নয়াদিল্লি, 20 অক্টোবর: সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ ঘটনাস্থল থেকে ক্রুড বোমার অংশবিশেষ উদ্ধার করল ফরেন্সিক দলের সদস্যরা ৷ রবিবার প্রাথমিক তদন্তের পর এমনটাই জানাল দিল্লি পুলিশ ৷ এই তথ্য সামনে আসার পরই রাজধানীর নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে পুলিশ-প্রশাসনের ৷
ঠিক কী হয়েছে ?
রবিবার সকাল 7টা 50 মিনিট নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে রোহিনীর প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলের এলাকা ৷ আচমকা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসীরা ৷ তাঁরা গিয়ে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ৷ স্কুলের দেওয়াল লাগোয়া কয়েকটি গাড়ি রাখা ছিল ৷ বিস্ফোরণের তীব্রতায় সেগুলির কাঁচ ভেঙে যায় ৷ এমনকী, স্কুলের অদূরে অবস্থিত কয়েকটি দোকানের সাইনবোর্ডও ভেঙে পড়ে ৷
#WATCH | Rohini, Delhi: NIA team reaches the spot where a blast was heard outside CRPF School in Rohini's Prashant Vihar area early today morning. pic.twitter.com/MyP0WAfL5o
— ANI (@ANI) October 20, 2024
খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় তারা ৷ ঘটনাস্থলে এসে পৌঁছয় দিল্লির দমকল বাহিনী ৷ দমকলের এক শীর্ষ আধিকারিক জানান, বিস্ফোরণের ব্যাপক তীব্রতা ছিল, তা নিয়ে কোনও প্রশ্ন নেই ৷ তবে রবিবার ছুটির দিন থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷
#WATCH | Rohini, Delhi: NSG Commandos carry out search operation at the blast site near CRPF School in Prashant Vihar. pic.twitter.com/ItWscFXf4y
— ANI (@ANI) October 20, 2024
ফরেন্সিক দল ও বোম্ব স্কোয়াড:
ঘটনার গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় ফরেন্সিক দল ও বোম্ব স্কোয়াডকে ৷ তারা ঘটনাস্থলে এসে পৌঁছন মাত্রই তদন্ত শুরু করে দেন ৷ নমুনা সংগ্রহ করেন দলের সদস্যরা ৷ সেই নমুনা থেকেই ক্রুড বোমার অংশ উদ্ধার করা হয় ৷ তবে এখনও পর্যন্ত তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়া যায়নি বলে জানান ফরেন্সিক দলের এক শীর্ষ কর্তা ৷ তিনি জানান, সেই রিপোর্ট পাওয়ার পরই বিস্ফোরণের আসল উৎস জানা যাবে ৷
#WATCH | Rohini, Delhi: NDRF team reaches the spot where a blast was heard outside CRPF School in Rohini's Prashant Vihar area early today morning. pic.twitter.com/OvEc5M09bQ
— ANI (@ANI) October 20, 2024
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ কর্তা জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁরা ৷ খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড ও ফরেন্সিক দলকে ৷ কী থেকে এদিনের এই বিস্ফারণ, তা খুঁজে বের করতে ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন তাঁরা ৷ গোটা এলাকায় চিরুনি তল্লাশি করা হয়েছে বলেও জানান তিনি ৷ ঘটনার তদন্তে এনআইএ-র সদস্যদেরও ডাকা হয় বলে জানান ওই পুলিশ কর্তা ৷