ETV Bharat / bharat

শেয়ারবাজারে লেনদেনে মানা কাদের? কীসের ইঙ্গিত আপনার রাশিতে... - DAILY HOROSCOPE FOR 5th June - DAILY HOROSCOPE FOR 5TH JUNE

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 6:02 AM IST

মেষ: আজ হয়তো আপনি অনিশ্চিত পরিস্থিতিতে পড়বেন। আপনার মনে হবে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ৷ স্রোতের বিপরীতে সাঁতরাতে চাইবেন, যা কিনা আপনার প্রতিকূলে যাবে। আজ মনে হবে কোনও কিছুই ঠিক করে হচ্ছে না। এরকম সময়ে একটু বিরতি নিলে চাপ কমতে পারে। আপনি বাস্তব ও অননুভবনীয় উপায়ে পুরস্কার জিততে পাবেন ৷ দিনের পরের দিকে আপনার জীবনে আনন্দ আসবে। অস্থিরতা অনেকটাই কমে যাবে ৷ আপনি আরও বেশি কর কাজে মনোনিবেশ করতে পারবেন।

বৃষ: আজ আপনি বেশি বাস্তববাদী হবেন। সঙ্গতি ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি কূটনৈতিক হতে হবে। যেসব বাধার কারণে আপনি আটকে ছিলেন, আজ সেগুলিকে অতিক্রম করার জন্য আদর্শ দিন। কোনও কিছুর সঙ্গে সমঝোতা করবেন না। আপনি আজ মোটা টাকা খরচ করার মেজাজে থাকবেন। যদিও বেশি খরচ করে ফেলবেন না। আপনি ‘সেরা ডিল’টি খুঁজে বার করবেন ৷ কোনও কিছু কেনার আগে প্রচুর দরাদরি করবেন আজ ।

মিথুন: আপনি নিজের ভালোর জন্য হলেও আপনি অন্যের অনুভূতি যাতে আঘাত না পায় সেই দিকে লক্ষ্য রেখে দিন কাটাবেন। দিনের বেশির ভাগ সময়টা আপনি পরিবার থেকে দূরে থাকবেন আজ ৷ অধিক অংশের জন্য ব্যবসায়িক বা প্রমোদ সফরের কারণে। আপনার ‘শক্তির সঠিক প্রয়োগ’ অনুশীলন করা উচিত। আপনার সেই সব কাজই করা উচিত যার থেকে ফল পাওয়া যাবে।

কর্কট: আপনার কর্মব্যস্ত স্বভাবের কারণে আপনি অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেলবেন। আজ । তাছাড়াও এটি একটি সাময়িক পর্যায় ৷ আপনি মাথা ঠাণ্ডা রাখলে কেউ আপনাকে হারাতে পারবে না। আজ আপনি চাপ-মুক্ত থাকবেন ৷ মানসিক শান্তি উপভোগ করতে পারবেন। ফলে আপনি আজ হাসি- খুশি থাকবেন ৷

সিংহ: আজ সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে আপনার উপর মনোযোগ থাকবে সবার ৷ নমনীয় স্বভাব, নরমপন্থী মতামত সকলের সামনে আসবে ৷ মধ্যরাত পর্যন্ত সৃজনশীলতা আপনার হৃদয় দখল করবে । ভালোবাসার মানুষকে আজ আপনি খুব বেশি সময় দিতে পারবেন না।

কন্যা: বাচ্চারা শ্রেণিকক্ষে ও তার বাইরেও প্রশংসা কুড়োবেন ৷ যুক্তি ও ন্যায়বিচার করতে পারবেন ৷ আজ যাই ঘটুক না কেন, আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে আনন্দ উপভোগ করুন। আজ আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে। আপনার পরিকল্পনাও সঠিক ভাবে কাজে পরিণত হবে। ভাগ্য আপনার সহায় থাকবে। যে কাজ করতে ভালোবাসেন তা করে নিজেকে উদ্দীপিত রাখার এটিই সেরা সময়।

তুলা: নতুন কাজ শুরু করার জন্য আজ খুবই ভালো দিন। আপনার আকর্ষণীয়তা দিয়ে আপনি সবার মন জয় করে নেবেন। আপনার বাড়ি ও তার শৈল্পিক অন্দরসজ্জা লোককে মুগ্ধ করবে। ইতিবাচকতার সদ্ব্যবহার করুন। আজ আপনি প্রকৃত প্রেমের কথা প্রকাশ করবেন। ভালোবাসার মানুষের কাছে অনুভূতির কথা খুলে বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায়। ক্লান্তিকর কাজ এড়িয়ে চলুন ও উদ্যমের মাত্রা ধরে রাখুন। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। এখন বিরতি নিয়ে আরাম ও উপভোগ করার সময়।

বৃশ্চিক: আপনি দূরদর্শী ৷ সফল ভবিষ্যত গড়ে তোলার জন্য আজ আপনি কাজ করবেন। যদিও তাৎক্ষণিক ফল প্রত্যাশা করা ঠিক হবে না। জীবনে শক্তিশালী পরিবর্তন নিয়ে আসার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলবে ৷ আপনার রসিকতাবোধ ভালোবাসার মানুষকে কাছাকাছি আনতে সাহায্য করবে। আজ যে অর্থ খরচ করবেন তা বিনিয়োগের মতো ৷

ধনু: আজ চিন্তার কারণে আপনি বিষণ্ণ থাকবেন । সেই মেঘ কাটানোর চেষ্টা করুন ৷ এমন সিদ্ধান্ত নিন যা আপনার সমস্যার সমাধান কুরতে পারবে। আপনি যদি চান যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক, তবে তাতে একটু বিলম্ব হতে পারে। যদিও দিনের শেষে লাভ আপনারই হবে। দ্রুততার সঙ্গে কাজ করুন ৷ নিজের সাধ্যের বাইরে গিয়ে কাজ করবেন না। আর্থিক বিষয়ে আপনি বাস্তববাদী থাকবেন ৷ না ভেবেচিন্তে খরচ করার প্রলোভন জয় করতে পারবেন ।

মকর: শিক্ষার্থীদের জন্য ভালো খবর আসতে পারে আজ ৷ যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁদের জন্য আজ শুভদিন ৷ কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে তা বুজে সম্পন্ন করতে পারেন ৷ কেননা পরিকল্পিত পদক্ষেপই আপনাকে আপনার উচ্চাকাঙ্খার কাছাকাছি নিয়ে আসতে পারে। জীবনকে আকর্ষণীয় করে তোলার জন্য ফিটফাট হয়ে উঠুন। শেয়ার বাজারে লেনদেন করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এই সময়ে আপনার দক্ষতাগুলিকে শান দিতে পারেন।

কুম্ভ: আজ যোগাযোগ ও একত্রিত হওয়ার দিন। আজ খুবই উৎপাদনশীল এবং ক্লান্তিকর দিন। কোনও সম্পত্তির খোঁজ করার জন্য ভালো দিন। বাড়ি নিয়ে আপনি খুশি থাকলে, নতুন গাড়ি কেনার কথা ভাবুন। অফিসে ব্যস্ততার সম্ভাবনা আছে। সমস্যার সমাধান করেই আপনার দিনের প্রথম ভাগ নষ্ট হবে। সন্ধ্যাবেলা ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুগম্ভীর বিষয়ে আলোচনা হতে পারে ৷ ফলে আপনার প্রবল ব্যস্ততায় কাটবে।

মীন: সম্পর্কের ক্ষেত্রে সমঝোতাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৷ আর আপনি তাতে পারদর্শী। হৃদয় জেতার জন্য তর্কে হারার গুরুত্ব আপনি জানেন ৷ অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে আপনি সেটি করেন। এই বিষয়ে সবাই আপনাকে অনুকরণ করতে চায়। আজ আপনার হৃদয়ের থেকে মাথা বেশি জায়গা নেবে ৷ যা কিনা আপনার স্বাভাবিক চরিত্র নয়। আপনি সুস্থ ও সবল থাকলেও মানসিক ভাবে ক্লান্ত বোধ করতে পারেন। তার ফলে কাজে আপনি কম মনোনিবেশ করতে পারবেন।

মেষ: আজ হয়তো আপনি অনিশ্চিত পরিস্থিতিতে পড়বেন। আপনার মনে হবে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ৷ স্রোতের বিপরীতে সাঁতরাতে চাইবেন, যা কিনা আপনার প্রতিকূলে যাবে। আজ মনে হবে কোনও কিছুই ঠিক করে হচ্ছে না। এরকম সময়ে একটু বিরতি নিলে চাপ কমতে পারে। আপনি বাস্তব ও অননুভবনীয় উপায়ে পুরস্কার জিততে পাবেন ৷ দিনের পরের দিকে আপনার জীবনে আনন্দ আসবে। অস্থিরতা অনেকটাই কমে যাবে ৷ আপনি আরও বেশি কর কাজে মনোনিবেশ করতে পারবেন।

বৃষ: আজ আপনি বেশি বাস্তববাদী হবেন। সঙ্গতি ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি কূটনৈতিক হতে হবে। যেসব বাধার কারণে আপনি আটকে ছিলেন, আজ সেগুলিকে অতিক্রম করার জন্য আদর্শ দিন। কোনও কিছুর সঙ্গে সমঝোতা করবেন না। আপনি আজ মোটা টাকা খরচ করার মেজাজে থাকবেন। যদিও বেশি খরচ করে ফেলবেন না। আপনি ‘সেরা ডিল’টি খুঁজে বার করবেন ৷ কোনও কিছু কেনার আগে প্রচুর দরাদরি করবেন আজ ।

মিথুন: আপনি নিজের ভালোর জন্য হলেও আপনি অন্যের অনুভূতি যাতে আঘাত না পায় সেই দিকে লক্ষ্য রেখে দিন কাটাবেন। দিনের বেশির ভাগ সময়টা আপনি পরিবার থেকে দূরে থাকবেন আজ ৷ অধিক অংশের জন্য ব্যবসায়িক বা প্রমোদ সফরের কারণে। আপনার ‘শক্তির সঠিক প্রয়োগ’ অনুশীলন করা উচিত। আপনার সেই সব কাজই করা উচিত যার থেকে ফল পাওয়া যাবে।

কর্কট: আপনার কর্মব্যস্ত স্বভাবের কারণে আপনি অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেলবেন। আজ । তাছাড়াও এটি একটি সাময়িক পর্যায় ৷ আপনি মাথা ঠাণ্ডা রাখলে কেউ আপনাকে হারাতে পারবে না। আজ আপনি চাপ-মুক্ত থাকবেন ৷ মানসিক শান্তি উপভোগ করতে পারবেন। ফলে আপনি আজ হাসি- খুশি থাকবেন ৷

সিংহ: আজ সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে আপনার উপর মনোযোগ থাকবে সবার ৷ নমনীয় স্বভাব, নরমপন্থী মতামত সকলের সামনে আসবে ৷ মধ্যরাত পর্যন্ত সৃজনশীলতা আপনার হৃদয় দখল করবে । ভালোবাসার মানুষকে আজ আপনি খুব বেশি সময় দিতে পারবেন না।

কন্যা: বাচ্চারা শ্রেণিকক্ষে ও তার বাইরেও প্রশংসা কুড়োবেন ৷ যুক্তি ও ন্যায়বিচার করতে পারবেন ৷ আজ যাই ঘটুক না কেন, আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে আনন্দ উপভোগ করুন। আজ আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে। আপনার পরিকল্পনাও সঠিক ভাবে কাজে পরিণত হবে। ভাগ্য আপনার সহায় থাকবে। যে কাজ করতে ভালোবাসেন তা করে নিজেকে উদ্দীপিত রাখার এটিই সেরা সময়।

তুলা: নতুন কাজ শুরু করার জন্য আজ খুবই ভালো দিন। আপনার আকর্ষণীয়তা দিয়ে আপনি সবার মন জয় করে নেবেন। আপনার বাড়ি ও তার শৈল্পিক অন্দরসজ্জা লোককে মুগ্ধ করবে। ইতিবাচকতার সদ্ব্যবহার করুন। আজ আপনি প্রকৃত প্রেমের কথা প্রকাশ করবেন। ভালোবাসার মানুষের কাছে অনুভূতির কথা খুলে বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায়। ক্লান্তিকর কাজ এড়িয়ে চলুন ও উদ্যমের মাত্রা ধরে রাখুন। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। এখন বিরতি নিয়ে আরাম ও উপভোগ করার সময়।

বৃশ্চিক: আপনি দূরদর্শী ৷ সফল ভবিষ্যত গড়ে তোলার জন্য আজ আপনি কাজ করবেন। যদিও তাৎক্ষণিক ফল প্রত্যাশা করা ঠিক হবে না। জীবনে শক্তিশালী পরিবর্তন নিয়ে আসার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলবে ৷ আপনার রসিকতাবোধ ভালোবাসার মানুষকে কাছাকাছি আনতে সাহায্য করবে। আজ যে অর্থ খরচ করবেন তা বিনিয়োগের মতো ৷

ধনু: আজ চিন্তার কারণে আপনি বিষণ্ণ থাকবেন । সেই মেঘ কাটানোর চেষ্টা করুন ৷ এমন সিদ্ধান্ত নিন যা আপনার সমস্যার সমাধান কুরতে পারবে। আপনি যদি চান যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক, তবে তাতে একটু বিলম্ব হতে পারে। যদিও দিনের শেষে লাভ আপনারই হবে। দ্রুততার সঙ্গে কাজ করুন ৷ নিজের সাধ্যের বাইরে গিয়ে কাজ করবেন না। আর্থিক বিষয়ে আপনি বাস্তববাদী থাকবেন ৷ না ভেবেচিন্তে খরচ করার প্রলোভন জয় করতে পারবেন ।

মকর: শিক্ষার্থীদের জন্য ভালো খবর আসতে পারে আজ ৷ যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁদের জন্য আজ শুভদিন ৷ কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে তা বুজে সম্পন্ন করতে পারেন ৷ কেননা পরিকল্পিত পদক্ষেপই আপনাকে আপনার উচ্চাকাঙ্খার কাছাকাছি নিয়ে আসতে পারে। জীবনকে আকর্ষণীয় করে তোলার জন্য ফিটফাট হয়ে উঠুন। শেয়ার বাজারে লেনদেন করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এই সময়ে আপনার দক্ষতাগুলিকে শান দিতে পারেন।

কুম্ভ: আজ যোগাযোগ ও একত্রিত হওয়ার দিন। আজ খুবই উৎপাদনশীল এবং ক্লান্তিকর দিন। কোনও সম্পত্তির খোঁজ করার জন্য ভালো দিন। বাড়ি নিয়ে আপনি খুশি থাকলে, নতুন গাড়ি কেনার কথা ভাবুন। অফিসে ব্যস্ততার সম্ভাবনা আছে। সমস্যার সমাধান করেই আপনার দিনের প্রথম ভাগ নষ্ট হবে। সন্ধ্যাবেলা ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুগম্ভীর বিষয়ে আলোচনা হতে পারে ৷ ফলে আপনার প্রবল ব্যস্ততায় কাটবে।

মীন: সম্পর্কের ক্ষেত্রে সমঝোতাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৷ আর আপনি তাতে পারদর্শী। হৃদয় জেতার জন্য তর্কে হারার গুরুত্ব আপনি জানেন ৷ অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে আপনি সেটি করেন। এই বিষয়ে সবাই আপনাকে অনুকরণ করতে চায়। আজ আপনার হৃদয়ের থেকে মাথা বেশি জায়গা নেবে ৷ যা কিনা আপনার স্বাভাবিক চরিত্র নয়। আপনি সুস্থ ও সবল থাকলেও মানসিক ভাবে ক্লান্ত বোধ করতে পারেন। তার ফলে কাজে আপনি কম মনোনিবেশ করতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.