মুম্বই, 19 নভেম্বর: বিধানসভা নির্বাচনের আর কয়েক ঘণ্টা আগেই ধুন্ধুমার কাণ্ড মহারাষ্ট্রে ৷ কোটি কোটি টাকা বিলিয়ে ভোট কেনার অভিযোগ উঠল বিজেপি নেতা তথা দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে ৷ ভোটের আগের দিন মঙ্গলবার এই গুরুতর অভিযোগ তুলেছেন বহুজন বিকাশ আঘাড়ির (বিভিএ) নেতা হিতেন্দ্র ঠাকুর ৷
বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে যে, হিতেন্দ্র ঠাকুরের দাবি একটা প্রচারের চমক মাত্র ৷ মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) জোট ভোটে জিততে পারবে না ৷ এটা বুঝতে পেরে তারা এইসব চক্রান্ত করেছে ৷ এদিকে, বিজেপি নেতা তাওড়ে এবং বিভিএ নেতা-কর্মীদের মধ্যে গোলমালের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যদিও, এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত বিচার করেনি ৷
বিভিএ নেতা হিতেন্দ্র ঠাকুর সাংবাদিকদের বলেন, "কয়েকজন বিজেপি নেতাই আমায় জানিয়েছেন, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বিরারে আসছেন ৷ তিনি ভোটারদের কিনতে 5 কোটি টাকা বিতরণ করবেন ৷ আমি ভাবলাম, তাঁর মতো জাতীয় নেতা নিশ্চয় এমন কিছু করবেন না ৷ কিন্তু সেখানে আমি তাঁকে দেখতে পেলাম ৷ নির্বাচন কমিশনের কাছেও আর্জি জানিয়েছি, কর্তৃপক্ষ যেন বিজেপি এবং এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ৷"
বিভিএ নেতা আরও অভিযোগ করেন যে, বিনোদ তাওড়ে তিন ঘণ্টারও বেশি সময় সংশ্লিষ্ট হোটেলটিতে ছিলেন ৷ আর এই সময় হোটেল কর্তৃপক্ষ তাদের সিসি ক্যামেরা বন্ধ করে রেখেছিল ৷ ঠাকুর বলেন, "হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তাওড়ে ও বিজেপির কিছু একটা যোগসাজশ রয়েছে ৷ আমরা বলার পরই ওরা সিসি ক্যামেরাটি চালায় ৷ বিনোদ তাওড়ে টাকা দিয়ে ভোট কিনছিল ৷"
স্বভাবতই এমন অভিযোগে হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ৷ বিরোধী এমভিএ জোটের শিবসেনা প্রধান (ইউবিটি) উদ্ধব ঠাকরে বলেন, "আমি তুলজা ভবানী মন্দিরে প্রার্থনা করেছি, যাতে এই রাজ্যের সাধারণ মানুষ এবং কৃষকদের জীবনে সুদিন আসে ৷ এই রাজ্যে ভালো সরকার আসা উচিত ৷" গেরুয়া শিবির থেকে প্রশ্ন উঠেছে, বিনোদ তাওড়ে কীভাবে 5 কোটি টাকা ভোটারদের দিতে পারেন ? এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতারা ৷
বিজেপি নেতা প্রবীণ দারেকরের প্রশ্ন, "বিজেপির সাধারণ সম্পাদক কীভাবে 5 কোটি টাকা ভোটারদের মধ্যে বিতরণ করতে পারেন ? এই অভিযোগের কোনও ভিত্তি নেই ৷ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে ৷"
কী বলছেন অভিযুক্ত বিনোদ তাওড়ে ? তাঁর কথায়, "নালাসোপারা বিধানসভা কেন্দ্রে কার্যকর্তাদের বৈঠক হচ্ছিল ৷ ভোটের দিনের কাজকর্ম- যেমন ভোটিং মেশিনে সিল কীভাবে হওয়া উচিত, অবজেকশন লেটার দিতে হলে, কী কী করতে হয়, এই সমস্ত বিষয়ে বলার জন্য আমি সেখানে গিয়েছিলাম ৷ বিভিএ নেতারা আমার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে ৷ এর তদন্ত করুক নির্বাচন কমিশন ৷"