ETV Bharat / bharat

লোকসভা ভোটের জন্য প্রস্তুত ফেবু-ইনস্টার অভিভাবক মেটা, ভুয়ো পোস্ট রুখতে জরুরি পদক্ষেপ

Meta to activate Elections Operations Centre: ভারতে লোকসভা নির্বাচনকে ঘিরে তৎপরতা ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটার ৷ তারা আজ ঘোষণা করেছে যে, সম্ভাব্য হুমকি সনাক্ত করতে এবং রিয়েল টাইমে ভুয়ো কনটেন্ট রুখতে তারা একটি নির্বাচন পরিচালনা কেন্দ্রকে সক্রিয় করতে চলেছে ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 5:37 PM IST

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 19 মার্চ: ভারতের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আলাদা প্রস্তুতি শুরু করে দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি মেটা ৷ মঙ্গলবার তারা ঘোষণা করেছে যে, ভোটের আগে তাঁরা ইন্ডিয়া-স্পেসিফিক অপারেশনস সেন্টার সক্রিয় করতে চলেছে ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ভুয়ো ও বিকৃত কনটেন্টের ঝুঁকি থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নিয়ে এই সেন্টার বা কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছে মেটা ৷

মেটা তার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, "যেহেতু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র 18তম সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই মেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য আমাদের প্ল্যাটফর্মগুলিতে ভুল তথ্য থেকে সীমিত করতে, ভোটারদের হস্তক্ষেপ দূর করতে এবং স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রচেষ্টা চালিয়ে যাবে ৷ আমরা জেনএআই-এর মতো নতুন প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং এআই সনাক্তকরণের জন্য প্রযুক্তিগত মানদণ্ডে স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতা করার জন্য নিবেদিত, সেই সঙ্গে প্রযুক্তি বা টেক অ্যাকর্ডের মাধ্যমে নির্বাচনে প্রতারণামূলক এআই বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য এই প্রচেষ্টা ৷"

মেটার মতে, কোম্পানির প্রায় 40,000 কর্মচারী বিশ্বব্যাপী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ করছে, 2016 সাল থেকে এই ক্ষেত্রে দল এবং প্রযুক্তিতে 20 বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে । এর মধ্যে 15,000 কন্টেন্ট পর্যালোচক রয়েছেন যাঁরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড-এ 20টি ভারতীয় ভাষা-সহ 70টিরও বেশি ভাষার কন্টেন্ট পর্যালোচনা করেন ।

মেটা বলেছে, "আমরা 2019 সালে ভলান্টারি কোড অফ এথিকসের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছি, যা কমিশনকে আমাদের কাছে বেআইনি বিষয়বস্তু তুলে ধরার জন্য উচ্চ-অগ্রাধিকার দেয় ৷"

সংস্থাটি আরও জানিয়েছে যে, তারা ফেব্রুয়ারির শেষ থেকে আট সপ্তাহব্যাপী সুরক্ষা প্রচারাভিযান, 'নো হোয়াটস রিয়েল' চালাচ্ছে । প্রচারটি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ডিজিটালি সর্বোত্তম অনুশীলনের প্রচার এবং উপলব্ধ সুরক্ষার দিকটি তুলে ধরার মাধ্যমে ব্যবহারকারীদের সচেতন করে ৷ হোয়াটসঅ্যাপ টিপলাইনে পাঠিয়ে সন্দেহজনক বা ভুল তথ্য দুবার চেক করতে উৎসাহিত করার মাধ্যমে ব্যবহারকারীদের শিক্ষিত করার চেষ্টা করে ৷

আরও পড়ুন:

  1. ভারত-আমেরিকায় নির্বাচন, সোশাল মিডিয়ায় 'ডিপ ফেক' নিয়ন্ত্রণে মেটা
  2. মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু
  3. তথ্য বিকৃতির অভিযোগে মামলা মেটা'র, নিষিদ্ধ হল দুই কোম্পানি

হায়দরাবাদ, 19 মার্চ: ভারতের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আলাদা প্রস্তুতি শুরু করে দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি মেটা ৷ মঙ্গলবার তারা ঘোষণা করেছে যে, ভোটের আগে তাঁরা ইন্ডিয়া-স্পেসিফিক অপারেশনস সেন্টার সক্রিয় করতে চলেছে ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ভুয়ো ও বিকৃত কনটেন্টের ঝুঁকি থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নিয়ে এই সেন্টার বা কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছে মেটা ৷

মেটা তার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, "যেহেতু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র 18তম সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই মেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য আমাদের প্ল্যাটফর্মগুলিতে ভুল তথ্য থেকে সীমিত করতে, ভোটারদের হস্তক্ষেপ দূর করতে এবং স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রচেষ্টা চালিয়ে যাবে ৷ আমরা জেনএআই-এর মতো নতুন প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং এআই সনাক্তকরণের জন্য প্রযুক্তিগত মানদণ্ডে স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতা করার জন্য নিবেদিত, সেই সঙ্গে প্রযুক্তি বা টেক অ্যাকর্ডের মাধ্যমে নির্বাচনে প্রতারণামূলক এআই বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য এই প্রচেষ্টা ৷"

মেটার মতে, কোম্পানির প্রায় 40,000 কর্মচারী বিশ্বব্যাপী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ করছে, 2016 সাল থেকে এই ক্ষেত্রে দল এবং প্রযুক্তিতে 20 বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে । এর মধ্যে 15,000 কন্টেন্ট পর্যালোচক রয়েছেন যাঁরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড-এ 20টি ভারতীয় ভাষা-সহ 70টিরও বেশি ভাষার কন্টেন্ট পর্যালোচনা করেন ।

মেটা বলেছে, "আমরা 2019 সালে ভলান্টারি কোড অফ এথিকসের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছি, যা কমিশনকে আমাদের কাছে বেআইনি বিষয়বস্তু তুলে ধরার জন্য উচ্চ-অগ্রাধিকার দেয় ৷"

সংস্থাটি আরও জানিয়েছে যে, তারা ফেব্রুয়ারির শেষ থেকে আট সপ্তাহব্যাপী সুরক্ষা প্রচারাভিযান, 'নো হোয়াটস রিয়েল' চালাচ্ছে । প্রচারটি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ডিজিটালি সর্বোত্তম অনুশীলনের প্রচার এবং উপলব্ধ সুরক্ষার দিকটি তুলে ধরার মাধ্যমে ব্যবহারকারীদের সচেতন করে ৷ হোয়াটসঅ্যাপ টিপলাইনে পাঠিয়ে সন্দেহজনক বা ভুল তথ্য দুবার চেক করতে উৎসাহিত করার মাধ্যমে ব্যবহারকারীদের শিক্ষিত করার চেষ্টা করে ৷

আরও পড়ুন:

  1. ভারত-আমেরিকায় নির্বাচন, সোশাল মিডিয়ায় 'ডিপ ফেক' নিয়ন্ত্রণে মেটা
  2. মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু
  3. তথ্য বিকৃতির অভিযোগে মামলা মেটা'র, নিষিদ্ধ হল দুই কোম্পানি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.