ভুবনেশ্বর, 15 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'আউটগোয়িং প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ করেছে কংগ্রেস ৷ দেশে 7 দফার মধ্যে 4 দফা লোকসভা নির্বাচন শেষে দেশের প্রাচীনতম দলটির স্লোগান, 'দক্ষিণে মোদি সাফ ৷ উত্তর, পূর্ব ও পশ্চিমে মোদি হাফ ৷' গত 13 মে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে ও ওড়িশায় (প্রথম দফা) বিধানসভা নির্বাচন ছিল ৷ ভুবনেশ্বরে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কংগ্রেসের ফিরে আসার কথা জানালেন ৷
ইটিভি ভারত: আপনি সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদিকে 'আউটগোয়িং পিএম' বলে উল্লেখ করেছেন ৷ কীসের ভিত্তিতে আপনি এতটা আত্মবিশ্বাসী ?
জয়রাম রমেশ: 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে ৷ 27 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে ৷ এরপর তৃতীয় ও চতুর্থ দফার ভোট মিটেছে ৷ সব মিলিয়ে 379 টি আসনে ভোট সম্পন্ন হয়েছে ৷ প্রথম দফা ভোটের পরেই আমি বলেছিলাম, দক্ষিণে বিজেপি সাফ ৷ উত্তরে বিজেপি হাফ ৷ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার ভোটের পর আমি বলব, উত্তর, পূর্ব ও পশ্চিমে বিজেপি হাফ ৷
আমি এরকম বলছি, কারণ, 2019 সালে রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে আমরা (কংগ্রেস) কোনও আসন পায়নি ৷ তবে এবার আমরা খুব ভালোভাবে জিতব ৷ 2003 সালে আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হেরেছিলাম ৷ সেই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ি ৷ 2004 সালের মে মাসে ভোটের ফল বেরল ৷ কংগ্রেস সরকার গড়েছিল ৷ আপনি বলছেন, আমরা 3টে রাজ্যে পরাজিত হয়েছি ৷ রাজস্থানে বিজেপিকে ভোট দিয়েছে 1 কোটি 66 লক্ষ মানুষ ৷ কংগ্রেসকে ভোট দিয়েছে 1 কোটি 57 লক্ষ মানুষ ৷ কংগ্রেস ও বিজেপির মধ্যে পার্থক্য মাত্র 9 লক্ষের ৷ তাই বিধানসভা নির্বাচনকে ভিত্তি করে লোকসভা নির্বাচনের ধারণা করাটা ঠিক নয় ৷
ইটিভি ভারত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেসের শেহজাদার যত বয়স, তার থেকে কম আসনে জয়ী হবে কংগ্রেস ৷
জয়রাম রমেশ: 'আউটগোয়িং প্রধানমন্ত্রী' ঘাবড়ে গিয়েছেন ৷ ওনার ভাষা বদলে গিয়েছে ৷ তিনি প্রথমে আমাদের ন্যায়পত্রকে আক্রমণ করে মঙ্গলসূত্র নিয়ে কথা বলছিলেন ৷ হিন্দু-মুসলমানের কথা বলছিলেন ৷ বলছিলেন আপনার কাছে দু'টি মোষ থাকলে একটা কংগ্রেস পার্টি নিয়ে নেবে ৷ প্রধানমন্ত্রী পরিষ্কার দেখতে পাচ্ছেন যে, দেওয়ালে লেখা রয়েছে প্রধানমন্ত্রীকে তাঁর পদ ছেড়ে চলে যেতে হবে ৷
2003 সালে এটাই বলা হয়েছিল ৷ কংগ্রেস কী করে জিতবে ? পিতামহ ভীষ্ম প্রধানমন্ত্রী হয়ে বসে আছে ৷ কংগ্রেসের সংগঠন নেই ৷ তিনটে আসন হেরেছে ৷ দেশের উত্তরে তিনটি রাজ্যে গো হারান হেরেছে কংগ্রেস ৷ কী করে আপনারা জিতবেন ? কিন্তু মানুষ লোকসভা নির্বাচনে মন তৈরি করে ফেলেছিল যে বিজেপির সরকার হঠাতে হবে ৷ এনডিএ সরকার হঠাতে হবে ৷ কংগ্রেস ও ইউপিএ সরকারকে আনতে হবে ৷ সবাই জেনে গিয়েছিল যে, বিজেপি তাদের জন্য কাজ করছে না ৷
আরও পড়ুন: