ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী সোরেনের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ইডি - Hemant Soren - HEMANT SOREN

ED demanded cancellation of bail of Hemant Soren: আস্থা ভোটে জিতেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ এই আবহে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি।

ED Moves to SC
হেমন্ত সোরেনের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 10:22 AM IST

নয়াদিল্লি, 9 জুলাই: জমি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ গত 28 জুন জামিন হয় সোরেনের ৷ 4 জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷

হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন ইডি’র তরফে উপস্থিত আইনজীবী জানান, যদি সোরেন জামিনে মুক্তি পান, তাহলে তিনি একই ধরনের অপরাধ করতে পারেন ৷ থানায় ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন । এই বক্তব্যের উত্তরে হাইকোর্টের তরফে বলা হয়, ‘‘ইডি আধিকারিকদের আবেদনপত্রে এই বিষয়ে উল্লেখ থাকলেও, আদালত মনে করে অভিযুক্তের পুনরায় একই ধরনের অপরাধ করার কোনও প্রবণতা নেই ৷’’ সেইসঙ্গে আদালতের একক বেঞ্চ আরও জানায়, সমস্ত তথ্য-প্রমাণ থেকে প্রমাণিত অভিযুক্ত ব্যক্তি 2022 সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের 45এ ধারার অন্তর্গত সমস্ত শর্ত মেনে চলেছেন ৷ তাই তিনি দোষী নন ৷

31 জানুয়ারি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷ 5 মাস জেলে থাকার পর 28 জুন তাঁর জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ মামলার শুনানি চলাকালীন ইডি আদালতে হেমন্তের জামিনের বিরোধিতা করে ৷ হাইকোর্টের কাছে 48 ঘণ্টা সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে আদালত তা খারিজ করে দেয় ৷

ইডি-র তরফে দাবি করা হয়, তদন্তের সময় সোরেনের মিডিয়া পরামর্শদাতা অভিষেক প্রসাদ স্বীকার করেছেন জেএমএম নেতা তাঁকে জমির মালিকানার বিবরণ পরিবর্তন করার জন্য সরকারী নথিতে হেরফের করার নির্দেশ দিয়েছেন । কেন্দ্রীয় সংস্থার তরফে আরও দাবি করা হয়, জমি দখলের সময় অভিযোগ দায়ের করার চেষ্টা করেন আসল মালিক রাজ কুমার পাহান ৷ কিন্তু তাঁকে করতে দেওয়া হয়নি ৷

প্রসঙ্গত, সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়েছে হেমন্ত সোরেনের সরকার ৷ ইডি’র হাতে গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোরেন ৷ জামিনে ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ সোমবার এই নিয়ে সেই রাজ্য়ের বিধানসভার বিশেষ অধিবেশন বসে ৷ সেখানে আস্থা প্রস্তাব পেশ করেন হেমন্ত ৷ তার পর ভোটাভুটি হয় ৷ সেই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে মোট 45টি ভোট পড়ে, বিরোধীতায় একটি ভোটও পড়েনি । ঝাড়খণ্ডের চলতি বিধানসভায় এই নিয়ে চারবার আস্থা প্রস্তাব পেশ হল ৷

নয়াদিল্লি, 9 জুলাই: জমি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ গত 28 জুন জামিন হয় সোরেনের ৷ 4 জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷

হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন ইডি’র তরফে উপস্থিত আইনজীবী জানান, যদি সোরেন জামিনে মুক্তি পান, তাহলে তিনি একই ধরনের অপরাধ করতে পারেন ৷ থানায় ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন । এই বক্তব্যের উত্তরে হাইকোর্টের তরফে বলা হয়, ‘‘ইডি আধিকারিকদের আবেদনপত্রে এই বিষয়ে উল্লেখ থাকলেও, আদালত মনে করে অভিযুক্তের পুনরায় একই ধরনের অপরাধ করার কোনও প্রবণতা নেই ৷’’ সেইসঙ্গে আদালতের একক বেঞ্চ আরও জানায়, সমস্ত তথ্য-প্রমাণ থেকে প্রমাণিত অভিযুক্ত ব্যক্তি 2022 সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের 45এ ধারার অন্তর্গত সমস্ত শর্ত মেনে চলেছেন ৷ তাই তিনি দোষী নন ৷

31 জানুয়ারি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷ 5 মাস জেলে থাকার পর 28 জুন তাঁর জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ মামলার শুনানি চলাকালীন ইডি আদালতে হেমন্তের জামিনের বিরোধিতা করে ৷ হাইকোর্টের কাছে 48 ঘণ্টা সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে আদালত তা খারিজ করে দেয় ৷

ইডি-র তরফে দাবি করা হয়, তদন্তের সময় সোরেনের মিডিয়া পরামর্শদাতা অভিষেক প্রসাদ স্বীকার করেছেন জেএমএম নেতা তাঁকে জমির মালিকানার বিবরণ পরিবর্তন করার জন্য সরকারী নথিতে হেরফের করার নির্দেশ দিয়েছেন । কেন্দ্রীয় সংস্থার তরফে আরও দাবি করা হয়, জমি দখলের সময় অভিযোগ দায়ের করার চেষ্টা করেন আসল মালিক রাজ কুমার পাহান ৷ কিন্তু তাঁকে করতে দেওয়া হয়নি ৷

প্রসঙ্গত, সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়েছে হেমন্ত সোরেনের সরকার ৷ ইডি’র হাতে গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোরেন ৷ জামিনে ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ সোমবার এই নিয়ে সেই রাজ্য়ের বিধানসভার বিশেষ অধিবেশন বসে ৷ সেখানে আস্থা প্রস্তাব পেশ করেন হেমন্ত ৷ তার পর ভোটাভুটি হয় ৷ সেই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে মোট 45টি ভোট পড়ে, বিরোধীতায় একটি ভোটও পড়েনি । ঝাড়খণ্ডের চলতি বিধানসভায় এই নিয়ে চারবার আস্থা প্রস্তাব পেশ হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.