ETV Bharat / bharat

24 ঘন্টায় চড়লেন 70,679 সিঁড়ি! গিনেস রেকর্ডের দৌড়ে এগিয়ে জয়পুরের হিম্মত সিং - Himmat Singh Guinness Record - HIMMAT SINGH GUINNESS RECORD

Himmat Singh Guinness Record: হিম্মত সিং রাঠোর একজন প্রাক্তন সেনা কমান্ডো ৷ হিম্মত 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ উল্লম্ব উচ্চতার সিঁড়ি আরোহণের বিশ্ব রেকর্ড ভেঙেছে ৷ তিনি 24 ঘন্টার কম সময়ে 70,679টি সিঁড়ি আরোহণ করেছেন বলে দাবি ৷

Himmat Singh Guinness Record
জয়পুরের হিম্মত সিং এগিয়ে গিনেস রেকর্ডের দৌঁড়ে (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:21 PM IST

জয়পুর, 12 মে: একজন প্রাক্তন সেনা কমান্ডো হিম্মত সিং রাঠোর (40) 24 ঘন্টার মধ্যে সর্ববৃহৎ উল্লম্ব উচ্চতার সিঁড়িতে চড়ে বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে দাবি করেছেন ৷ এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম যুক্ত করার লক্ষ্য রয়েছেন।

জানা গিয়েছে, হিম্মত রাঠোর 24 ঘন্টারও কম সময়ে 70 হাজার 679টি সিঁড়ি বেয়ে উঠেছিলেন ৷ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তিনি শুরু করেছিলেন সিঁড়িতে চড়া ৷ মঙ্গলবার জয়পুরে পাঁচটা 22 মিনিটে শেষ করেছেন ৷ জয়পুরের একটি 20 তলা ভবনের সিঁড়িতে 161টি রাউন্ড করার সময় তিনি এই রেকর্ডটি তৈরি করেছিলেন বলে জনা গিয়েছে। বর্তমান গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ডধারী স্পেনের ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজ, 70 হাজার 242টি সিঁড়ি 1 জুলাই 2023-এ উঠেছিলেন।

হিম্মতের এই কীর্তি স্থানীয় একটি সরকারি স্কুলে শারীরশিক্ষার শিক্ষকদের একটি দল পর্যবেক্ষণ করেছিল বলে খবর। শারীর শিক্ষার শিক্ষক সন্তোষ রাঠোর জানান, হিম্মত সিং সময়ের আগেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তাঁর কথায়, "তাঁর সিঁড়ি বেয়ে ওঠার পুরো কৃতিত্ব ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এখন, এই সবই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর সদর দফতরে পাঠানো হবে যাচাই করে রেকর্ড বুকে তাঁর নাম যুক্ত করার জন্য ৷ আমরা নিশ্চিত যে এই রেকর্ডের জন্য 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সিঁড়ি আরোহণ করা হবে জয়পুরের হিম্মত সিংয়ের নামে ৷"

এই বছরের মার্চে, হিম্মত জয়পুরের খাতিপুরা পুলিয়াতে ক্রমাগত 86 হাজার 400টি ধাপ 19 ঘন্টা 46 মিনিটে কঠিন চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার পরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁর নাম খোদাই করেছিলেন। হিম্মত সিং জানান, তিনি 1 লক্ষ সিঁড়ি বেয়ে ওঠার পরিকল্পনা করেছিলেন কিন্তু গরম আবহাওয়ার কারণে সম্ভব হয়নি ৷ একই সঙ্গে, তরুণ-যুবদের মাদক থেকে দূরে থাকার বার্তা দেওয়াই এই রেকর্ড তৈরির উদ্দেশ্য বলে জানান তিনি। হিম্মত বলেন, "আজকের যুগে এমনকি 15 বা 16 বছর বয়সি কিশোর-কিশোরীরাও মাদকে আসক্ত ৷ তাদের জীবনের কোনও লক্ষ্য থাকে না। সেই কিশোর-কিশোরীদের অনুপ্রাণিত হওয়া উচিত, যখন একজন 40 বছর বয়সী কেউ 32 বছরের রেকর্ড ভাঙতে পারে, তাহলে তারাও কিছু করতে পারে ৷"

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে নৈরাজ্যবাদের সমাপ্তি: একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা

গোপনাঙ্গে কামড় পিটবুলের, আইসিইউতে জওয়ান

জয়পুর, 12 মে: একজন প্রাক্তন সেনা কমান্ডো হিম্মত সিং রাঠোর (40) 24 ঘন্টার মধ্যে সর্ববৃহৎ উল্লম্ব উচ্চতার সিঁড়িতে চড়ে বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে দাবি করেছেন ৷ এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম যুক্ত করার লক্ষ্য রয়েছেন।

জানা গিয়েছে, হিম্মত রাঠোর 24 ঘন্টারও কম সময়ে 70 হাজার 679টি সিঁড়ি বেয়ে উঠেছিলেন ৷ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তিনি শুরু করেছিলেন সিঁড়িতে চড়া ৷ মঙ্গলবার জয়পুরে পাঁচটা 22 মিনিটে শেষ করেছেন ৷ জয়পুরের একটি 20 তলা ভবনের সিঁড়িতে 161টি রাউন্ড করার সময় তিনি এই রেকর্ডটি তৈরি করেছিলেন বলে জনা গিয়েছে। বর্তমান গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ডধারী স্পেনের ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজ, 70 হাজার 242টি সিঁড়ি 1 জুলাই 2023-এ উঠেছিলেন।

হিম্মতের এই কীর্তি স্থানীয় একটি সরকারি স্কুলে শারীরশিক্ষার শিক্ষকদের একটি দল পর্যবেক্ষণ করেছিল বলে খবর। শারীর শিক্ষার শিক্ষক সন্তোষ রাঠোর জানান, হিম্মত সিং সময়ের আগেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তাঁর কথায়, "তাঁর সিঁড়ি বেয়ে ওঠার পুরো কৃতিত্ব ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এখন, এই সবই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর সদর দফতরে পাঠানো হবে যাচাই করে রেকর্ড বুকে তাঁর নাম যুক্ত করার জন্য ৷ আমরা নিশ্চিত যে এই রেকর্ডের জন্য 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সিঁড়ি আরোহণ করা হবে জয়পুরের হিম্মত সিংয়ের নামে ৷"

এই বছরের মার্চে, হিম্মত জয়পুরের খাতিপুরা পুলিয়াতে ক্রমাগত 86 হাজার 400টি ধাপ 19 ঘন্টা 46 মিনিটে কঠিন চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার পরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁর নাম খোদাই করেছিলেন। হিম্মত সিং জানান, তিনি 1 লক্ষ সিঁড়ি বেয়ে ওঠার পরিকল্পনা করেছিলেন কিন্তু গরম আবহাওয়ার কারণে সম্ভব হয়নি ৷ একই সঙ্গে, তরুণ-যুবদের মাদক থেকে দূরে থাকার বার্তা দেওয়াই এই রেকর্ড তৈরির উদ্দেশ্য বলে জানান তিনি। হিম্মত বলেন, "আজকের যুগে এমনকি 15 বা 16 বছর বয়সি কিশোর-কিশোরীরাও মাদকে আসক্ত ৷ তাদের জীবনের কোনও লক্ষ্য থাকে না। সেই কিশোর-কিশোরীদের অনুপ্রাণিত হওয়া উচিত, যখন একজন 40 বছর বয়সী কেউ 32 বছরের রেকর্ড ভাঙতে পারে, তাহলে তারাও কিছু করতে পারে ৷"

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে নৈরাজ্যবাদের সমাপ্তি: একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা

গোপনাঙ্গে কামড় পিটবুলের, আইসিইউতে জওয়ান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.