জন । কুকি জঙ্গিরা চুরাচাঁদপুরের পার্শ্ববর্তী পাহাড় থেকে রকেটটি ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে । পুলিশ জানিয়েছে যে মুয়ালসাং গ্রামে দু’টি বাঙ্কার এবং চুরাচাঁদপুরের লাইকা মুয়ালসাউ গ্রামে একটি বাঙ্কার হামলার পরে নিরাপত্তা বাহিনী ধ্বংস করে দেয় । নতুন করে হিংসা ছড়াতে শুরু করায় শনিবার মণিপুরে সব স্কুল বন্ধ রাখা হয়েছিল ৷
Today (06.09.2024), Kuki militants have deployed long-range rockets among the civilian population in 02 (two) locations of Bishnupur District, in one of which one senior citizen civilian, RK Rabei (78) of Moirang Phiwangbam Leikai, expired and 06 (six) other civilians were… pic.twitter.com/eNjTX99QgG
— Manipur Police (@manipur_police) September 6, 2024
এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে ৷ রাতে অনেক বাড়িতে আলো নিভিয়ে রাখা হয় ৷ এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে মণিপুর ইন্টিগ্রিটির সমন্বয় কমিটি ৷