রাঁচি, 27 মে: পানশালায় ঢুকে ডিজেকে গুলি করে খুন করল এক ব্যক্তি ৷ গুলি লাগার কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল সেই ডিজে ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ৷ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে হাড়হিম করা সেই ঘটনার সিসিটিভি ফুটেজও ৷ সূত্রের খবর, রাঁচির চুটিয়া থানার অন্তর্গত একটি পানশালায় রাত 1টার সময় ঢুকে পড়েন 4 আততায়ী ৷
সেই সময় কাজ সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ডিজে সন্দীপ ওরফে স্যন্ডি-সহ বাকি কর্মীরা ৷ হঠাৎই ডিজের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যান এক আততায়ী ৷ সন্দীপ কোনও কিছু বোঝার আগেই তাঁকে গুলি করে ওই ব্যক্তি ৷ গুলি চালানোর পর ঠাণ্ডা মাথায় ঘটনাস্থল থেকে বেরিয়েও যান ওই ব্যক্তি ৷ তারপরই সন্দীপকে স্থানীয় আরআইএমএস হাসপাতালে নিয়ে যান বাকি কর্মীরা ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার পর পাওয়া একটি ফুটেজ থেকে দেখা গিয়েছে, পানশালা থেকে বেরিয়ে গিয়ে একটি গাড়িতে ওঠে আততায়ী । তার আগে রাস্তায় দাঁড়িয়ে পানশালা লক্ষ্য করে আরও একটি গুলি চালায় সে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টেও খারিজ বিজেপির বিজ্ঞাপন-মামলা
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন চুটিয়া থানার পুলিশ আধিকারিকরা ৷ নেতৃত্বে ছিলেন রাঁচির ডিএসপি ভি রমন ৷ পানশালার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন তাঁরা ৷ ঘটনা প্রসঙ্গে চুটিয়া থানার ইন-চার্জ উমাশঙ্কর জানান, সিসিটিভি ফুটেজগুলো দেখার পরই আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ খুনের কারণ এখনও জানা যায়নি ৷ তবে রবিবার রাতে পানশালায় আসা একদল যুবকের সঙ্গে বচসা বেধে যায় সন্দীপের ৷ বচসায় জড়িয়ে যান পানশালার কয়েকজন কর্মীও ৷ যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় ৷ সেই ঘটনার সঙ্গে এদিনের খুনের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷