হলদওয়ানি (উত্তরাখণ্ড), 23 মে: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হলদওয়ানি। বিস্ফোরণের অভিঘাতে দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। স্থানীয় বাসিন্দারা কোনও মতে ঘর থেকে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ আগুনের লেলিহান শিখা এতটাই বাড়তে থাকে দেখতে দেখতে পুরো বাড়িটাই পুড়ে যায় ৷ পরবর্তীতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে ৷
জানা গিয়েছে, গতকার সন্ধেয় বাড়িতে চা বানানোর সময় হঠাৎ করেই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তাতে বাড়ির দুই শিশু-সহ চারজন দগ্ধ হয়ে যান ৷ তাঁদের শরীরে অধিকাংশটাই পুড়ে গিয়েছে ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগে। প্রায় আড়াই ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ। আগুনে দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷
আরও পড়ুন: অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 8 শিশু-সহ 12 জন
পুলিশ সূত্রে খবর, হলদওয়ানির পিলিকোঠি এলাকার শ্যাম গার্ডেনে থাকেন রাম অবতারের পরিবার। বুধবার সন্ধ্যায় রাম অবতারের বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, যার জন্য আত্মীয়-পরিজনরা তাঁর বাড়িতে এসেছিলেন। বিকেল সাড়ে 4টার দিকে বাড়ির মহিলারা বাড়ির নীচতলায় রান্নাঘরে চা তৈর্র জন্য যান। এরপর হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। সেখানে উপস্থিত মহিলারা কিছু বুঝে ওঠার আগেই সিলিন্ডারে ফেটে বিকট আওয়াজ হয় ৷ দুর্ঘটনায় দুই শিশু-সহ চারজন আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘরের অধিকাংশ জিনিস পুড়ে ছাই হয়ে যায় ৷
আরও পড়ুন: