ETV Bharat / bharat

56 পুরুষ মাঝে অকুতোভয় ! চিনুন বিএসএফের প্রথম মহিলা স্নাইপার সুমনকে - Female Sniper Suman Thakur

BSF First Woman Sniper Suman Thakur: একমাত্র মহিলা হিসেবে 56 জন ছেলের মধ্যে লক্ষ্যভেদ করে বীরত্বের প্রমাণ দিয়েছিলেন তিনি ৷ সেই মহিয়সী বিএসএফের প্রথম মহিলা স্নাইপার সুমন ঠাকুরের সঙ্গে একান্ত আলাপচারিতায় ইটিভি ভারত ৷ নারী দিবসে পড়ুন বিশেষ প্রতিবেদন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 3:28 PM IST

Updated : Mar 8, 2024, 3:57 PM IST

56 পুরুষ মাঝে অকুতোভয় সেনানী !

মান্ডি (হিমাচল প্রদেশ), 8 মার্চ: কিছুদিন আগেই বিএসএফ পেয়েছে প্রথম মহিলা স্নাইপার ৷ সম্প্রতি তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন ৷ 8 সপ্তাহে এই স্নাইপার কোর্স সম্পূর্ণ করতে ইন্সট্রাকটর গ্রাউন্ডের খেতাব অর্জন করেছেন তিনি । 56 জন ছেলের মধ্যে নিজের বীরত্ব প্রদান করেছেন সুমন ঠাকুর । 28 বছর বয়সি সুমন হিমাচল প্রদেশের মান্ডি জেলার তুগলঘাটি অঞ্চলের কুতল গ্রামের বাসিন্দা । বিএসএফে প্রথম মহিলা স্নাইপার হয়ে সুমন শুধু হিমাচল প্রদেশের গৌরব আনেননি, গৌরবান্বিত করেছেন দেশকেও ৷

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুমন ঠাকুরের সঙ্গে কথা বলে ইটিভি ভারত । সেখানেই স্নাইপার কোর্স প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন । 28 বছর বয়সি সুমন এখন বিএসএফের পঞ্জাব ইউনিটে সাব ইন্সপেক্টর পদে কর্মরত । 2019 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, তিনি 2021 সালে বিএসএফে নিয়োগ পান । পঞ্জাবে একটি প্লাটুন কমান্ড করার সময় সীমান্ত থেকে স্নাইপার আক্রমণের বিপদ বোঝার পর সুমন স্বেচ্ছায় স্নাইপার কোর্স করার সিদ্ধান্ত নেন । তাঁর সিদ্ধান্তকে পরিবার স্বাগত জানিয়েছিল ৷ সিনিয়ররাও এক্ষেত্রে তাঁর মনোবল বাড়িয়েছে ।

BSF
বিএসএফের প্রথম মহিলা স্নাইপার সুমন ঠাকুর

সুমন জানান, পরিবার সব সময় তাঁর পাশে থেকেছে । কখনও কোথাও যেতে বাধা দেওয়া হয়নি ৷ ছোট থেকেই সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল তাঁর ৷ এতে বাবা-মায়েরও পূর্ণ সমর্থন ছিল ৷ শুধু কয়েকজন আত্মীয় সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ৷

সুমনের কথায় জানা যায়, স্নাইপার কোর্সের সময় অনেক বাধা এসেছিল কিন্তু সব অসুবিধা কাটিয়ে সব কাজ সম্পন্ন করেছেন তিনি । এমন কিছু কাজ ছিল যেগুলো একজন নারী হওয়ার জন্য তাকে শারীরিকভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে । এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ শারীরিক ও মানসিক দৃঢ়তা প্রয়োজন ।

BSF First Woman Sniper
পরিশ্রমী সুমন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন সুমন ঠাকুর । তাঁর কথায়, পুরুষশাসিত সমাজে নারীদের কথা অবশ্যই শোনা হয় কিন্তু তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় না । নারীরাও তাদের ভালো কাজ এবং সিদ্ধান্তের জন্য পুরুষদের পাশাপাশি প্রশংসার দাবিদার । সমাজে নারীদেরও সমাদৃত হতে হবে । সমাজে কিছু ভুল হলে নারীদের এগিয়ে এসে আওয়াজ তুলতে হবে ।

আরও পড়ুন :

  1. যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল
  2. প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি, চন্দ্রিমার গল্প অনেকের অনুপ্রেরণা
  3. 'সিনেমাটোগ্রাফার হিসেবে প্রথমে ভরসা করতে পারেননি কেউ', বন্ধুর পথে পথচলার চালিকাশক্তির গল্প শোনালেন মধুরা

56 পুরুষ মাঝে অকুতোভয় সেনানী !

মান্ডি (হিমাচল প্রদেশ), 8 মার্চ: কিছুদিন আগেই বিএসএফ পেয়েছে প্রথম মহিলা স্নাইপার ৷ সম্প্রতি তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন ৷ 8 সপ্তাহে এই স্নাইপার কোর্স সম্পূর্ণ করতে ইন্সট্রাকটর গ্রাউন্ডের খেতাব অর্জন করেছেন তিনি । 56 জন ছেলের মধ্যে নিজের বীরত্ব প্রদান করেছেন সুমন ঠাকুর । 28 বছর বয়সি সুমন হিমাচল প্রদেশের মান্ডি জেলার তুগলঘাটি অঞ্চলের কুতল গ্রামের বাসিন্দা । বিএসএফে প্রথম মহিলা স্নাইপার হয়ে সুমন শুধু হিমাচল প্রদেশের গৌরব আনেননি, গৌরবান্বিত করেছেন দেশকেও ৷

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুমন ঠাকুরের সঙ্গে কথা বলে ইটিভি ভারত । সেখানেই স্নাইপার কোর্স প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন । 28 বছর বয়সি সুমন এখন বিএসএফের পঞ্জাব ইউনিটে সাব ইন্সপেক্টর পদে কর্মরত । 2019 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, তিনি 2021 সালে বিএসএফে নিয়োগ পান । পঞ্জাবে একটি প্লাটুন কমান্ড করার সময় সীমান্ত থেকে স্নাইপার আক্রমণের বিপদ বোঝার পর সুমন স্বেচ্ছায় স্নাইপার কোর্স করার সিদ্ধান্ত নেন । তাঁর সিদ্ধান্তকে পরিবার স্বাগত জানিয়েছিল ৷ সিনিয়ররাও এক্ষেত্রে তাঁর মনোবল বাড়িয়েছে ।

BSF
বিএসএফের প্রথম মহিলা স্নাইপার সুমন ঠাকুর

সুমন জানান, পরিবার সব সময় তাঁর পাশে থেকেছে । কখনও কোথাও যেতে বাধা দেওয়া হয়নি ৷ ছোট থেকেই সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল তাঁর ৷ এতে বাবা-মায়েরও পূর্ণ সমর্থন ছিল ৷ শুধু কয়েকজন আত্মীয় সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ৷

সুমনের কথায় জানা যায়, স্নাইপার কোর্সের সময় অনেক বাধা এসেছিল কিন্তু সব অসুবিধা কাটিয়ে সব কাজ সম্পন্ন করেছেন তিনি । এমন কিছু কাজ ছিল যেগুলো একজন নারী হওয়ার জন্য তাকে শারীরিকভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে । এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ শারীরিক ও মানসিক দৃঢ়তা প্রয়োজন ।

BSF First Woman Sniper
পরিশ্রমী সুমন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন সুমন ঠাকুর । তাঁর কথায়, পুরুষশাসিত সমাজে নারীদের কথা অবশ্যই শোনা হয় কিন্তু তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় না । নারীরাও তাদের ভালো কাজ এবং সিদ্ধান্তের জন্য পুরুষদের পাশাপাশি প্রশংসার দাবিদার । সমাজে নারীদেরও সমাদৃত হতে হবে । সমাজে কিছু ভুল হলে নারীদের এগিয়ে এসে আওয়াজ তুলতে হবে ।

আরও পড়ুন :

  1. যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল
  2. প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি, চন্দ্রিমার গল্প অনেকের অনুপ্রেরণা
  3. 'সিনেমাটোগ্রাফার হিসেবে প্রথমে ভরসা করতে পারেননি কেউ', বন্ধুর পথে পথচলার চালিকাশক্তির গল্প শোনালেন মধুরা
Last Updated : Mar 8, 2024, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.