ETV Bharat / bharat

বিস্ফোরণে বস্তার লোকসভা কেন্দ্রে প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তারে বিস্ফোরণে মৃত্যু ভোটের দায়িত্বে থাকা জওয়ানের ৷ বিজাপুরে আহত হলেন সিআরপিএফের একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ৷ ভোট শেষ হওয়ার আগেই উত্তপ্ত বস্তার ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 5:45 PM IST

বস্তার, 19 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফায় রক্ত ঝড়ল বস্তারে ৷ ইউবিজিএল শেল বিস্ফোরণে মৃত্যু হল সিআরপিএফ জওয়ানের ৷ ঘটনাটি ঘটেছে বস্তারের বিজাপুরের গালগাম এলাকায় । মৃতের নাম দেবেন্দ্র কুমার । শুক্রবার ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা দায়িত্বে ছিলেন তিনি ৷ ইউবিজিএলের শেল ফেটে প্রথমে আহত হন ওই জওয়ান । জখম জওয়ানকে বিজাপুর থেকে রায়পুরে এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে রায়পুর থেকে নয়াদিল্লি নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয় ।

আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিজাপুরের ভৈরামগড়ে চিহকা ভোট কেন্দ্রের কাছে ৷ সেখানে আইইডি বিস্ফোরণে সিআরপিএফের একজন সহকারি কমান্ড্যান্ট মনু এইচসি আহত হয়েছেন । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে এনে রায়পুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । এই ঘটনার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই নিজে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন । তিনি জওয়ানদের খোঁজ নিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী ৷

ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তার ৷ এই লোকসভা কেন্দ্রে সকাল 7টা থেকে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয় । কিছু নকশাল প্রভাবিত ভোট কেন্দ্রে বিকেল 3টে পর্যন্ত ভোট চলে । বস্তারের 85টি ভোটগ্রহণ কেন্দ্র এবং জগদলপুর বিধানসভার 86টি কেন্দ্রে বিকেল 6 টায় ভোট শেষ হবে । বস্তার লোকসভার মধ্যে আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে ৷ বস্তারের কোন্ডাগাঁও, নারায়ণপুর, জগদলপুর, বিজাপুর, চিত্রকোট, দান্তেওয়াড়া ও বস্তারে ভোট প্রক্রিয়া চলছে । ছত্তিশগড়ের বস্তার লোকসভা আসনে বিকেল 3টে পর্যন্ত 58.14 শতাংশ ভোট পড়েছে ।

2024 লোকসভা নির্বাচনের তিন দিন আগে মঙ্গলবার ছত্তিশগড়ের মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য প্রায় সেনা ৷ কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 29 জন মাওবাদী নিহত হয় । তারপরে ভোট চলাকালীন আজকে বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ যেখানে এক জওয়ানের মৃত্যু ও একজন আহত হলেন ৷

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে একদিনে নিকেশ 29 মাওবাদী, শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
  2. এনকাউন্টারে হত 29 নকশালী; ছত্তিশগড়ে এক দশকের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য
  3. মাওবাদী নিকেশে বড় অভিযানের ছক, ছত্তিশগড়ে মোতায়েন আরও 3 হাজার আধা সেনা

বস্তার, 19 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফায় রক্ত ঝড়ল বস্তারে ৷ ইউবিজিএল শেল বিস্ফোরণে মৃত্যু হল সিআরপিএফ জওয়ানের ৷ ঘটনাটি ঘটেছে বস্তারের বিজাপুরের গালগাম এলাকায় । মৃতের নাম দেবেন্দ্র কুমার । শুক্রবার ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা দায়িত্বে ছিলেন তিনি ৷ ইউবিজিএলের শেল ফেটে প্রথমে আহত হন ওই জওয়ান । জখম জওয়ানকে বিজাপুর থেকে রায়পুরে এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে রায়পুর থেকে নয়াদিল্লি নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয় ।

আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিজাপুরের ভৈরামগড়ে চিহকা ভোট কেন্দ্রের কাছে ৷ সেখানে আইইডি বিস্ফোরণে সিআরপিএফের একজন সহকারি কমান্ড্যান্ট মনু এইচসি আহত হয়েছেন । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে এনে রায়পুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । এই ঘটনার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই নিজে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন । তিনি জওয়ানদের খোঁজ নিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী ৷

ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তার ৷ এই লোকসভা কেন্দ্রে সকাল 7টা থেকে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয় । কিছু নকশাল প্রভাবিত ভোট কেন্দ্রে বিকেল 3টে পর্যন্ত ভোট চলে । বস্তারের 85টি ভোটগ্রহণ কেন্দ্র এবং জগদলপুর বিধানসভার 86টি কেন্দ্রে বিকেল 6 টায় ভোট শেষ হবে । বস্তার লোকসভার মধ্যে আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে ৷ বস্তারের কোন্ডাগাঁও, নারায়ণপুর, জগদলপুর, বিজাপুর, চিত্রকোট, দান্তেওয়াড়া ও বস্তারে ভোট প্রক্রিয়া চলছে । ছত্তিশগড়ের বস্তার লোকসভা আসনে বিকেল 3টে পর্যন্ত 58.14 শতাংশ ভোট পড়েছে ।

2024 লোকসভা নির্বাচনের তিন দিন আগে মঙ্গলবার ছত্তিশগড়ের মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য প্রায় সেনা ৷ কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 29 জন মাওবাদী নিহত হয় । তারপরে ভোট চলাকালীন আজকে বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ যেখানে এক জওয়ানের মৃত্যু ও একজন আহত হলেন ৷

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে একদিনে নিকেশ 29 মাওবাদী, শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
  2. এনকাউন্টারে হত 29 নকশালী; ছত্তিশগড়ে এক দশকের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য
  3. মাওবাদী নিকেশে বড় অভিযানের ছক, ছত্তিশগড়ে মোতায়েন আরও 3 হাজার আধা সেনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.