ETV Bharat / bharat

ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের পাইলট প্রজেক্ট শুরু করছে সিবিএসই - National Credit Framework - NATIONAL CREDIT FRAMEWORK

National Credit Framework: ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের একটি পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে সিবিএসই ৷ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ করছে ৷

CBSE
CBSE
author img

By PTI

Published : Apr 10, 2024, 8:12 PM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: সিবিএসই 2024-25 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণির জন্য ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের একটি পাইলট প্রজেক্ট চালু করতে চলছে ৷ বুধবার সিবিএসই-র আধিকারিকরা এই তথ্য় দিয়েছেন ৷ এতে অংশগ্রহণের জন্য তাঁরা অনুমোদিত স্কুলগুলিকে আমন্ত্রণও জানিয়েছেন ৷

সরকার গত বছর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়নের অংশ হিসেবে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক চালু করেছে ৷ এর মাধ্যমে স্কুল, উচ্চ ও বৃত্তিমূলক শিক্ষা নিরবচ্ছিন্ন ভাবে এক জায়গায় রাখা নিশ্চিত করা হচ্ছে ৷ প্রাক প্রাথমিক থেকে পিএইচডি স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ক্রেডিট জমা করার অনুমতি দেওয়া হচ্ছে ।

এই বিষয়টি প্রয়োগ করার জন্য একটি খসড়া নীতিও তৈরি করেছে সিবিএসই ৷ তা একটি চিঠির মাধ্য়মে স্কুলগুলির অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, সিবিএসই খসড়া ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য নির্দেশিকা তৈরি ও প্রচার করেছে ৷ একাধিক কর্মশালায় সেগুলি নিয়ে আলোচনা করেছে এবং শিক্ষামন্ত্রকের কাছ থেকে অনুমোদনও পেয়েছে ৷ বাস্তব প্রেক্ষাপটে এর কার্যকারিতা আরও পরীক্ষা করতে হবে ৷ প্রয়োজনে তা পরিমার্জিত করতে হবে ৷ সেই মূল্যায়নের জন্য পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে ৷ যা সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণিতে প্রয়োগ করা হবে ৷

সিবিএসই এই নিয়ে একটি লিঙ্ক (https://forms.gle/5AB2iuxa1k62r2E3A) শেয়ার করেছে ৷ সেই লিঙ্কের মাধ্য়মে আগ্রহী স্কুলগুলির অধ্যক্ষদের স্কুল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে ৷

কিন্তু এই ক্রেডিট কী ? শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিক্ষাদান, পরীক্ষাগারের কাজ, প্রকল্প, খেলাধূলা, পারফর্মিং আর্টস, এনসিসি, সামাজিক কাজ, বৃত্তিমূলক শিক্ষা ও অভিজ্ঞতামূলক শিক্ষা-সহ প্রাসঙ্গিক অভিজ্ঞতা থেকে ক্রেডিট অর্জন করতে পারে । এই ক্রেডিট জমা থাকবে পডুয়ার অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট-এ ৷ এটা লিঙ্ক করা থাকবে এপিএএআর আইডি ও ডিজিলকারের মাধ্যমে ৷ যা ভবিষ্য়তে ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. আমূল বদলে যাচ্ছে সিবিএসই বোর্ডের পাঠ্যক্রম, কবে থেকে চালু ?
  2. মার্কশিটে উল্লেখ থাকবে না ডিভিশনের, বড় সিদ্ধান্ত সিবিএসই'র
  3. CBSE Board Notice: সব মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের ভাবনা সিবিএসসির, সাফল্য নিয়ে সংশয় শিক্ষকদের

নয়াদিল্লি, 10 এপ্রিল: সিবিএসই 2024-25 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণির জন্য ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের একটি পাইলট প্রজেক্ট চালু করতে চলছে ৷ বুধবার সিবিএসই-র আধিকারিকরা এই তথ্য় দিয়েছেন ৷ এতে অংশগ্রহণের জন্য তাঁরা অনুমোদিত স্কুলগুলিকে আমন্ত্রণও জানিয়েছেন ৷

সরকার গত বছর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়নের অংশ হিসেবে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক চালু করেছে ৷ এর মাধ্যমে স্কুল, উচ্চ ও বৃত্তিমূলক শিক্ষা নিরবচ্ছিন্ন ভাবে এক জায়গায় রাখা নিশ্চিত করা হচ্ছে ৷ প্রাক প্রাথমিক থেকে পিএইচডি স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ক্রেডিট জমা করার অনুমতি দেওয়া হচ্ছে ।

এই বিষয়টি প্রয়োগ করার জন্য একটি খসড়া নীতিও তৈরি করেছে সিবিএসই ৷ তা একটি চিঠির মাধ্য়মে স্কুলগুলির অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, সিবিএসই খসড়া ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য নির্দেশিকা তৈরি ও প্রচার করেছে ৷ একাধিক কর্মশালায় সেগুলি নিয়ে আলোচনা করেছে এবং শিক্ষামন্ত্রকের কাছ থেকে অনুমোদনও পেয়েছে ৷ বাস্তব প্রেক্ষাপটে এর কার্যকারিতা আরও পরীক্ষা করতে হবে ৷ প্রয়োজনে তা পরিমার্জিত করতে হবে ৷ সেই মূল্যায়নের জন্য পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে ৷ যা সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণিতে প্রয়োগ করা হবে ৷

সিবিএসই এই নিয়ে একটি লিঙ্ক (https://forms.gle/5AB2iuxa1k62r2E3A) শেয়ার করেছে ৷ সেই লিঙ্কের মাধ্য়মে আগ্রহী স্কুলগুলির অধ্যক্ষদের স্কুল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে ৷

কিন্তু এই ক্রেডিট কী ? শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিক্ষাদান, পরীক্ষাগারের কাজ, প্রকল্প, খেলাধূলা, পারফর্মিং আর্টস, এনসিসি, সামাজিক কাজ, বৃত্তিমূলক শিক্ষা ও অভিজ্ঞতামূলক শিক্ষা-সহ প্রাসঙ্গিক অভিজ্ঞতা থেকে ক্রেডিট অর্জন করতে পারে । এই ক্রেডিট জমা থাকবে পডুয়ার অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট-এ ৷ এটা লিঙ্ক করা থাকবে এপিএএআর আইডি ও ডিজিলকারের মাধ্যমে ৷ যা ভবিষ্য়তে ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. আমূল বদলে যাচ্ছে সিবিএসই বোর্ডের পাঠ্যক্রম, কবে থেকে চালু ?
  2. মার্কশিটে উল্লেখ থাকবে না ডিভিশনের, বড় সিদ্ধান্ত সিবিএসই'র
  3. CBSE Board Notice: সব মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের ভাবনা সিবিএসসির, সাফল্য নিয়ে সংশয় শিক্ষকদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.