ETV Bharat / bharat

অতুল সুভাষ মামলায় নয়া মোড় ! গ্রেফতার স্ত্রী নিকিতা, পুলিশের জালে শাশুড়িও - BENGALURU TECHIE DEATH UPDATE

মৃতের ভাইয়ের অভিযোগ, অতুল সুভাষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল স্ত্রী ও তাঁর পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার অতুলের স্ত্রী ৷

Bengaluru Techie ATUL SUBHASH Death
অতুল সুভাষ মামলায় নয়া মোড় (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 10:08 AM IST

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: অতুল সুভাষের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার স্ত্রী নিকিতা সিংহানিয়া ৷ গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগকেও হেফাজতে নিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, তাঁদের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার বেঙ্গালুরুর ডিসিপি হোয়াইট ফিল্ড ডিভিশন শিবকুমারে একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনজনকেই আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ।

অতুলের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ ৷ অভিযুক্তদের খুঁজে বের করতে উত্তরপ্রদেশের পুলিশে সাহায্য নেন তদন্তকারীরা ৷ রিপোর্টে বলা হয়েছিল, নিশা এবং অনুরাগ বৃহস্পতিবার (12 ডিসেম্বর) তাঁদের জৌনপুরের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে । তার তিনদিনের মাথায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ ৷

শুক্রবার বেঙ্গালুরু পুলিশ জানিয়েছিল, মৃত অতুলের দাদা বিকাশের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য দু’টি দল গঠন করা হয়েছে । বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন, প্রমাণ সংগ্রহের কাছ চলছে ৷ খুব তাড়াতাড়িই সত্যিটা সামনে আসবে ৷

পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা অতুল সুভাষ ৷ চাকরি সূত্রে তিনি থাকতেন বেঙ্গালুরুর মঞ্জুনাথ লেআউটে ৷ পুলিশ জানিয়েছে, সোমবার সকাল 6টা নাগাদ হয়সালা পুলিশ কন্ট্রোল রুমে অতুলের অস্বাভাবিক মৃত্যুর খবর আসে ৷ অতুলের দেহ ও পাশে রাখা 24 পাতার একটি চিঠি উদ্ধার করে পুলিশ ৷ তাতে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকের মানসিক অত্যাচারের কথা লেখেন তিনি ৷ ওই চিঠিতে তিনি এও লিখেছেন, এক বিচারক তাঁদের মামলাটির ‘মীমাংসা’ করার জন্য 5 লাখ টাকা দাবি করেছিলেন ।

আরও পড়ুন

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: অতুল সুভাষের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার স্ত্রী নিকিতা সিংহানিয়া ৷ গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগকেও হেফাজতে নিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, তাঁদের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার বেঙ্গালুরুর ডিসিপি হোয়াইট ফিল্ড ডিভিশন শিবকুমারে একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনজনকেই আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ।

অতুলের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ ৷ অভিযুক্তদের খুঁজে বের করতে উত্তরপ্রদেশের পুলিশে সাহায্য নেন তদন্তকারীরা ৷ রিপোর্টে বলা হয়েছিল, নিশা এবং অনুরাগ বৃহস্পতিবার (12 ডিসেম্বর) তাঁদের জৌনপুরের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে । তার তিনদিনের মাথায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ ৷

শুক্রবার বেঙ্গালুরু পুলিশ জানিয়েছিল, মৃত অতুলের দাদা বিকাশের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য দু’টি দল গঠন করা হয়েছে । বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন, প্রমাণ সংগ্রহের কাছ চলছে ৷ খুব তাড়াতাড়িই সত্যিটা সামনে আসবে ৷

পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা অতুল সুভাষ ৷ চাকরি সূত্রে তিনি থাকতেন বেঙ্গালুরুর মঞ্জুনাথ লেআউটে ৷ পুলিশ জানিয়েছে, সোমবার সকাল 6টা নাগাদ হয়সালা পুলিশ কন্ট্রোল রুমে অতুলের অস্বাভাবিক মৃত্যুর খবর আসে ৷ অতুলের দেহ ও পাশে রাখা 24 পাতার একটি চিঠি উদ্ধার করে পুলিশ ৷ তাতে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকের মানসিক অত্যাচারের কথা লেখেন তিনি ৷ ওই চিঠিতে তিনি এও লিখেছেন, এক বিচারক তাঁদের মামলাটির ‘মীমাংসা’ করার জন্য 5 লাখ টাকা দাবি করেছিলেন ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.