ETV Bharat / bharat

নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য কেন দেওয়া হয়নি ? এসবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের

SC notice to SBI on Electoral bonds: নির্বাচনী বন্ডের অনন্য সংখ্যা কেন পেশ করা হয়নি তা স্টেট ব্যাংকের থেকে জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 12:29 PM IST

Updated : Mar 15, 2024, 12:56 PM IST

নয়াদিল্লি, 15 মার্চ: রাজনৈতিক দলগুলির থেকে প্রাপ্ত নির্বাচনী বন্ডগুলির অনন্য আলফা-নিউমেরিক সংখ্যা প্রকাশ করা উচিত ছিল স্টেট ব্যাংকের ৷ শুক্রবার এ কথা বলেছে সুপ্রিম কোর্ট ৷ এ বিষয়ে ব্যাংকের প্রতিক্রিয়া চেয়ে এসবিআই-কে নোটিশও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নির্বাচনী বন্ড মামলায় 11 মার্চের নির্দেশের অপারেটিভ অংশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল নির্বাচন কমিশন ৷ সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তার রেজিস্ট্রারকে নির্দেশ দেয় যে, একটি সিল করা খামে কমিশন আগে যে ডেটা জমা দিয়েছে, তা স্ক্যান ও ডিজিটাইজ করার বিষয়টি যেন নিশ্চিত করা হয় । শনিবার বিকেল পাঁচটার মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে এবং এই কাজ শেষ হলে মূল নথিগুলো নির্বাচন কমিশনের কাছে ফেরত দিতে হবে ।

পিটিশনারের পক্ষে শীর্ষ আইনজীবী কপিল সিবাল এবং আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টকে জানান যে, নির্বাচনী বন্ডের আলফা-নিউমেরিক সংখ্যা এসবিআই প্রকাশ করেনি । বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জে বি পার্দিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি শোনার পর স্টেট ব্য়াংককে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 মার্চ ৷

শীর্ষ আদালতে পেশ করা আবেদনে নির্বাচন কমিশন বলেছে যে, 11 মার্চের নির্দেশ উল্লেখ করা হয়েছে শুনানির সময় একটি সিল করা খামে আদালতে জমা দেওয়া নথির অনুলিপি ইসির কার্যালয়ে রক্ষণাবেক্ষণ করা হবে । ইসি বলেছে যে, তারা নথিগুলির কোনও অনুলিপি রাখেনি এবং আদালতের নির্দেশ মানার জন্য সেগুলি ফেরত দিতে পারে কমিশন । (পিটিআই)

আরও পড়ুন:

  1. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
  2. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  3. নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে ঠিক কী বলেছে সুপ্রিম কোর্ট ? রইল বিস্তারিত

নয়াদিল্লি, 15 মার্চ: রাজনৈতিক দলগুলির থেকে প্রাপ্ত নির্বাচনী বন্ডগুলির অনন্য আলফা-নিউমেরিক সংখ্যা প্রকাশ করা উচিত ছিল স্টেট ব্যাংকের ৷ শুক্রবার এ কথা বলেছে সুপ্রিম কোর্ট ৷ এ বিষয়ে ব্যাংকের প্রতিক্রিয়া চেয়ে এসবিআই-কে নোটিশও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নির্বাচনী বন্ড মামলায় 11 মার্চের নির্দেশের অপারেটিভ অংশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল নির্বাচন কমিশন ৷ সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তার রেজিস্ট্রারকে নির্দেশ দেয় যে, একটি সিল করা খামে কমিশন আগে যে ডেটা জমা দিয়েছে, তা স্ক্যান ও ডিজিটাইজ করার বিষয়টি যেন নিশ্চিত করা হয় । শনিবার বিকেল পাঁচটার মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে এবং এই কাজ শেষ হলে মূল নথিগুলো নির্বাচন কমিশনের কাছে ফেরত দিতে হবে ।

পিটিশনারের পক্ষে শীর্ষ আইনজীবী কপিল সিবাল এবং আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টকে জানান যে, নির্বাচনী বন্ডের আলফা-নিউমেরিক সংখ্যা এসবিআই প্রকাশ করেনি । বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জে বি পার্দিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি শোনার পর স্টেট ব্য়াংককে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 মার্চ ৷

শীর্ষ আদালতে পেশ করা আবেদনে নির্বাচন কমিশন বলেছে যে, 11 মার্চের নির্দেশ উল্লেখ করা হয়েছে শুনানির সময় একটি সিল করা খামে আদালতে জমা দেওয়া নথির অনুলিপি ইসির কার্যালয়ে রক্ষণাবেক্ষণ করা হবে । ইসি বলেছে যে, তারা নথিগুলির কোনও অনুলিপি রাখেনি এবং আদালতের নির্দেশ মানার জন্য সেগুলি ফেরত দিতে পারে কমিশন । (পিটিআই)

আরও পড়ুন:

  1. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
  2. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  3. নির্বাচনী বন্ড মামলায় এসবিআইকে ঠিক কী বলেছে সুপ্রিম কোর্ট ? রইল বিস্তারিত
Last Updated : Mar 15, 2024, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.