ETV Bharat / bharat

রাজভবনে নীতীশের পাশে নেই তেজস্বী, 'দরজা সবসময় খোলা'; জল্পনা বাড়ালেন সুশীল - RJD

Bihar Political Crisis: টালমাটাল বিহারের রাজনীতি ৷ গুঞ্জন এনডিএ জোটে ফিরতে পারেন জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এদিকে, শুক্রবার বিকেলে রাজভবনে চায়ের আমন্ত্রণে দেখা গেল না উপমুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বীকে ৷

ETV Bharat
রাজভবনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
author img

By PTI

Published : Jan 26, 2024, 5:18 PM IST

Updated : Jan 26, 2024, 5:56 PM IST

পটনা, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজ্যপালের চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অবশ্য এই চায়ের অনুষ্ঠানে অংশ নেননি ৷ তাই বিহারের মুখ্যমন্ত্রীর পাশের আসনে দেখা গেল জেডি(ইউ) নেতা এবং মন্ত্রী অশোক কুমার চৌধুরিকে ৷ শোনা গিয়েছে, তিনি নাকি তেজস্বী যাদবের নাম লেখা স্টিকারটি ছিঁড়ে ফেলে সেখানে বসেন ৷ আর তাঁর পাশের আসনটিতে বিহার বিধানসভার বিরোধী নেতা বিজেপির বিজয় কুমার সিনহা ৷ নীতীশ কুমারকে তাঁদের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গেল ৷

এদিকে বিহারে মহাগঠবন্ধন সরকারে ফাটল ধরেছে বলে জোর গুঞ্জন চলছে ৷ নীতীশ কুমার 'ইন্ডিয়া' জোট ছেড়ে দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে ৷ বৃহস্পতিবারই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব তাঁর পরিবারের সদস্য এবং দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন ৷ অন্যদিকে জেডিইউ প্রধান নীতীশও তাঁর দলের সদস্যদের নিয়ে আলোচনায় বসেছেন ৷ এমনকী দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বিহারের বিজেপি সভাপতি ৷ তাহলে কি নীতীশ এনডিএ জোটে ফিরে যাচ্ছেন ? এই জল্পনা উসকে দিয়েছেন বিজেপি সাংসদ তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি ৷ নীতীশ প্রসঙ্গে তিনি বলেন, "নীতীশ কুমারের বিষয়ে বলতে গেলে বলতে হয় তাঁর জন্য রাজনীতির দরজা কখনও স্থায়ীভাবে বন্ধ হয়নি ৷ এবার শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"

এদিকে আরজেডি বিধায়ক তেজস্বী রাজভবনে না গেলেও দলের আরেক নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অলোক কুমার মেহতা রাজভবনে পৌঁছেছেন ৷ তিনিই আবার আরজেডি-র জাতীয় সাধারণ সম্পাদক ৷ 2022 সালের অগস্টে এনডিএ জোট ছাড়েন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আরজেডি এবং অন্য রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে মহাগঠবন্ধন সরকার গঠিত হয় বিহারে ৷ মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ৷ প্রায় দেড় বছরের মাথায় ফের ভাঙন ধরেছে মহাগঠবন্ধনে ৷

  • #WATCH | Bihar LoP and BJP MLA Vijay Kumar Sinha interacts with Bihar CM Nitish Kumar at the official event in Raj Bhavan, Patna

    Till now, no RJD leader has arrived at the event. pic.twitter.com/wdTdmEbSbe

    — ANI (@ANI) January 26, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেডি(ইউ) নেতা নীতীশের উদ্যোগেই প্রথম বিজেপি-বিরোধী জোট গঠনের সূচনা হয় ৷ পরে সেই জোটের নাম হয় 'ইন্ডিয়া' ৷ সেই জোট থেকেই নাকি মন কষাকষির শুরু ৷ তারই ফলে লোকসভা নির্বাচনের আগে সেই জোট থেকেও নীতীশের বেরিয়ে আসার কথা শোনা যাচ্ছে ৷ জোর জল্পনা, রবিবার নাকি তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন ৷ আর উপমুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদি ৷

আরও পড়ুন:

  1. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
  2. ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ তৃণমূল, মমতার মানভঞ্জনের চেষ্টা কংগ্রেসের
  3. আরজেডি-কংগ্রেসের সঙ্গে জেডিইউ-এর সম্পর্ক শেষের পথে, নীতীশ নিয়ে জল্পনা বাড়ালেন জিতিন রাম

পটনা, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজ্যপালের চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অবশ্য এই চায়ের অনুষ্ঠানে অংশ নেননি ৷ তাই বিহারের মুখ্যমন্ত্রীর পাশের আসনে দেখা গেল জেডি(ইউ) নেতা এবং মন্ত্রী অশোক কুমার চৌধুরিকে ৷ শোনা গিয়েছে, তিনি নাকি তেজস্বী যাদবের নাম লেখা স্টিকারটি ছিঁড়ে ফেলে সেখানে বসেন ৷ আর তাঁর পাশের আসনটিতে বিহার বিধানসভার বিরোধী নেতা বিজেপির বিজয় কুমার সিনহা ৷ নীতীশ কুমারকে তাঁদের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গেল ৷

এদিকে বিহারে মহাগঠবন্ধন সরকারে ফাটল ধরেছে বলে জোর গুঞ্জন চলছে ৷ নীতীশ কুমার 'ইন্ডিয়া' জোট ছেড়ে দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে ৷ বৃহস্পতিবারই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব তাঁর পরিবারের সদস্য এবং দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন ৷ অন্যদিকে জেডিইউ প্রধান নীতীশও তাঁর দলের সদস্যদের নিয়ে আলোচনায় বসেছেন ৷ এমনকী দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বিহারের বিজেপি সভাপতি ৷ তাহলে কি নীতীশ এনডিএ জোটে ফিরে যাচ্ছেন ? এই জল্পনা উসকে দিয়েছেন বিজেপি সাংসদ তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি ৷ নীতীশ প্রসঙ্গে তিনি বলেন, "নীতীশ কুমারের বিষয়ে বলতে গেলে বলতে হয় তাঁর জন্য রাজনীতির দরজা কখনও স্থায়ীভাবে বন্ধ হয়নি ৷ এবার শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"

এদিকে আরজেডি বিধায়ক তেজস্বী রাজভবনে না গেলেও দলের আরেক নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অলোক কুমার মেহতা রাজভবনে পৌঁছেছেন ৷ তিনিই আবার আরজেডি-র জাতীয় সাধারণ সম্পাদক ৷ 2022 সালের অগস্টে এনডিএ জোট ছাড়েন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আরজেডি এবং অন্য রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে মহাগঠবন্ধন সরকার গঠিত হয় বিহারে ৷ মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ৷ প্রায় দেড় বছরের মাথায় ফের ভাঙন ধরেছে মহাগঠবন্ধনে ৷

  • #WATCH | Bihar LoP and BJP MLA Vijay Kumar Sinha interacts with Bihar CM Nitish Kumar at the official event in Raj Bhavan, Patna

    Till now, no RJD leader has arrived at the event. pic.twitter.com/wdTdmEbSbe

    — ANI (@ANI) January 26, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেডি(ইউ) নেতা নীতীশের উদ্যোগেই প্রথম বিজেপি-বিরোধী জোট গঠনের সূচনা হয় ৷ পরে সেই জোটের নাম হয় 'ইন্ডিয়া' ৷ সেই জোট থেকেই নাকি মন কষাকষির শুরু ৷ তারই ফলে লোকসভা নির্বাচনের আগে সেই জোট থেকেও নীতীশের বেরিয়ে আসার কথা শোনা যাচ্ছে ৷ জোর জল্পনা, রবিবার নাকি তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন ৷ আর উপমুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদি ৷

আরও পড়ুন:

  1. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
  2. ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ তৃণমূল, মমতার মানভঞ্জনের চেষ্টা কংগ্রেসের
  3. আরজেডি-কংগ্রেসের সঙ্গে জেডিইউ-এর সম্পর্ক শেষের পথে, নীতীশ নিয়ে জল্পনা বাড়ালেন জিতিন রাম
Last Updated : Jan 26, 2024, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.