ETV Bharat / bharat

24 ঘণ্টার মধ্যেই আমেঠি-রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা, জানাল কংগ্রেস - Lok Sabha Election 2024

Indian National Congress: আগামী 24 ঘণ্টার মধ্যেই আমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ৷ জল্পনা উস্কে দিয়ে বুধবার এমনটাই জানাল কংগ্রেস ৷

Rahul, Priyanka
কংগ্রেস
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 11:10 PM IST

নয়াদিল্লি, 1 মে: আগামী 24 ঘণ্টার মধ্যেই আমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ৷ জল্পনা উস্কে দিয়ে বুধবার এমনটাই জানাল কংগ্রেস ৷ দেশজুড়ে লোকসভা নির্বাচনের দুই দফা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ অথচ 'অতি গুরুত্বপূর্ণ' দুটি আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে জাতীয় রাজনীতিতে চলেছে বিস্তর জল্পনা ৷ এই আবহে দলের মুখপাত্র জয়রাম রমেশ জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এই দুই আসনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ।

মঙ্গলবার জল্পনা উস্কে দিয়ে কংগ্রেস জানায়, 3 মে-র মধ্যে আমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে দল ৷ যদিও দুই আসনে রাহুল কিংবা প্রিয়াঙ্কা দাঁড়াচ্ছেন কি না, তা পরিস্কার করেনি দল ৷ উল্লেখ্য, দুটি আসনের জন্য মনোনয়ন জমা শুরু হয় 27 এপ্রিল ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 3 মে ৷ 20 মে এই দুই আসনে হবে ভোটগ্রহণ 2004 থেকে 2019 সালে আমেঠি আসনে প্রার্থী হন কংগ্রেসের 'যুবরাজ' ৷ জল্পনা, এই নির্বাচনেও আমেঠি থেকে লড়বেন রাহুল ৷ তবে রায়বরেলি থেকে মা সোনিয়া গান্ধির পথ অনুসরণ করে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তবে সবটাই জল্পনা ৷

দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, মল্লিকার্জুনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভায়, উত্তরপ্রদেশে দলের নেত্রী আরাধনা মিশ্রকে দুটি আসন নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছিল । এই নির্বাচনে আমেঠি এবং রায়বরেলির ভোটার এবং দলীয় কর্মীরা শুধুমাত্র গান্ধি পরিবারের সদস্যকে চায়, তা পরিস্কার হয়ে যায় সেই বৈঠকে ৷ সেকারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গান্ধি পরিবারের উপরই ছেড়ে দেওয়া হয় ৷ যদিও দলের কাছে অন্য পরিকল্পনাও রয়েছে ৷

এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণায় দেরি নিয়ে কংগ্রেসকে একাধিকবার আক্রমণ করেছে বিজেপি । তাদের দাবি, ভয় পেয়েই ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি হাত শিবির । এই প্রসঙ্গে ইটিভি ভারতকে দলের শীর্ষ নেতা ব্রিজলাল খাবরি বলেন, "দুই আসন নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তা খুব শীঘ্রই কেটে যাবে ৷ তবে ভোটে ভালো ফলের জন্য খানিক ধোঁয়াশা থাকা ভালো ৷ স্থানীয় কর্মীরা উত্তেজিত হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেন ।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "আমি মনে ওই দুটি আসন থেকে গান্ধি পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন । তবে কে কোন আসনে লড়বেন, তা এখনও ঠিক হয়নি ৷"

আরও পড়ুন:

নয়াদিল্লি, 1 মে: আগামী 24 ঘণ্টার মধ্যেই আমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ৷ জল্পনা উস্কে দিয়ে বুধবার এমনটাই জানাল কংগ্রেস ৷ দেশজুড়ে লোকসভা নির্বাচনের দুই দফা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ অথচ 'অতি গুরুত্বপূর্ণ' দুটি আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে জাতীয় রাজনীতিতে চলেছে বিস্তর জল্পনা ৷ এই আবহে দলের মুখপাত্র জয়রাম রমেশ জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এই দুই আসনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ।

মঙ্গলবার জল্পনা উস্কে দিয়ে কংগ্রেস জানায়, 3 মে-র মধ্যে আমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে দল ৷ যদিও দুই আসনে রাহুল কিংবা প্রিয়াঙ্কা দাঁড়াচ্ছেন কি না, তা পরিস্কার করেনি দল ৷ উল্লেখ্য, দুটি আসনের জন্য মনোনয়ন জমা শুরু হয় 27 এপ্রিল ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 3 মে ৷ 20 মে এই দুই আসনে হবে ভোটগ্রহণ 2004 থেকে 2019 সালে আমেঠি আসনে প্রার্থী হন কংগ্রেসের 'যুবরাজ' ৷ জল্পনা, এই নির্বাচনেও আমেঠি থেকে লড়বেন রাহুল ৷ তবে রায়বরেলি থেকে মা সোনিয়া গান্ধির পথ অনুসরণ করে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তবে সবটাই জল্পনা ৷

দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, মল্লিকার্জুনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভায়, উত্তরপ্রদেশে দলের নেত্রী আরাধনা মিশ্রকে দুটি আসন নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছিল । এই নির্বাচনে আমেঠি এবং রায়বরেলির ভোটার এবং দলীয় কর্মীরা শুধুমাত্র গান্ধি পরিবারের সদস্যকে চায়, তা পরিস্কার হয়ে যায় সেই বৈঠকে ৷ সেকারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গান্ধি পরিবারের উপরই ছেড়ে দেওয়া হয় ৷ যদিও দলের কাছে অন্য পরিকল্পনাও রয়েছে ৷

এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণায় দেরি নিয়ে কংগ্রেসকে একাধিকবার আক্রমণ করেছে বিজেপি । তাদের দাবি, ভয় পেয়েই ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি হাত শিবির । এই প্রসঙ্গে ইটিভি ভারতকে দলের শীর্ষ নেতা ব্রিজলাল খাবরি বলেন, "দুই আসন নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তা খুব শীঘ্রই কেটে যাবে ৷ তবে ভোটে ভালো ফলের জন্য খানিক ধোঁয়াশা থাকা ভালো ৷ স্থানীয় কর্মীরা উত্তেজিত হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেন ।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "আমি মনে ওই দুটি আসন থেকে গান্ধি পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন । তবে কে কোন আসনে লড়বেন, তা এখনও ঠিক হয়নি ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.