ETV Bharat / bharat

কানের দুল থেকে বেরবে লঙ্কার গুড়ো, মহিলাদের নিরাপত্তায় চার ছাত্রীর অসামান্য আবিষ্কার - jhumka to protect women

Earrings for Women Safety: মহিলাদের নিরাপত্তায় গোরক্ষপুরে চার ছাত্রী মিলে বিশেষ ঝুমকা তৈরি করেছেন ৷ এই ঝুমকা শুধু সৌন্দর্য বাড়াবে না, বরং কানের দুলে রয়েছে অনেক বৈশিষ্ট্য । জেনে নিন এই কানের দুলের বিশেষত্ব।

jhumka to protect women
কানের দুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 1:23 PM IST

মহিলাদের নিরাপত্তায় চার ছাত্রীর অসামান্য আবিষ্কার

গোরক্ষপুর, 10 মার্চ: নিজেকে সাজিয়ে তুলতে অনেকেই কানে দুল পরেন ৷ বিভিন্ন কানের দুল মেয়েদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ৷ কিন্তু এই কানের দুলই এবার হয়ে উঠতে পারে মহিলাদের হাতিয়ার ৷ গোরক্ষপুরের ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের বি টেক পড়ুয়া চার ধন্যি মেয়ে অসাধারণ কানের দুল আবিষ্কার করেছেন ৷ কানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাও দেবে এই ঝুমকা ৷

ব্লুটুথ ঝুমকা

ইনোভেশন সেল কো-অর্ডিনেটর বিনীত রাইয়ের নেতৃত্বে চারজন বি টেক এআই প্রথম বর্ষের ছাত্রী আফরিন খাতুন, উম্মে হাবিবা, রিয়া সিং এবং ফায়া নুরি মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কানের দুল তৈরি করেছেন । যাতে রয়েছে ব্লুটুথ ৷ কানের দুলটি ব্লুটুথ ইয়ার বাড হিসেবে ব্যবহার করার পাশাপাশি সমস্যায় পড়লে মহিলারা অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারেন ।

ঝুমকার একাধিক গুণ রয়েছে

পড়ুয়াদের কথায়, মহিলারা নিজেদের সুন্দর দেখাতে প্রচুর মেকআপ এবং গয়না ব্যবহার করেন । এই ঝুমকা সেই সাজকে সম্পূর্ণ করবে । এটি খারাপ পরস্থিতিতে মহিলাদের রক্ষা করতেও সাহায্য করবে । আইআইএ বি টেকের প্রথম বর্ষের ছাত্রীদের দুই সপ্তাহ লেগেছে কানের দুল তৈরি করতে । এই ঝুমকা মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযুক্ত করা যাবে এবং দরকার পড়লে কানের দুলের মাধ্যমে পুলিশ ও পরিবারকে জরুরি ফোনও করতে পারবেন মহিলারা । তার সঙ্গে নিজের লোকেশনও পাঠানো যাবে ৷ দুঃসময়ে এই ঝুমকা মেয়েদের হাতিয়ারের মতো কাজ করবে । প্রয়োজনে দুষ্কৃতীদের লক্ষ্য করে লঙ্কার গুড়ো ছুড়তে পারে এই কানের দুল । এই কানের দুলের সাহায্যে নারীদের প্রতি হয়রানি কমবে বলে ছাত্রীরা আশাবাদী ।

কানের দুলে দুটি প্যানিক বাটান রয়েছে

এই কানের দুলের মধ্যে তিনটি জরুরি নম্বর প্লেট সেট করা যাবে । এটিতে দুটি প্যানিক বাটান রয়েছে, যার একটি বাটান ইমারজেন্সি ফোন ও লোকেশন পরিবারের সদস্যদের পাঠায় ৷ অন্য বোতামটি টিপলে লঙ্কার গুড়ো বের হবে, যা দুর্বৃত্তদের মহিলার কাছ থেকে তাড়িয়ে দেবে ৷

কানের দুলের দাম ও ওজন

ছাত্রীরা জানান, কানের দুলের ওজন প্রায় 35 গ্রাম । এটি তৈরি করতে খরচ হয়েছে 1650 টাকা । এতে ব্লুটুথ মডিউল, ব্যাটারি ও দুটি সুইচ, স্টিলের পাইপ, কানের রিং ইত্যাদি ব্যবহার করা হয়েছে । ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর ডক্টর এন কে সিং এবং সেক্রেটারি অনুজ আগরওয়াল ছাত্রীদের এই পরীক্ষায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন:

  1. প্রথম আটে ভারতের সিনি, মিস ওয়ার্ল্ড শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্তিনা
  2. 45 বছর বয়সি আদিবাসী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার তিন
  3. মানুষ-পশুর সংঘর্ষ: কোন রাজ্যে কত মৃত্যু, রইল পরিসংখ্যান

মহিলাদের নিরাপত্তায় চার ছাত্রীর অসামান্য আবিষ্কার

গোরক্ষপুর, 10 মার্চ: নিজেকে সাজিয়ে তুলতে অনেকেই কানে দুল পরেন ৷ বিভিন্ন কানের দুল মেয়েদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ৷ কিন্তু এই কানের দুলই এবার হয়ে উঠতে পারে মহিলাদের হাতিয়ার ৷ গোরক্ষপুরের ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের বি টেক পড়ুয়া চার ধন্যি মেয়ে অসাধারণ কানের দুল আবিষ্কার করেছেন ৷ কানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাও দেবে এই ঝুমকা ৷

ব্লুটুথ ঝুমকা

ইনোভেশন সেল কো-অর্ডিনেটর বিনীত রাইয়ের নেতৃত্বে চারজন বি টেক এআই প্রথম বর্ষের ছাত্রী আফরিন খাতুন, উম্মে হাবিবা, রিয়া সিং এবং ফায়া নুরি মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কানের দুল তৈরি করেছেন । যাতে রয়েছে ব্লুটুথ ৷ কানের দুলটি ব্লুটুথ ইয়ার বাড হিসেবে ব্যবহার করার পাশাপাশি সমস্যায় পড়লে মহিলারা অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারেন ।

ঝুমকার একাধিক গুণ রয়েছে

পড়ুয়াদের কথায়, মহিলারা নিজেদের সুন্দর দেখাতে প্রচুর মেকআপ এবং গয়না ব্যবহার করেন । এই ঝুমকা সেই সাজকে সম্পূর্ণ করবে । এটি খারাপ পরস্থিতিতে মহিলাদের রক্ষা করতেও সাহায্য করবে । আইআইএ বি টেকের প্রথম বর্ষের ছাত্রীদের দুই সপ্তাহ লেগেছে কানের দুল তৈরি করতে । এই ঝুমকা মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযুক্ত করা যাবে এবং দরকার পড়লে কানের দুলের মাধ্যমে পুলিশ ও পরিবারকে জরুরি ফোনও করতে পারবেন মহিলারা । তার সঙ্গে নিজের লোকেশনও পাঠানো যাবে ৷ দুঃসময়ে এই ঝুমকা মেয়েদের হাতিয়ারের মতো কাজ করবে । প্রয়োজনে দুষ্কৃতীদের লক্ষ্য করে লঙ্কার গুড়ো ছুড়তে পারে এই কানের দুল । এই কানের দুলের সাহায্যে নারীদের প্রতি হয়রানি কমবে বলে ছাত্রীরা আশাবাদী ।

কানের দুলে দুটি প্যানিক বাটান রয়েছে

এই কানের দুলের মধ্যে তিনটি জরুরি নম্বর প্লেট সেট করা যাবে । এটিতে দুটি প্যানিক বাটান রয়েছে, যার একটি বাটান ইমারজেন্সি ফোন ও লোকেশন পরিবারের সদস্যদের পাঠায় ৷ অন্য বোতামটি টিপলে লঙ্কার গুড়ো বের হবে, যা দুর্বৃত্তদের মহিলার কাছ থেকে তাড়িয়ে দেবে ৷

কানের দুলের দাম ও ওজন

ছাত্রীরা জানান, কানের দুলের ওজন প্রায় 35 গ্রাম । এটি তৈরি করতে খরচ হয়েছে 1650 টাকা । এতে ব্লুটুথ মডিউল, ব্যাটারি ও দুটি সুইচ, স্টিলের পাইপ, কানের রিং ইত্যাদি ব্যবহার করা হয়েছে । ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর ডক্টর এন কে সিং এবং সেক্রেটারি অনুজ আগরওয়াল ছাত্রীদের এই পরীক্ষায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন:

  1. প্রথম আটে ভারতের সিনি, মিস ওয়ার্ল্ড শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্তিনা
  2. 45 বছর বয়সি আদিবাসী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার তিন
  3. মানুষ-পশুর সংঘর্ষ: কোন রাজ্যে কত মৃত্যু, রইল পরিসংখ্যান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.