ETV Bharat / bharat

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে নটবর সিং, শোকবার্তা প্রধানমন্ত্রীর - K Natwar Singh passed away - K NATWAR SINGH PASSED AWAY

Natwar Singh Dies At 93: দীর্ঘ রোগভোগের পরে শনিবার রাতে দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মৃত্যু হয়েছে প্রাক্তন বিদেশ মন্ত্রী কে নটবর সিং-এর ৷ তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন ৷ তিনি 1984 সালে পদ্মভূষণে ভূষিত হন।

Former foreign minister Natwar Singh
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে নটবর সিং (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Aug 11, 2024, 9:17 AM IST

Updated : Aug 11, 2024, 9:44 AM IST

নয়াদিল্লি, 11 অগস্ট: বার্ধক্যজনিত দীর্ঘ অসুস্থতায় প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী কে নটবর সিং ৷ পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘ রোগভোগের পরে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর বয়স হয়েছিল 93 বছর। পারিবারিক সূত্রে খবর, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এখানেই তিনি গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন ।

প্রাক্তন বিদেশ মন্ত্রীর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "শ্রী নটওয়ার সিং জির প্রয়াণে ব্যথিত। তিনি কূটনীতি এবং বিদেশ নীতির ক্ষেত্রে প্রচুর অবদান রেখেছেন। তিনি তাঁর বুদ্ধিমত্তার পাশাপাশি নিজের লেখনির জন্যও পরিচিত ছিলেন। দুঃখের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই। ওম শান্তি ।"

শনিবার গভীর রাতে তাঁর পরিবারের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ তাঁর ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তাঁর জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন ৷ দিল্লিতে রবিবার তাঁর শেষকৃত্যের পরিকল্পনা রয়েছে ।"

1931 সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন কে নটবর সিং ৷ রাজীব গান্ধির মন্ত্রিসভার বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন নটবর সিং। একজন প্রাক্তন কংগ্রেস সাংসদ, নটবর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ-I সরকারের সময় 2004-05 সময়কালে ভারতের বিদেশমন্ত্রী ছিলেন । তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন ৷

ইন্দিরা গান্ধির আমলে 1966 সাল থেকে 1971 সাল পর্যন্ত সরকারের বিদেশনীতির রূপায়ণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি 1984 সালে পদ্মভূষণে ভূষিত হন। নটবর সিং বেশ কয়েকটি বইও লিখেছেন। তিনি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ব্রিটেনের মতো দেশে বারতের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । তিনি 1983 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সপ্তম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের মহাসচিব এবং একই বছরে নয়াদিল্লিতে কমনওয়েলথ প্রধানদের মিটিং (CHOGM)-এর প্রধান সমন্বয়ক নিযুক্ত হন।

তাঁর ছেলে জগৎ সিং বিজেপির সদস্য হন। সনিয়া গান্ধির সঙ্গে তিক্ততা বাড়ায় প্রথমে মন্ত্রীত্ব, পরে কংগ্রেস ছাড়েন নটবর সিং ৷ কিন্তু তিনি বিজেপিতে যোগ দেননি ৷ 2008-এর মাঝামাঝি সময়ে, নটবর সিং এবং তার ছেলে জগৎ উভয়েই মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর চার মাসের মধ্যে দল তাঁকে বহিষ্কার করে ।

নয়াদিল্লি, 11 অগস্ট: বার্ধক্যজনিত দীর্ঘ অসুস্থতায় প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী কে নটবর সিং ৷ পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘ রোগভোগের পরে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর বয়স হয়েছিল 93 বছর। পারিবারিক সূত্রে খবর, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এখানেই তিনি গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন ।

প্রাক্তন বিদেশ মন্ত্রীর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "শ্রী নটওয়ার সিং জির প্রয়াণে ব্যথিত। তিনি কূটনীতি এবং বিদেশ নীতির ক্ষেত্রে প্রচুর অবদান রেখেছেন। তিনি তাঁর বুদ্ধিমত্তার পাশাপাশি নিজের লেখনির জন্যও পরিচিত ছিলেন। দুঃখের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই। ওম শান্তি ।"

শনিবার গভীর রাতে তাঁর পরিবারের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ তাঁর ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তাঁর জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন ৷ দিল্লিতে রবিবার তাঁর শেষকৃত্যের পরিকল্পনা রয়েছে ।"

1931 সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন কে নটবর সিং ৷ রাজীব গান্ধির মন্ত্রিসভার বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন নটবর সিং। একজন প্রাক্তন কংগ্রেস সাংসদ, নটবর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ-I সরকারের সময় 2004-05 সময়কালে ভারতের বিদেশমন্ত্রী ছিলেন । তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন ৷

ইন্দিরা গান্ধির আমলে 1966 সাল থেকে 1971 সাল পর্যন্ত সরকারের বিদেশনীতির রূপায়ণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি 1984 সালে পদ্মভূষণে ভূষিত হন। নটবর সিং বেশ কয়েকটি বইও লিখেছেন। তিনি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ব্রিটেনের মতো দেশে বারতের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । তিনি 1983 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সপ্তম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের মহাসচিব এবং একই বছরে নয়াদিল্লিতে কমনওয়েলথ প্রধানদের মিটিং (CHOGM)-এর প্রধান সমন্বয়ক নিযুক্ত হন।

তাঁর ছেলে জগৎ সিং বিজেপির সদস্য হন। সনিয়া গান্ধির সঙ্গে তিক্ততা বাড়ায় প্রথমে মন্ত্রীত্ব, পরে কংগ্রেস ছাড়েন নটবর সিং ৷ কিন্তু তিনি বিজেপিতে যোগ দেননি ৷ 2008-এর মাঝামাঝি সময়ে, নটবর সিং এবং তার ছেলে জগৎ উভয়েই মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর চার মাসের মধ্যে দল তাঁকে বহিষ্কার করে ।

Last Updated : Aug 11, 2024, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.