ETV Bharat / bharat

নীতীশ কুমারের বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি আল কায়দার! - Bomb Threat to Bihar CMO

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 3:03 PM IST

Al Qaeda Threats to Bihar CMO: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রাণনাশের হুমকি দিল জঙ্গি সংগঠন আল কায়দা ৷ বিহার পুলিশের এটিএস সেই হুমকির প্রেক্ষিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

Al Qaeda Threats to Bihar CMO
নীতীশ কুমার ৷ (ফাইল চিত্র)

পটনা, 4 অগস্ট: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রাণ সংশয় ! তাঁর বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল এসেছে বলে খবর ৷ আর সেই হুমকি দেওয়া হয়েছে জঙ্গি গোষ্ঠী 'আল কায়দা'র তরফে ৷ বিহারের সচিবালয়ে এমনই হুমকি দিয়ে একটি ইমেল আসে ৷ আর তারপরেই ঘুম উড়েছে বিহার পুলিশের ৷ সূত্রের খবর, গত 16 জুলাই সেই হুমকি মেলটি আসে ৷ সেখানে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ হবে ৷"

Al Qaeda Threats to Bihar CMO
নীতীশ কুমারের প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর ৷ (ইটিভি ভারত)

আল কায়দার নামে আসা ওই হুমকি মেলে বলা হয়েছে, তাদের দাবিকে যেন হালকাভাবে না-নেওয়া হয় ৷ এই হুমকি মেলটি পুলিশ প্রশাসনের নজরে আসার পরেই, বিহারের মুখ্যমন্ত্রী সচিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ৷ গত শুক্রবার অর্থাৎ, 2 অগস্ট সেই এফআইআর দায়ের হয়েছে ৷ পুরো ঘটনায় বিহার পুলিশের এটিএস তদন্তে নেমেছে ৷ জানা গিয়েছে, দু’দফায় নীতীশ কুমারের বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ৷

বিহার সচিবালয় থানার হাউস অফিইসার সঞ্জীব কুমার জানিয়েছেন, "16 ও 24 জুলাই সিএমও-র ইমেল আইডি-তে হুমকি দিয়ে একটি বার্তা এসেছিল ৷ সেই বার্তাটি achw700@gmail.com মেল আইডি থেকে পাঠানো হয়েছিল ৷ সেখানে বোমা বিস্ফোরণের সাহায্যে মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি ছিল ৷ সেটিতে 'আল কায়েদা গ্রুপ' লেখা ছিল ৷" ওই পুলিশ আধিকারিক জানান, এর আগেও নীতীশ কুমারের বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল ৷ সম্প্রতি পাটনা-সহ দেশের একাধিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ৷

এই ঘটনায় বিহার পুলিশের এটিএস তদন্ত শুরু করেছে ৷ যে ইমেল আইডি থেকে হুমকি এসেছিল, সেটি কোথাকার তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, গত 30 এপ্রিল বিহারে রাজভবনে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল আসে ৷ সেই সময় দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানেও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয় ৷ যে ঘটনার পর থেকে বিহারের রাজভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ এমনকী ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াডকে নিয়মিত রাজভবন চত্বরে তল্লাশি চালায় ৷

পটনা, 4 অগস্ট: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রাণ সংশয় ! তাঁর বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল এসেছে বলে খবর ৷ আর সেই হুমকি দেওয়া হয়েছে জঙ্গি গোষ্ঠী 'আল কায়দা'র তরফে ৷ বিহারের সচিবালয়ে এমনই হুমকি দিয়ে একটি ইমেল আসে ৷ আর তারপরেই ঘুম উড়েছে বিহার পুলিশের ৷ সূত্রের খবর, গত 16 জুলাই সেই হুমকি মেলটি আসে ৷ সেখানে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ হবে ৷"

Al Qaeda Threats to Bihar CMO
নীতীশ কুমারের প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর ৷ (ইটিভি ভারত)

আল কায়দার নামে আসা ওই হুমকি মেলে বলা হয়েছে, তাদের দাবিকে যেন হালকাভাবে না-নেওয়া হয় ৷ এই হুমকি মেলটি পুলিশ প্রশাসনের নজরে আসার পরেই, বিহারের মুখ্যমন্ত্রী সচিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ৷ গত শুক্রবার অর্থাৎ, 2 অগস্ট সেই এফআইআর দায়ের হয়েছে ৷ পুরো ঘটনায় বিহার পুলিশের এটিএস তদন্তে নেমেছে ৷ জানা গিয়েছে, দু’দফায় নীতীশ কুমারের বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ৷

বিহার সচিবালয় থানার হাউস অফিইসার সঞ্জীব কুমার জানিয়েছেন, "16 ও 24 জুলাই সিএমও-র ইমেল আইডি-তে হুমকি দিয়ে একটি বার্তা এসেছিল ৷ সেই বার্তাটি achw700@gmail.com মেল আইডি থেকে পাঠানো হয়েছিল ৷ সেখানে বোমা বিস্ফোরণের সাহায্যে মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি ছিল ৷ সেটিতে 'আল কায়েদা গ্রুপ' লেখা ছিল ৷" ওই পুলিশ আধিকারিক জানান, এর আগেও নীতীশ কুমারের বাসভবনে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল ৷ সম্প্রতি পাটনা-সহ দেশের একাধিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ৷

এই ঘটনায় বিহার পুলিশের এটিএস তদন্ত শুরু করেছে ৷ যে ইমেল আইডি থেকে হুমকি এসেছিল, সেটি কোথাকার তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, গত 30 এপ্রিল বিহারে রাজভবনে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল আসে ৷ সেই সময় দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানেও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয় ৷ যে ঘটনার পর থেকে বিহারের রাজভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ এমনকী ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াডকে নিয়মিত রাজভবন চত্বরে তল্লাশি চালায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.