মুম্বই, 15 মার্চ: ঘুষের মামলায় সিজিএসটি-এর সহকারী কমিশনার-সহ দুই আধিকারিককে গ্রেফতার করল সিবিআই ৷ শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘুষ সংক্রান্ত একটি মামলায় নভি মুম্বইয়ের বেলাপুরে কর্তব্যরত সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি) অ্যান্ড সিএক্স-এর একজন সহকারী কমিশনার-সহ দুই আধিকারিককে এ দিন গ্রেফতার করা হয়েছে ৷
সিবিআই তার এক্স হ্যান্ডেলে আজ জানিয়েছে, "সিবিআই দুই অভিযুক্ত সিজিএসটি সহকারী কমিশনার এবং পরিদর্শককে 1.5 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে ।"
একটি অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী কমিশনার সুহাস সি ভালেরাওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷ অভিযোগকারী একটি পরিবহণ সংস্থার অংশীদার ৷ তাঁকে শোকজ নোটিশ দিয়েছিল বেলাপুর কমিশনারেটের সিজিএসটি অ্যান্ড সিএক্স, বিভাগ -1-এর সহকারী কমিশনার সুহাস সি ভালেরাও ৷ শুক্রবার এই তথ্য জানিয়েছে সিবিআই ৷
আরও অভিযোগ, অভিযোগকারী প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন, কিন্তু অভিযুক্ত সহকারী কমিশনার অভিযোগকারীর কাছ থেকে সার্ভিস ট্যাক্স সম্পর্কিত শোকজ নোটিশ নিষ্পত্তির জন্য ছয় লাখ টাকা দাবি করেন ৷ এরপর দু'পক্ষ পারস্পরিক সমঝোতা করে অভিযুক্তরা দেড় লাখ টাকা নিতে রাজি হয় বলে অভিযোগ । অভিযোগকারীকে সিজিএসটি পরিদর্শক শুভম দাস মহাপাত্রের মাধ্যমে এই টাকা পাঠাতে বলা হয়েছিল বলে জানিয়েছে সিবিআই ৷
তদন্তকারী সংস্থা দাবি করেছে যে, সিবিআই আধিকারিকরা অভিযুক্তকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল ৷ সেভাবেই সহকারী কমিশনার যখন অভিযোগকারীর কাছ থেকে 1.5 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করছিলেন, সেই সময় তাঁকে ধরে ফেলে সিবিআই ৷ উভয় অভিযুক্তকেই সিবিআই গ্রেফতার করে ৷
অভিযুক্ত অফিসারদের বাড়িতে এবং অফিসে তল্লাশি চালানো হচ্ছে ৷ তাঁরা ঘুষের বিনিময়ে আর কোনও কাজ করেছিলেন কি না তার তদন্ত চলছে ৷ সিবিআই জানিয়েছে, ধৃত অফিসারদের খুব শীঘ্রই উপযুক্ত আদালতে পেশ করা হবে ।
আরও পড়ুন: