ETV Bharat / bharat

যেখানেই থাকি, দেশের জন্য আমার জীবন নিবেদিত: কেজরি - Arvind Kejriwal - ARVIND KEJRIWAL

Arrested Delhi CM Arvind Kejriwal: 'আমি ভিতরে থাকি বা বাইরে, আমার জীবন দেশের জন্য নিবেদিত ৷' গ্রেফতারির পর রাউস অ্যাভিনিউ আদালত চত্বরে এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 6:37 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: 'জীবন আমার দেশের জন্য উৎসর্গীকৃত' ৷ বৃহস্পতিবার রাতে ইডি'র হাতে গ্রেফতার হওয়ার পর মিডিয়ার দিকে ফিরেও তাকাননি ৷ অনেকটাই আলাদা এবং নিষ্প্রভ দেখিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে ৷ শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে ঢোকার সময় প্রথম মুখ খুললেন একদা আন্না হাজারের ছায়াসঙ্গী ৷ এক কথায় এদিন কেজরিওয়াল বলেন, "আমি ভিতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমার জীবন দেশের জন্যই উৎসর্গীকৃত ৷’’

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হোক বা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, এমনকী আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, ইডি বা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের পরই বদলে গিয়েছিল প্রত্যেকের বডি-ল্যাঙ্গুয়েজ ৷ কেউ হাত মুঠো করে বাইরে বেরিয়ে এসেছিলেন, কেউ বা ইডি আধিকারিকদের ঘেরাটোপে থেকেই ভিকট্রি সাইন দেখিয়েছিলেন ৷ আর সেসবই ছিল মূলত দলীয় সমর্থক বা কর্মীদের উজ্জীবিত করা ৷ সেই উত্তাপ অবশ্য দেখা যায়নি রাজধানীর মুখ্যমন্ত্রীর মধ্যে ৷ বরং বৃহস্পতিবার রাতে অনেকটা ভারাক্রান্ত অবস্থাতেই ইডি'র গাড়িতে বেরিয়ে যান তিনি ৷

এরপর এদিনই প্রথম মুখ খুললেন কেজরিওয়াল ৷ এদিন দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করে ইডি। একই সঙ্গে তাঁকে 10 দিনের নিজেদের হেফাজতে চেয়েও আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি ৷ যার পালটা বিরোধিতাও করেন কেজরিওয়ালের আইনজীবীরা ৷ অরবিন্দ কেজরিওয়ালের শুনানির বিষয়ে, মুখ্যমন্ত্রীর হয়ে আইনজীবী রমেশ গুপ্তা বলেন, "আমরা আদালতে জানিয়েছি, এটি একটি সম্পূর্ণ বেআইনি গ্রেফতার ৷ তাঁর (কেজরিওয়াল) বিরুদ্ধে কোনও তথ্য ও প্রমাণ নেই ৷ ইডিই এখন বিচারক, ইডিই এখন শাস্তিদানকারী ৷" অন্যদিকে, ইডি'র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, "সব তথ্য-প্রমাণ আছে আমাদের হাতে ৷ তা সব আমরা আদালতের সামনে দিয়েছি ।"

নয়াদিল্লি, 22 মার্চ: 'জীবন আমার দেশের জন্য উৎসর্গীকৃত' ৷ বৃহস্পতিবার রাতে ইডি'র হাতে গ্রেফতার হওয়ার পর মিডিয়ার দিকে ফিরেও তাকাননি ৷ অনেকটাই আলাদা এবং নিষ্প্রভ দেখিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে ৷ শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে ঢোকার সময় প্রথম মুখ খুললেন একদা আন্না হাজারের ছায়াসঙ্গী ৷ এক কথায় এদিন কেজরিওয়াল বলেন, "আমি ভিতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমার জীবন দেশের জন্যই উৎসর্গীকৃত ৷’’

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হোক বা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, এমনকী আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, ইডি বা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের পরই বদলে গিয়েছিল প্রত্যেকের বডি-ল্যাঙ্গুয়েজ ৷ কেউ হাত মুঠো করে বাইরে বেরিয়ে এসেছিলেন, কেউ বা ইডি আধিকারিকদের ঘেরাটোপে থেকেই ভিকট্রি সাইন দেখিয়েছিলেন ৷ আর সেসবই ছিল মূলত দলীয় সমর্থক বা কর্মীদের উজ্জীবিত করা ৷ সেই উত্তাপ অবশ্য দেখা যায়নি রাজধানীর মুখ্যমন্ত্রীর মধ্যে ৷ বরং বৃহস্পতিবার রাতে অনেকটা ভারাক্রান্ত অবস্থাতেই ইডি'র গাড়িতে বেরিয়ে যান তিনি ৷

এরপর এদিনই প্রথম মুখ খুললেন কেজরিওয়াল ৷ এদিন দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করে ইডি। একই সঙ্গে তাঁকে 10 দিনের নিজেদের হেফাজতে চেয়েও আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি ৷ যার পালটা বিরোধিতাও করেন কেজরিওয়ালের আইনজীবীরা ৷ অরবিন্দ কেজরিওয়ালের শুনানির বিষয়ে, মুখ্যমন্ত্রীর হয়ে আইনজীবী রমেশ গুপ্তা বলেন, "আমরা আদালতে জানিয়েছি, এটি একটি সম্পূর্ণ বেআইনি গ্রেফতার ৷ তাঁর (কেজরিওয়াল) বিরুদ্ধে কোনও তথ্য ও প্রমাণ নেই ৷ ইডিই এখন বিচারক, ইডিই এখন শাস্তিদানকারী ৷" অন্যদিকে, ইডি'র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, "সব তথ্য-প্রমাণ আছে আমাদের হাতে ৷ তা সব আমরা আদালতের সামনে দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.