ETV Bharat / bharat

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর দিল্লি, বলছে সমীক্ষা

Delhi Pollution: সমীক্ষায় ফের বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসাবে গণ্য করা হয়েছে দিল্লিকে ৷ পাশাপাশি সবচেয়ে দূষিত মহানগরের তকমা পেয়েছে বেগুসরাই ৷ ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় দূষিত দেশ ৷

Delhi Pollution
Delhi Pollution
author img

By PTI

Published : Mar 19, 2024, 2:10 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: দিল্লি রয়েছে দিল্লিতেই ৷ আবারও বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর দিল্লি ৷ তবে পিছিয়ে নেই বিহারের বেগুসরাইও ৷ বিশ্বের সবচেয়ে দূষিত মহানগর হিসাবে তালিকায় যুক্ত হয়েছে বেগুসরাইয়ের নাম ৷ এমনটাই বলছে নয়া রিপোর্ট।

সুইস সংস্থা আইকিউএয়ারের বিশ্ব বায়ুর গুণমান রিপোর্ট 2023 অনুসারে বার্ষিক গড়ে পিএম 2.5 ঘনত্ব প্রতি ঘনমিটারে 54.4 মাইক্রোগ্রাম ৷ 2023 সালে বাংলাদেশের পরে (প্রতি ঘনমিটারে 79.9 মাইক্রোগ্রাম) বিশ্বের 134টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুর গুণমানের দিক থেকে ভারত ও পাকিস্তান (প্রতি ঘনমিটার প্রতি 73.7 মাইক্রোগ্রাম) ছিল তৃতীয় স্থানে । 2022 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসাবে অষ্টম স্থানে ছিল ভারত ৷ প্রতি ঘনমিটারে 53.3 মাইক্রোগ্রামের গড় পিএম2.5 ঘনত্ব ছিল ৷

2022 সালের দূষিত শহরের তালিকায় ছিল না বেগুসরাই ৷ এরপরেও বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত মহানগর এলাকা হয়ে দাঁড়িয়েছে এই শহর ৷ যার গড় পিএম2.5 ঘনত্ব প্রতি ঘনমিটারে 118.9 মাইক্রোগ্রাম । সে জায়গায় দিল্লির পিএম2.5 মাত্রা 2022 সালে 89.1 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার ছিল ৷ তার থেকে 2023 সালে 92.7 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে পৌঁছেছে । 2018 থেকে শুরু করে চারবার বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহরের তকমা পেয়েছে দিল্লি ।

অনুমান, ভারতের 1.36 বিলিয়ন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সুপারিশকৃত বার্ষিক বাতাসের গুণমানের মাত্রা প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রামের চেয়ে বেশি পিএম2.5 ঘনত্ব অনুভব করে ৷ এমনটাই রিপোর্টে বলা হয়েছে । এছাড়াও, ভারতীয় জনসংখ্যার 96 শতাংশ অর্থাৎ 1.33 বিলিয়ন মানুষ হুয়ের বার্ষিক বাতাসের গুণমান নির্দেশিকা থেকে সাতগুণ বেশি পিএম2.5 মাত্রা অনুভব করে । দেশের 66 শতাংশেরও বেশি শহরগুলি বার্ষিক গড়ে বাতাসের দূষণের মাত্রা প্রতি ঘনমিটারে 35 মাইক্রোগ্রামের বেশি ৷

আরও পড়ুন:

  1. নিম্নস্তরের বায়ু দূষণে দীর্ঘ সময় থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক, দাবি গবেষণায়
  2. বায়ু দূষণের ফলে ভারতে বছরে 2 মিলিয়নেরও বেশি মৃত্যু ঘটছে, দাবি সমীক্ষায়
  3. বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, 12 বছর আয়ু কমতে পারে রাজধানীর বাসিন্দাদের; জানাচ্ছে সমীক্ষা

নয়াদিল্লি, 19 মার্চ: দিল্লি রয়েছে দিল্লিতেই ৷ আবারও বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর দিল্লি ৷ তবে পিছিয়ে নেই বিহারের বেগুসরাইও ৷ বিশ্বের সবচেয়ে দূষিত মহানগর হিসাবে তালিকায় যুক্ত হয়েছে বেগুসরাইয়ের নাম ৷ এমনটাই বলছে নয়া রিপোর্ট।

সুইস সংস্থা আইকিউএয়ারের বিশ্ব বায়ুর গুণমান রিপোর্ট 2023 অনুসারে বার্ষিক গড়ে পিএম 2.5 ঘনত্ব প্রতি ঘনমিটারে 54.4 মাইক্রোগ্রাম ৷ 2023 সালে বাংলাদেশের পরে (প্রতি ঘনমিটারে 79.9 মাইক্রোগ্রাম) বিশ্বের 134টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুর গুণমানের দিক থেকে ভারত ও পাকিস্তান (প্রতি ঘনমিটার প্রতি 73.7 মাইক্রোগ্রাম) ছিল তৃতীয় স্থানে । 2022 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসাবে অষ্টম স্থানে ছিল ভারত ৷ প্রতি ঘনমিটারে 53.3 মাইক্রোগ্রামের গড় পিএম2.5 ঘনত্ব ছিল ৷

2022 সালের দূষিত শহরের তালিকায় ছিল না বেগুসরাই ৷ এরপরেও বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত মহানগর এলাকা হয়ে দাঁড়িয়েছে এই শহর ৷ যার গড় পিএম2.5 ঘনত্ব প্রতি ঘনমিটারে 118.9 মাইক্রোগ্রাম । সে জায়গায় দিল্লির পিএম2.5 মাত্রা 2022 সালে 89.1 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার ছিল ৷ তার থেকে 2023 সালে 92.7 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে পৌঁছেছে । 2018 থেকে শুরু করে চারবার বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহরের তকমা পেয়েছে দিল্লি ।

অনুমান, ভারতের 1.36 বিলিয়ন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সুপারিশকৃত বার্ষিক বাতাসের গুণমানের মাত্রা প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রামের চেয়ে বেশি পিএম2.5 ঘনত্ব অনুভব করে ৷ এমনটাই রিপোর্টে বলা হয়েছে । এছাড়াও, ভারতীয় জনসংখ্যার 96 শতাংশ অর্থাৎ 1.33 বিলিয়ন মানুষ হুয়ের বার্ষিক বাতাসের গুণমান নির্দেশিকা থেকে সাতগুণ বেশি পিএম2.5 মাত্রা অনুভব করে । দেশের 66 শতাংশেরও বেশি শহরগুলি বার্ষিক গড়ে বাতাসের দূষণের মাত্রা প্রতি ঘনমিটারে 35 মাইক্রোগ্রামের বেশি ৷

আরও পড়ুন:

  1. নিম্নস্তরের বায়ু দূষণে দীর্ঘ সময় থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক, দাবি গবেষণায়
  2. বায়ু দূষণের ফলে ভারতে বছরে 2 মিলিয়নেরও বেশি মৃত্যু ঘটছে, দাবি সমীক্ষায়
  3. বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, 12 বছর আয়ু কমতে পারে রাজধানীর বাসিন্দাদের; জানাচ্ছে সমীক্ষা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.