ETV Bharat / bharat

দিল্লির জলসংকট মেটাতে হিমাচল-হরিয়ানা সরকারকে ‘বিশেষ’ নির্দেশ সুপ্রিম কোর্টের - Delhi Water Crisis - DELHI WATER CRISIS

Delhi Water Crisis: মারাত্মক গরমে জলসংকট বৃদ্ধি পেয়েছিল দিল্লিতে ৷ সমস্যা সমাধানে প্রয়োজন অতিরিক্ত জলের ৷ সেই ব্যবস্থা করতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি সরকার ৷ বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে যে শুক্রবারের মতো অতিরিক্ত জল দিল্লিকে দেবে হিমাচল প্রদেশ সরকার ৷ সেই জল নিরবিচ্ছিন্ন ভাবে ওয়াজিরাবাদ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবে হরিয়ানা সরকার ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jun 6, 2024, 8:08 PM IST

নয়াদিল্লি, 6 জুন: দিল্লির জলসংকট কাটাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত হিমাচল প্রদেশকে তাদের কাছে থাকা 137 কিউসেক জল ছাড়ার অনুমতি দিয়েছে ৷ হরিয়ানা সরকারকে আদালতের নির্দেশ ওই জল হাথনিকুন্ড ব্যারাজ দিয়ে ওয়াজিরাবাদ পর্যন্ত কোনও বাধা ছাড়াই পাঠানোর ব্য়বস্থা করতে হবে ৷ দিল্লির জলসংকট কাটাতেই এই ব্যবস্থা করতে হবে বলে আদালত জানিয়েছে ৷

বৃহস্পতিবার এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের দুই বিচারপতি প্রশান্ত কিশোর মিশ্র ও কেভি বিশ্বনাথন ৷ তাঁরা আগামিকাল শুক্রবারের (7 জুন) মধ্য়েই এই জল ছাড়ার নির্দেশ দিয়েছেন ৷ জল ছাড়ার আগে হরিয়ানা সরকারকে জানাতেও বলেছেন ৷ আপার যমুনা রিভার বোর্ডকে বিষয়টিতে নজরদারি করতেও নির্দেশ দিয়েছে আদালত ৷ সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে দিল্লির বাসিন্দাদের জন্য পানীয় জলের ব্যবস্থা জরুরিভিত্তিতে করতেই এই নির্দেশ দেওয়া হল ৷

দিল্লিতে জলসংকট তৈরি হওয়ার পর সেখানকার সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ হরিয়ানা থেকে যাতে পর্যাপ্ত ছাড়া হয়, সেই আবেদনই সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল ৷ সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি আদালত আরও জানিয়েছে যে আগামী সোমবার এই নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে ৷

সম্প্রতি দিল্লির তাপমাত্রা মারাত্মক বৃদ্ধি পেয়েছিল ৷ জাতীয় রাজধানী সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় ৷ ফলে জলের চাহিদা হু হু করে বাড়তে শুরু করে ৷ জলের অভাবে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ে ৷ মানুষের মধ্য়ে ক্ষোভ দেখা দেয় ৷ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও দেখান অনেকে ৷ প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷ তাই অতিরিক্ত জলের জন্য হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে দিল্লি সরকার ৷

সুপ্রিম কোর্টে করা আবেদনে এই তথ্য দেওয়ার পর দিল্লি সরকারের তরফে জানানো হয় যে হিমাচল সরকারও তাদের অতিরিক্ত জল ছাড়তে রাজি ৷ কিন্তু ওই জল হরিয়ানা দিয়ে ওয়াজিরাবাদ ব্যারেজে আনতে হবে ৷ তাই হরিয়ানা সরকারের সহযোগিতা প্রয়োজন ৷ এই নিয়ে হরিয়ানা সরকারের কাছে অনুরোধ করা হয় ৷ কিন্তু তারা কোনও জবাব দেয়নি ৷ তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে ৷

(এএনআই)

নয়াদিল্লি, 6 জুন: দিল্লির জলসংকট কাটাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত হিমাচল প্রদেশকে তাদের কাছে থাকা 137 কিউসেক জল ছাড়ার অনুমতি দিয়েছে ৷ হরিয়ানা সরকারকে আদালতের নির্দেশ ওই জল হাথনিকুন্ড ব্যারাজ দিয়ে ওয়াজিরাবাদ পর্যন্ত কোনও বাধা ছাড়াই পাঠানোর ব্য়বস্থা করতে হবে ৷ দিল্লির জলসংকট কাটাতেই এই ব্যবস্থা করতে হবে বলে আদালত জানিয়েছে ৷

বৃহস্পতিবার এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের দুই বিচারপতি প্রশান্ত কিশোর মিশ্র ও কেভি বিশ্বনাথন ৷ তাঁরা আগামিকাল শুক্রবারের (7 জুন) মধ্য়েই এই জল ছাড়ার নির্দেশ দিয়েছেন ৷ জল ছাড়ার আগে হরিয়ানা সরকারকে জানাতেও বলেছেন ৷ আপার যমুনা রিভার বোর্ডকে বিষয়টিতে নজরদারি করতেও নির্দেশ দিয়েছে আদালত ৷ সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে দিল্লির বাসিন্দাদের জন্য পানীয় জলের ব্যবস্থা জরুরিভিত্তিতে করতেই এই নির্দেশ দেওয়া হল ৷

দিল্লিতে জলসংকট তৈরি হওয়ার পর সেখানকার সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ হরিয়ানা থেকে যাতে পর্যাপ্ত ছাড়া হয়, সেই আবেদনই সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল ৷ সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি আদালত আরও জানিয়েছে যে আগামী সোমবার এই নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে ৷

সম্প্রতি দিল্লির তাপমাত্রা মারাত্মক বৃদ্ধি পেয়েছিল ৷ জাতীয় রাজধানী সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় ৷ ফলে জলের চাহিদা হু হু করে বাড়তে শুরু করে ৷ জলের অভাবে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ে ৷ মানুষের মধ্য়ে ক্ষোভ দেখা দেয় ৷ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও দেখান অনেকে ৷ প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷ তাই অতিরিক্ত জলের জন্য হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে দিল্লি সরকার ৷

সুপ্রিম কোর্টে করা আবেদনে এই তথ্য দেওয়ার পর দিল্লি সরকারের তরফে জানানো হয় যে হিমাচল সরকারও তাদের অতিরিক্ত জল ছাড়তে রাজি ৷ কিন্তু ওই জল হরিয়ানা দিয়ে ওয়াজিরাবাদ ব্যারেজে আনতে হবে ৷ তাই হরিয়ানা সরকারের সহযোগিতা প্রয়োজন ৷ এই নিয়ে হরিয়ানা সরকারের কাছে অনুরোধ করা হয় ৷ কিন্তু তারা কোনও জবাব দেয়নি ৷ তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে ৷

(এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.