নয়াদিল্লি, 5 জুলাই: বিতর্কিত নিট-ইউজি 2024 বাতিল হওয়াটা বৃহত্তর জনস্বার্থের জন্য ব্যাপকভাবে ক্ষতিকারক হবে ৷ বিশেষত যাঁরা এই পরীক্ষায় সফল হয়েছিলেন, এই ঘটনায় তাঁদের কর্মজীবনের সম্ভাবনার জন্য প্রতিকূল প্রভাব পড়বে ৷ শুক্রবার সুপ্রিম কোর্টকে একথা বলল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷
শীর্ষ আদালতে একটি আবেদনের জবাবে দাখিল করা হলফনামায় নিট-ইউজি পরিচালনাকারী সংস্থা এনটিএ বলেছে যে, প্রশ্ন ফাঁসের চেষ্টার যে অভিযোগ উঠেছে, 5 মে পরীক্ষা পরিচালনার উপর তার কোনও প্রভাব পড়ত বলে মনে হয় না, কারণ তদন্তকারী সংস্থাগুলি এই ঘটনায় জড়িত হিসেবে যতজন প্রার্থীর কথা বলেছে, সেই সংখ্যাটা পরীক্ষায় বসা প্রার্থীর সংখ্যার তুলনায় একেবারেই নগণ্য ।
হলফনামায় বলা হয়েছে, "উপরোক্ত ফ্যাক্টরের ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা ব্যাপকভাবে বিপরীতমুখী এবং বৃহত্তর জনস্বার্থের জন্য উল্লেখযোগ্যভাবে ক্ষতিকারক হবে, বিশেষ করে যোগ্য প্রার্থীদের কেরিয়ারের সম্ভাবনার জন্য তা বিরূপ প্রভাব ফেলবে ৷" সংস্থাটি বলেছে যে, নিট-ইউজি 2024 কোনও অবৈধ অনুশীলন ছাড়াই সম্পূর্ণরূপে এবং যথাযথ গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়েছিল এবং প্রচুর অনিয়ম হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর । নিট-ইউজি 2024 সম্পূর্ণভাবে বাতিল হওয়ায় লক্ষাধিক সৎ প্রার্থী গুরুতরভাবে বিপদে পড়বে ৷ শীর্ষ আদালতকে একটি পৃথক হলফনামায় একথা বলেছে কেন্দ্র ৷
এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য সম্পর্কিত কোর্সে ভর্তির জন্য এনটিএ 5 মে নিট-ইউজি-র আয়োজন করেছিল ৷ 5 মে অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং এটি নতুন করে পরিচালনা করার নির্দেশনার দাবিতে যে একগুচ্ছ আবেদন জমা পড়েছে, শীর্ষ আদালত 8 জুলাই সেগুলির শুনানি করবে ৷ (পিটিআই)