সিমলা, 28 মে: গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷ ভাইরাল ছবি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী তথা মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ তিনি সোশাল মিডিয়ায় কংগ্রেসের মুখপাত্রের তরফে করা অভিযোগকে অস্বীকার করেছেন এবং সঙ্গে এও স্পষ্ট করেছেন যে ওই ছবিতে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিটিকে ৷
শেষ দফায় গত 1 জুন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে ভোট ৷ হাতে কয়েকটা দিন বাকি তাই জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ তাঁর লোকসভা নির্বাচনী প্রচারের মাঝেই তাঁকে নিয়ে একটি ছবি ভাইরাল হয় ৷ যেটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস মুখপাত্র গুরবক্ষ সিং ঠাকুর ৷ তিনি এই পোস্টে এক ব্যক্তির সঙ্গে কঙ্গনার ছবি দিয়ে দাবি করেন, বিজেপি নেত্রীর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে ৷ ছবিতে কঙ্গনার সঙ্গে থাকা ব্যক্তিটি গ্যাংস্টার আবু সালেম ৷ এই ভাইরাল ছবির জন্য ভোটের মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুন: 91 কোটি টাকারও বেশি সম্পত্তি 'টুয়েলভ পাশ' কঙ্গনার, হলফনামায় জানালেন মান্ডির বিজেপি প্রার্থী
যদিও এ দিন মান্ডির বিজেপি প্রার্থী তাঁর ইনস্টাগ্রামে কংগ্রেসের মুখপাত্রের পোস্টকে তুলে ধরে দাবি করেন, ওই ছবিটি একটি সিনেমার প্রচারের অনুষ্ঠানে তোলা হয়েছিল ৷ যেখানে তিনি একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের প্রাক্তন বিনোদন বিভাগের সম্পাদক মার্ক ম্যানুয়েলের সঙ্গে ছবি তুলেছিলেন। কংগ্রেসের তরফে করা ভুয়ো ছবির প্রচারের নিন্দা করে কঙ্গনা রানাওয়াত বলেন, "লজ্জাজনক! নির্বাচনী প্রচারের মধ্যে আমার মানহানি করার জন্য ইচ্ছাকৃতভাবে কংগ্রেস এই কাজ করেছে ।"
দলীয় প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে অপপ্রচারের অভিযোগে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজোপি ৷ বিজেপির নির্বাচনী সেলের সেক্রেটারি জগদীশ শর্মা মুখ্য নির্বাচনী আধিকারিক মনীশ গর্গের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ জগদীশ শর্মা বলেন, "আমরা কারসোগ ব্লকের কংগ্রেস মুখপাত্র গুরবক্ষ সিং ঠাকুরের পোস্ট করা একটি ছবি নিয়ে কমিশনে অভিযোগ জানাতে এসেছি ৷ মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতও কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর সঙ্গে ছবিতে থাকা ব্যক্তি মার্ক ম্যানুয়েল আবু সালেম নয় ।"
আরও পড়ুন: নাম বিভ্রাট! আরজেডির বদলে বিজেপির তেজস্বীকে 'নষ্ট রাজকুমার' বলে সোশালে ট্রোল কঙ্গনা
মান্ডিতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ের রাজ্যরাজনীতি ৷ উভয় দল একে ওপরকে একচুল জমি ছাড়তে নারাজ ৷ মান্ডি আসনে বিজেপির কঙ্গনা রানাওয়াতের প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ক্যাবিনেট মন্ত্রী বিক্রমাদিত্য সিং৷ তাঁকে এই আসনে প্রার্থী করেছে হাতশিবির । দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে সকলের নজর থাকবে এবার মান্ডি লোকসভা কেন্দ্রের ভোটের দিকে ৷