ETV Bharat / bharat

মোদি জমানার '10 সাল অন্যায় কাল' নিয়ে ব্ল্যাক পেপার প্রকাশ কংগ্রেসের

Congress Black Paper: আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বনাম বিজেপি রাজনীতিতে উত্তপ্ত দেশ ৷ সংসদের দুই কক্ষেই কংগ্রেসকে কার্যত তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ মোদি সরকারের 10 বছরের অভাব-অভিযোগ নিয়ে প্রকাশিত হল ব্ল্যাক পেপার ৷

ETV Bharat
বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের ব্ল্যাক পেপার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 2:04 PM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কালো কাগজ প্রকাশ করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার সকালে মোদি সরকারের বিরুদ্ধে 'ব্ল্যাক পেপার' প্রকাশ করলেন কংগ্রেসর সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ '10 সাল অন্যায় কাল' শীর্ষক এই কাগজে বিজেপি সরকারের জমানায় বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরেছে বিজেপির অন্য়তম প্রধান বিরোধী দলটি ৷ এর সঙ্গে মোদি জমানায় জাতিগত জনগণনা না-করা, মহিলাদের প্রতি অন্যায়ের প্রসঙ্গও রয়েছে ৷ এদিকে এদিনই সংসদের বাজেট অধিবেশনে 'হোয়াইট পেপার' প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

এদিন সকালে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে একটি সাংবাদিক বৈঠকে বলেন, "আমরা বেকারত্ব ইস্যু নিয়ে সরব হয়েছি ৷ এই বিষয়ে বিজেপি কখনও কিছু বলে না ৷ অ-বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন কেরল, কর্ণাটক, তেলেঙ্গানার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেয় না ৷ পরে বিজেপি সরকার বলে, আমরা তো টাকা দিয়েছি ৷ কিন্তু সেই টাকা কাজে লাগানো হয়নি ৷"

এদিন খাড়গে আরও বলেন, "তিনি মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কথা বলেন ৷ এখন তো বিজেপি ক্ষমতায় রয়েছে ৷ তাঁরা উত্তর দিন, তাঁরা কী করেছেন ? কংগ্রেস ভারতকে স্বাধীনতা দিয়েছে ৷ 2024 সালে বিজেপির অন্ধকার-অন্যায় থেকেও দেশকে বের করে নিয়ে আসবে কংগ্রেস ৷"

5 ফেব্রুয়ারি লোকসভায় এবং 7 ফেব্রুয়ারি রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার প্রেক্ষিতে ধন্য়বাদ জ্ঞাপন ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি কংগ্রেসকে তুলোধনা করেন ৷ এদিকে আজই সংসদে 2014 থেকে 2024 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি আজ 'হোয়াইট পেপার প্রকাশ করবেন' ৷ তাতে ইউপিএ-1 ও 2 জমানায় কংগ্রেসের সরকারের অব্যবস্থা, অর্থনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরা হবে ৷

আরও পড়ুন:

  1. 'গণতন্ত্রের আলোচনায় ডঃ মনমোহন সিংয়ের কথা সবসময় হবে', প্রাক্তনের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি
  2. 'পশ্চিমবঙ্গও চ্যালেঞ্জ করেছে, 40 আসন সুরক্ষিত রাখুন'; মমতার সুরেই খাড়গেকে তোপ মোদির
  3. কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কালো কাগজ প্রকাশ করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার সকালে মোদি সরকারের বিরুদ্ধে 'ব্ল্যাক পেপার' প্রকাশ করলেন কংগ্রেসর সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ '10 সাল অন্যায় কাল' শীর্ষক এই কাগজে বিজেপি সরকারের জমানায় বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরেছে বিজেপির অন্য়তম প্রধান বিরোধী দলটি ৷ এর সঙ্গে মোদি জমানায় জাতিগত জনগণনা না-করা, মহিলাদের প্রতি অন্যায়ের প্রসঙ্গও রয়েছে ৷ এদিকে এদিনই সংসদের বাজেট অধিবেশনে 'হোয়াইট পেপার' প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

এদিন সকালে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে একটি সাংবাদিক বৈঠকে বলেন, "আমরা বেকারত্ব ইস্যু নিয়ে সরব হয়েছি ৷ এই বিষয়ে বিজেপি কখনও কিছু বলে না ৷ অ-বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন কেরল, কর্ণাটক, তেলেঙ্গানার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেয় না ৷ পরে বিজেপি সরকার বলে, আমরা তো টাকা দিয়েছি ৷ কিন্তু সেই টাকা কাজে লাগানো হয়নি ৷"

এদিন খাড়গে আরও বলেন, "তিনি মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কথা বলেন ৷ এখন তো বিজেপি ক্ষমতায় রয়েছে ৷ তাঁরা উত্তর দিন, তাঁরা কী করেছেন ? কংগ্রেস ভারতকে স্বাধীনতা দিয়েছে ৷ 2024 সালে বিজেপির অন্ধকার-অন্যায় থেকেও দেশকে বের করে নিয়ে আসবে কংগ্রেস ৷"

5 ফেব্রুয়ারি লোকসভায় এবং 7 ফেব্রুয়ারি রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার প্রেক্ষিতে ধন্য়বাদ জ্ঞাপন ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি কংগ্রেসকে তুলোধনা করেন ৷ এদিকে আজই সংসদে 2014 থেকে 2024 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি আজ 'হোয়াইট পেপার প্রকাশ করবেন' ৷ তাতে ইউপিএ-1 ও 2 জমানায় কংগ্রেসের সরকারের অব্যবস্থা, অর্থনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরা হবে ৷

আরও পড়ুন:

  1. 'গণতন্ত্রের আলোচনায় ডঃ মনমোহন সিংয়ের কথা সবসময় হবে', প্রাক্তনের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি
  2. 'পশ্চিমবঙ্গও চ্যালেঞ্জ করেছে, 40 আসন সুরক্ষিত রাখুন'; মমতার সুরেই খাড়গেকে তোপ মোদির
  3. কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.