ETV Bharat / bharat

দেশে লাগু ভারতীয় ন্যায় সংহিতা, নয়া আইনের অধীনে প্রথম মামলা দিল্লিতে - Bharatiya Nyaya Sanhita 2023 - BHARATIYA NYAYA SANHITA 2023

Bharatiya Nyaya Sanhita 2023: সোমবার থেকে নয়া ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হতেই তার অধীনে প্রথম মামলা দায়ের হল ৷ দিল্লিতে একটি হকারের বিরুদ্ধে এই মামলা নথিভুক্ত হয়েছে ৷ তিনি বিহারের বাসিন্দা ৷ রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ওই হকারের বিরুদ্ধে ৷

Bharatiya Nyaya Sanhita 2023
ভারতীয় ন্যায় সংহিতা আইনের অধীনে প্রথম মামলা দিল্লিতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 10:03 AM IST

Updated : Jul 1, 2024, 10:36 AM IST

নয়াদিল্লি, 1 জুলাই: আজ থেকে দেশে কার্যকর হয়েছে তিনটি ফৌজদারি আইন ৷ তার মধ্যে একটি হল 'ভারতীয় ন্যায় সংহিতা 2023' ৷ সোমবার আইন লাগু হতেই প্রথম মামলা দায়ের হল এই আইনের অধীনে ৷ এফআইআরটি হয়েছে দিল্লির কমলা মার্কেট থানায় ৷ মামলাটি নথিভুক্ত হয়েছে এক হকারের বিরুদ্ধে ।

এফআইআর অনুযায়ী, অভিযুক্তের নাম পঙ্কজ কুমার ৷ তিনি বিহারের বারহের বাসিন্দা । তিনি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের নীচে ব্যবসা করেন ৷ তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ৷ 'ভারতীয় ন্যায় সংহিতা' আইনের ধারা 285-এর অধীনে ওই বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

এফআইআর-এ পুলিশ উল্লেখ করেছে যে, অভিযুক্ত প্রধান সড়কের কাছে একটি ঠেলায় করে তামাক এবং জল বিক্রি করছিলেন ৷ তাঁর ব্যবসার ফলে নিত্যযাত্রীদের অসুবিধা সৃষ্টি হচ্ছিল । ওই এলাকায় টহলরত পুলিশ অভিযুক্তকে তাঁর ঠেলাটিকে সেখান থেকে সরিয়ে নিতে বলে ৷ তবে তিনি পুলিশের কথায় কর্ণপাত না করে রাস্তা আটকে নিজের ব্যবসা চালিয়ে যান বলে অভিযোগ ।

উল্লেখ্য, সোমবার অর্থাৎ 1 জুলাই থেকে দেশে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা 2023', সিআরপিসি'র পরিবর্তে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023' এবং 'ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম 2023'-এই তিনটি ফৌজদারি আইন কার্যকর হয়েছে ৷

'ভারতীয় ন্যায় সংহিতা' আইনের অধীনে 358টি ধারা রয়েছে (আইপিসি'র 511টি ধারার পরিবর্তে) । সংহিতা আইনে মোট 20টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে এবং 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজা বৃদ্ধি করা হয়েছে । 83টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে এবং 23টি অপরাধে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তির প্রবর্তন করা হয়েছে । ছয়টি অপরাধে কমিউনিটি সার্ভিসের দণ্ড প্রবর্তন করা হয়েছে এবং এই আইনে আগেরটির 19টি ধারা বাতিল বা অপসারণ করা হয়েছে ।

'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' আইনে 531টি বিভাগ রয়েছে (সিআরপিসির 484টি বিভাগের জায়গায়) । সংহিতায় মোট 177টি বিধান পরিবর্তন করা হয়েছে এবং নয়টি নতুন ধারার পাশাপাশি 39টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে । আইনটিতে 44টি নতুন বিধান এবং স্পষ্টীকরণ যুক্ত করা হয়েছে । 35টি বিভাগে টাইমলাইন যুক্ত করা হয়েছে এবং 35টি জায়গায় অডিয়ো-ভিডিয়োর ব্যবস্থা যুক্ত করা হয়েছে । সংহিতায় মোট 14টি ধারা বাতিল ও অপসারণ করা হয়েছে ।

'ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম' আইনে 170টি বিধান থাকবে (মূল 167টি বিধানের পরিবর্তে) এবং মোট 24টি বিধান পরিবর্তন করা হয়েছে ৷ দুটি নতুন বিধান এবং ছয়টি উপ-বিধান যুক্ত করা হয়েছে এবং অধিনিয়ামে ছয়টি বিধান বাতিল বা মুছে ফেলা হয়েছে ৷

নয়াদিল্লি, 1 জুলাই: আজ থেকে দেশে কার্যকর হয়েছে তিনটি ফৌজদারি আইন ৷ তার মধ্যে একটি হল 'ভারতীয় ন্যায় সংহিতা 2023' ৷ সোমবার আইন লাগু হতেই প্রথম মামলা দায়ের হল এই আইনের অধীনে ৷ এফআইআরটি হয়েছে দিল্লির কমলা মার্কেট থানায় ৷ মামলাটি নথিভুক্ত হয়েছে এক হকারের বিরুদ্ধে ।

এফআইআর অনুযায়ী, অভিযুক্তের নাম পঙ্কজ কুমার ৷ তিনি বিহারের বারহের বাসিন্দা । তিনি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের নীচে ব্যবসা করেন ৷ তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ৷ 'ভারতীয় ন্যায় সংহিতা' আইনের ধারা 285-এর অধীনে ওই বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

এফআইআর-এ পুলিশ উল্লেখ করেছে যে, অভিযুক্ত প্রধান সড়কের কাছে একটি ঠেলায় করে তামাক এবং জল বিক্রি করছিলেন ৷ তাঁর ব্যবসার ফলে নিত্যযাত্রীদের অসুবিধা সৃষ্টি হচ্ছিল । ওই এলাকায় টহলরত পুলিশ অভিযুক্তকে তাঁর ঠেলাটিকে সেখান থেকে সরিয়ে নিতে বলে ৷ তবে তিনি পুলিশের কথায় কর্ণপাত না করে রাস্তা আটকে নিজের ব্যবসা চালিয়ে যান বলে অভিযোগ ।

উল্লেখ্য, সোমবার অর্থাৎ 1 জুলাই থেকে দেশে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা 2023', সিআরপিসি'র পরিবর্তে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023' এবং 'ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম 2023'-এই তিনটি ফৌজদারি আইন কার্যকর হয়েছে ৷

'ভারতীয় ন্যায় সংহিতা' আইনের অধীনে 358টি ধারা রয়েছে (আইপিসি'র 511টি ধারার পরিবর্তে) । সংহিতা আইনে মোট 20টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে এবং 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজা বৃদ্ধি করা হয়েছে । 83টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে এবং 23টি অপরাধে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তির প্রবর্তন করা হয়েছে । ছয়টি অপরাধে কমিউনিটি সার্ভিসের দণ্ড প্রবর্তন করা হয়েছে এবং এই আইনে আগেরটির 19টি ধারা বাতিল বা অপসারণ করা হয়েছে ।

'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' আইনে 531টি বিভাগ রয়েছে (সিআরপিসির 484টি বিভাগের জায়গায়) । সংহিতায় মোট 177টি বিধান পরিবর্তন করা হয়েছে এবং নয়টি নতুন ধারার পাশাপাশি 39টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে । আইনটিতে 44টি নতুন বিধান এবং স্পষ্টীকরণ যুক্ত করা হয়েছে । 35টি বিভাগে টাইমলাইন যুক্ত করা হয়েছে এবং 35টি জায়গায় অডিয়ো-ভিডিয়োর ব্যবস্থা যুক্ত করা হয়েছে । সংহিতায় মোট 14টি ধারা বাতিল ও অপসারণ করা হয়েছে ।

'ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম' আইনে 170টি বিধান থাকবে (মূল 167টি বিধানের পরিবর্তে) এবং মোট 24টি বিধান পরিবর্তন করা হয়েছে ৷ দুটি নতুন বিধান এবং ছয়টি উপ-বিধান যুক্ত করা হয়েছে এবং অধিনিয়ামে ছয়টি বিধান বাতিল বা মুছে ফেলা হয়েছে ৷

Last Updated : Jul 1, 2024, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.