নয়াদিল্লি, 20 মার্চ: লোকসভা নির্বাচনের মুখে নতুন করে অস্বস্তি বাড়ল মহুয়া মৈত্রর। তৃণমূলের কৃষ্ণনগরের এই প্রার্থীর বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন তাঁর প্রাক্তন প্রেমিক জয় দেহাদ্রাই। মহুয়ার কয়েকটি মন্তব্যের জেরে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করেন পেশায় আইনজীবী জয়। শুধু তাই নয়, মহুয়ার মন্তব্য তাঁকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছে বলেও তাঁর দাবি।
পাশাপাশি সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়ায় মহুয়ার মন্তব্য নিয়ে যাতে চর্চা না-হয় তা নিশ্চিত করার কথাও দিল্লি হাইকোর্টে বলেছেন জয়। এই ব্যাপারে লোকসভার প্রাক্তন সদস্য মহুয়া কী বলেন, তা জানতে চেয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতীক জালানের সিঙ্গল বেঞ্চ। মামলার শুনানির সময় জয়ের আইনজীবী দাবি করেন, মহুয়ার মন্তব্যের জেরে তাঁর আর্থিক ক্ষতি হচ্ছে। তাঁকে বিশ্বাস করে কোনও মক্কেল মামলা নিয়ে আসছেন না। একটা পর্যায়ে মহুয়ার বক্তব্য শোনার আগেই সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়া থেকে ওই মন্তব্য সরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন জয়ের আইনজীবী। তবে বিচারপতি বলেন, কেবলমাত্র একপক্ষের কথা শুনে রায় দিতে হবে এমন অবস্থা এই মামলায় এখনও তৈরি হয়নি। তাছাড়া মহুয়ার যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে সেটিও দু'মাস আগের। অতএব এই মামলায় যা হওয়ার তা মহুয়ার বক্তব্য শোনার পরই হবে বলে আদালত জানায়।
বেশ কয়েক মাস ধরেই একের পর এক আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে মহুয়াকে। গত বছরের শেষের দিক থেকে সমস্যার সূত্রপাত। এখানেও জয়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনিই প্রথম মহুয়ার বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়ে প্রধানমন্ত্রী ও আদানি গোষ্ঠির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার বিষয়টি তুলে ধরেন। নিজের বক্তব্য জানিয়ে দু'টি চিঠিও লেখেন।
প্রথমটি লেখা হয় লোকসভার স্পিকার ওম বিড়লাকে। অন্যটি লেখা হয়, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। পরে আনুষ্ঠানিকভাবে নিশিকান্তই সংসদের এথিক্স কমিটির কাছে মহুয়ার নামে অভিযোগ দায়ের করেন। দীর্ঘ টালবাহানার পর মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দেয় কমিটি । তবে তার আগে অবশ্য কমিটির সদস্যদের বিরুদ্ধে শুনানি চলার সময় মহুয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে। প্রাক্তন সাংসদের দাবি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কমিটি তাঁর কাছে এমন কিছু প্রশ্নের উত্তর চেয়েছিল যা শালীনতার মাত্রা অতিক্রম করে যায়। শুধু তাই নয়, কমিটির সামনে নিজের বক্তব্য পেশ করার সুযোগ পাননি দাবি করে আদালতে মামলা করেন মহুয়াও। এমনই আবহে নতুন করে আইনি জটে পড়তে হল মহুয়াকে।
আরও পড়ুন: