ETV Bharat / bharat

বিজেপি নেতাকে হত্যা, 15 পিএফআই সদস্যকে ফাঁসির সাজা কেরল আদালতের - BJP leader

BJP leader Murder Case: বিজেপি নেতাকে নৃশংসভাবে হত্যা করায় দোষী 15 পিএফআই সদস্যকে ফাঁসির সাজা দিল কেরলের একটি আদালত ৷ 2021 সালে খুন হয়েছিলেন বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন ৷ অতিরিক্ত জেলা দায়রা আদালত ওই মামলার রায় ঘোষণা করল ৷

Capital Punishment
বিজেপি নেতাকে নৃশংসভাবে হত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 2:07 PM IST

Updated : Jan 30, 2024, 4:21 PM IST

মাভেলিকারা(কেরল), 30 জানুয়ারি: কেরলে বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় 15 জন দোষীকে ফাঁসির সাজা দিল আদালত । দোষীরা সকলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এবং এর শাখা এসডিপিআই-এর সদস্য । মাভেলিকারা অতিরিক্ত জেলা দায়রা আদালত বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় এই 15 দোষীকে মৃত্যুদণ্ড দিয়েছে । এমনকী আদালতের তরফে দোষীদের মানসিক স্থিতিশীলতার পরীক্ষাও করা হয় । অতিরিক্ত জেলা দায়রা আদালত-1 এর বিচারক শ্রীদেবী ভিজি দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করেন ।

বিজেপি নেতা এবং আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসকে 19 ডিসেম্বর 2021 সালে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। রঞ্জিত শ্রীনিবাসন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক ছিলেন ৷ তাঁর মা স্ত্রী এবং মেয়ের সামনে তাঁকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করা হয় ৷ চার্জশিট অনুযায়ী, এসডিপিআই রাজ্য সম্পাদক কে এস শান হত্যার প্রতিশোধ নিতে বিজেপি নেতাকে আক্রমণ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও এসডিপিআই-এর সদস্যরা ।

এই মামলার তদন্ত করার জন্য আলাপ্পুঝা ডিওয়াইএসপি এনআর জয়রাজের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল এবং তারা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ ওই ফুটেজ থেকে জানা যায়, অভিযুক্তরা গাড়ি করে এসে বিজেপি নেতার উপর হামলা চালায় ৷ ফুটেজ দেখে সিট সমস্ত অভিযুক্তকে সনাক্ত করে ৷ কিন্তু অভিযুক্তরা হামলার পর থেকে পলাতক ছিল ৷ তিন মাসের মধ্যে সিট রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলার 15 জন অভিযুক্তকে গ্রেফতার করে৷ তদন্তকারী আধিকারিকরা 18 মার্চ 2022 তারিখে চার্জশিট জমা দেন আদালতে ৷

হাইকোর্টের আদেশের ভিত্তিতে রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলার বিচার মাভেলিকারা অতিরিক্ত দায়রা আদালতে স্থানান্তরিত করা হয় । এই মামলায় মোট 156 জন সাক্ষী ছিল। 1000 নথি যাচাই করা হয়েছে । একজন অভিযুক্তের মোবাইল ফোনের কল লিস্ট এই মামলার মোড় ঘুরিয়ে দেয় । 15 ডিসেম্বর 2023 সালে মামলার শুনানি সম্পন্ন হয় । আদালত এর আগে সমস্ত অভিযুক্তকে আইপিসি 302 ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছিল ৷

আরও পড়ুন:

  1. বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা!
  2. বিহারে বিজেপির আদিবাসী সেলের নেতাকে কুপিয়ে খুন
  3. দুষ্কৃতীদের গুলিতে মৃত 'কয়লা মাফিয়া' তথা বিজেপি নেতা রাজু ঝাঁ

মাভেলিকারা(কেরল), 30 জানুয়ারি: কেরলে বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় 15 জন দোষীকে ফাঁসির সাজা দিল আদালত । দোষীরা সকলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এবং এর শাখা এসডিপিআই-এর সদস্য । মাভেলিকারা অতিরিক্ত জেলা দায়রা আদালত বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় এই 15 দোষীকে মৃত্যুদণ্ড দিয়েছে । এমনকী আদালতের তরফে দোষীদের মানসিক স্থিতিশীলতার পরীক্ষাও করা হয় । অতিরিক্ত জেলা দায়রা আদালত-1 এর বিচারক শ্রীদেবী ভিজি দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করেন ।

বিজেপি নেতা এবং আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসকে 19 ডিসেম্বর 2021 সালে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। রঞ্জিত শ্রীনিবাসন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক ছিলেন ৷ তাঁর মা স্ত্রী এবং মেয়ের সামনে তাঁকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করা হয় ৷ চার্জশিট অনুযায়ী, এসডিপিআই রাজ্য সম্পাদক কে এস শান হত্যার প্রতিশোধ নিতে বিজেপি নেতাকে আক্রমণ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও এসডিপিআই-এর সদস্যরা ।

এই মামলার তদন্ত করার জন্য আলাপ্পুঝা ডিওয়াইএসপি এনআর জয়রাজের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল এবং তারা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ ওই ফুটেজ থেকে জানা যায়, অভিযুক্তরা গাড়ি করে এসে বিজেপি নেতার উপর হামলা চালায় ৷ ফুটেজ দেখে সিট সমস্ত অভিযুক্তকে সনাক্ত করে ৷ কিন্তু অভিযুক্তরা হামলার পর থেকে পলাতক ছিল ৷ তিন মাসের মধ্যে সিট রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলার 15 জন অভিযুক্তকে গ্রেফতার করে৷ তদন্তকারী আধিকারিকরা 18 মার্চ 2022 তারিখে চার্জশিট জমা দেন আদালতে ৷

হাইকোর্টের আদেশের ভিত্তিতে রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলার বিচার মাভেলিকারা অতিরিক্ত দায়রা আদালতে স্থানান্তরিত করা হয় । এই মামলায় মোট 156 জন সাক্ষী ছিল। 1000 নথি যাচাই করা হয়েছে । একজন অভিযুক্তের মোবাইল ফোনের কল লিস্ট এই মামলার মোড় ঘুরিয়ে দেয় । 15 ডিসেম্বর 2023 সালে মামলার শুনানি সম্পন্ন হয় । আদালত এর আগে সমস্ত অভিযুক্তকে আইপিসি 302 ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছিল ৷

আরও পড়ুন:

  1. বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা!
  2. বিহারে বিজেপির আদিবাসী সেলের নেতাকে কুপিয়ে খুন
  3. দুষ্কৃতীদের গুলিতে মৃত 'কয়লা মাফিয়া' তথা বিজেপি নেতা রাজু ঝাঁ
Last Updated : Jan 30, 2024, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.