ETV Bharat / bharat

মাওবাদী-যোগ মামলায় বেকসুর খালাস পাওয়া জিএন সাইবাবার মৃত্যু - GN SAIBABA DEATH

জিএন সাইবাবা গত 20 দিন ধরে নিজামের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এনআইএমএস) ভর্তি ছিলেন ৷ তিনি পিত্তথলির সংক্রমণে ভুগছিলেন । শনিবার মৃত্যু হয় তাঁর ৷

Former Professor GN Saibaba death
জিএন সাইবাবার মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 1:29 PM IST

Updated : Oct 13, 2024, 1:40 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: মৃত্যু হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার ৷ সাত মাস আগে তিনি মাওবাদী-যোগ মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন । এর কিছুদিনের মধ্যেই অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতার কারণে হায়দরাবাদে সরকারি হাসপাতালে শনিবার মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাইবাবা পিত্তথলির সংক্রমণে ভুগছিলেন এবং দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর ৷ কিন্তু পরবর্তীতে শারীরিক জটিলতা তৈরি হয়েছিল । শনিবার রাত 9টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ গত 20 দিন ধরে তিনি নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এনআইএমএস) ভর্তি ছিলেন ।

মার্চ মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ মাওবাদী-যোগ মামলায় সাইবাবা এবং অন্য পাঁচজনকে বেকসুর খালাস করে দেয় ৷ আদালত জানায়, প্রসিকিউশন সাইবাবার বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন । আদালত তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকেও মকুব করে দেয় ।

উল্লেখ্য,অন্ধ্রপ্রদেশের মানবাধিকার কর্মী হিসাবে পরিচিত জিএন সাইবাবা ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন শিক্ষককে মিথ্যা মামলায় 10 বছর জেল খাটতে হয়েছিল । তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার । 2009 সালে যখন ইউপিএ সরকার মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের নামে জঙ্গলের আদিবাসীদের উপরে চরম সন্ত্রাস চালায় বলে অভিযোগ ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন গ্রিন হান্ট ৷ সাইবাবা তার তীব্র বিরোধিতা করেছিলেন ।

2014 সালের মে মাসে তিনি গ্রেফতার হন । পরে 2017 সালে নিম্ন আদালতের বিচারে তাঁর শাস্তি হয়েছিল । এরপরে এনআইএ তাঁকে ভীমা কোরেগাঁও মামলাতেও জড়িয়ে দেয় । কিন্তু মুম্বই হাইকোর্টের নাগপুর বেঞ্চে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার । আদালত বলেছিল, সাইবাবার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যে । কোনও প্রমাণ নেই । আদালত তাঁকে বেকসুর খালাস করে দেওয়ায় চলতি বছরের মার্চ মাসে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন ।

হায়দরাবাদ, 13 অক্টোবর: মৃত্যু হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার ৷ সাত মাস আগে তিনি মাওবাদী-যোগ মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন । এর কিছুদিনের মধ্যেই অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতার কারণে হায়দরাবাদে সরকারি হাসপাতালে শনিবার মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাইবাবা পিত্তথলির সংক্রমণে ভুগছিলেন এবং দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর ৷ কিন্তু পরবর্তীতে শারীরিক জটিলতা তৈরি হয়েছিল । শনিবার রাত 9টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ গত 20 দিন ধরে তিনি নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এনআইএমএস) ভর্তি ছিলেন ।

মার্চ মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ মাওবাদী-যোগ মামলায় সাইবাবা এবং অন্য পাঁচজনকে বেকসুর খালাস করে দেয় ৷ আদালত জানায়, প্রসিকিউশন সাইবাবার বিরুদ্ধে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন । আদালত তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকেও মকুব করে দেয় ।

উল্লেখ্য,অন্ধ্রপ্রদেশের মানবাধিকার কর্মী হিসাবে পরিচিত জিএন সাইবাবা ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন শিক্ষককে মিথ্যা মামলায় 10 বছর জেল খাটতে হয়েছিল । তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার । 2009 সালে যখন ইউপিএ সরকার মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের নামে জঙ্গলের আদিবাসীদের উপরে চরম সন্ত্রাস চালায় বলে অভিযোগ ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন গ্রিন হান্ট ৷ সাইবাবা তার তীব্র বিরোধিতা করেছিলেন ।

2014 সালের মে মাসে তিনি গ্রেফতার হন । পরে 2017 সালে নিম্ন আদালতের বিচারে তাঁর শাস্তি হয়েছিল । এরপরে এনআইএ তাঁকে ভীমা কোরেগাঁও মামলাতেও জড়িয়ে দেয় । কিন্তু মুম্বই হাইকোর্টের নাগপুর বেঞ্চে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার । আদালত বলেছিল, সাইবাবার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যে । কোনও প্রমাণ নেই । আদালত তাঁকে বেকসুর খালাস করে দেওয়ায় চলতি বছরের মার্চ মাসে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন ।

Last Updated : Oct 13, 2024, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.