ETV Bharat / bharat

প্রেমের বাধা কাটিয়ে বিয়ের পিঁড়িতে ধনু রাশির ব্যক্তিরা, আপনার কপালে কী আছে - Todays Horoscope - TODAYS HOROSCOPE

Astrology Prediction: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Astrology Prediction
রাশিফল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 5:30 AM IST

মেষ: প্রেম ও সম্পর্কের জন্য একটি মজায় ভরা দিন আসতে চলেছে। আজ আপনার প্রিয়জন চাইবে যে আপনি তাকে প্রশ্রয় দিন। এর ফলে একটি ভালো প্রেমের সম্পর্কের রাস্তা খুলে যাবে। আর্থিক ক্ষেত্রে পুরনো ঋণ পরিশোধ করার জন্য আজ আদর্শ সময়। সতর্ক না হয়েও আপনি খরচের উপর লাগাম টানতে পারবেন। পেশার ক্ষেত্রে আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। আপনার পরিচালন ক্ষমতার পরীক্ষা হবে। যদিও কয়েকবার মাথা খাটানোর পরে বৃদ্ধি নিশ্চিত করা যাবে ৷ এর ফলে আপনি ঊর্ধতনদের প্রশংসা কুড়োবেন।

বৃষ: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন ৷ কেননা আপনার প্রিয় মানুষের জন্য আপনার সময় ও মনোযোগের প্রয়োজন হতে পারে। কর্তৃত্ব দেখাবেন না ৷ প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ধৈর্যশীল থাকুন। লোভনীয় কোনও বিনিয়োগে করার আগে দু’বার ভাবুন। যদিও প্রখর বুদ্ধি কাজে লাগালে আপনি সহিজেই ভালো ও খারাপ লেনদেনের পার্থক্য বুঝতে পারবেন। পেশার ক্ষেত্রে অগ্রগতি আপনার মনোযোগ আকর্ষণ করবে। উৎকর্ষতার জন্য চেষ্টা করুন ৷ আপনার উদ্যমকে সঠিক দিকে চালত করুন। দলগত কাজের মাধ্যমে কাঙ্খিত ফল পাওয়া যেতে পারে।

মিথুন: আপনার প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যাটি অবিষ্মরণীয় হয়ে উঠবে। দৈনন্দিন জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস পাবেন। আজ প্রেম জীবন উত্তেজনাপূর্ণ হবে। আপনার খুশি আপনার আর্থিক অবস্থার উপর নির্ভর করবে। দু’ দিকেই সমান নজর দিন ৷ আবশ্যক ভারসাম্য বজায় রাখুন। পেশার ক্ষেত্রে আজ একটি ব্যস্ত দিন ৷ মিটিং ও আলাপচারিতার জন্য আপনি একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে। আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন ৷ কোন কাজকে প্রাধান্য দেবেন তা ঠিক করতে পারবেন।

কর্কট: আপনি ভালোবাসার মানুষের উপর আপনার আবেগ উজাড় করে দেবেন ৷ প্রেম জীবনে কোনও ঝামেলা থাকবে না। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পেরে আনন্দ পাবেন। আর্থিক পরিকল্পনার অসামঞ্জস্য কোনও দৈব সাহায্যে ঠিক হয়ে যাবে। সমস্যা নিয়ে চিন্তা করে না-কাটিয়ে সেগুলির বাস্তব ও কার্যকর সমাধান খোঁজা শুরু করতে পারেন । কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ থাকেলও তা কেটে যাবে । দিনের প্রথম ভাগে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগবেন ৷ শীঘ্রই এই ভাবনা চলে যাবে ৷

সিংহ: আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেওয়ার সময়। এর ফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে। আর্থিক লাভের জন্য মন উদার রাখুন ৷ নমনীয় থাকুন ও যাতে ভালো প্রস্তাব গ্রহণ করতে পারেন। উপার্জন বাড়াতে চাইলে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করুন। পেশার ক্ষেত্রে আপনি হয়ত শক্তি সঞ্চয়ের মেজাজে থাকবেন। কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন। পরচর্চায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে ৷ কাজে আপনার মনোনিবেশের শক্তিকে বাড়ান ও ফলদায়ক কার্যকলাপের দিকে ঘুরিয়ে দিন।

কন্যা: আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে উপভোগ্য মুহূর্তে কাটাবেন। আপনি কাজের প্রতি দায়িত্ববান ৷ তাই আপনার সঙ্গীর প্রশংসা পাবেন। আজ কষ্টার্জিত অর্থের মূল্য বুঝতে চাইবেন । এর ফলে আপনার সঞ্চয়ের দিকে মন দিতেও সাহায্য হবে। কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ কিন্তু তাড়াহুড়ো করবেন না। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে।

তুলা: আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন। আপনি আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন ৷ আপনার সৃজনশীল ক্ষমতা সামনে বেরিয়ে আসবে। যে ব্যক্তিরা স্টক ও শেয়ার বা সম্পত্তি নিয়ে লেনদেন করেন, তাদের আবার বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে। বুদ্ধিমানের মতো টাকা বিনিয়োগ করলে আজ দিনটি লাভজনক হবে। ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ৷ আপনি কর্মক্ষেত্রে সবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি সহকর্মীদের বলা মতামত নিয়ে বিবেচনা করবেন।

বৃশ্চিক: আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন। মন খারাপের সময়ে ভালোবাসার মানুষ আনন্দ ও মানসিক সন্তুষ্টি এনে দিতে পারেন। আর্থিক ক্ষেত্র যেরকম চলছে সেই রমকই চলতে দিতে হবে ৷ জীবনের সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে কাজে লাগান। গভীর চিন্তা থেকে বিরত থাকুন ও আপনার কাজে এর প্রভাব পড়তে দেবেন না।

ধনু: প্রেমজনিত সমস্যার মিটমাট হয়ে গেলে আপনি স্বস্তি পাবেন। অবিবাহিত ব্যক্তিরা বিশেষ মানুষের খোঁজ পেতে পারেন। সম্পর্কে থাকা দম্পতিরা তাদের সঙ্গীর সমর্থনে আনন্দময় জীবন কাটাতে চাইবেন । বেড়াতে গিয়ে আরাম করার জন্য এখনই আদর্শ সময় ৷ আজ প্রমোদভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত আছে। সারা দিন আপনি কর্মক্ষম থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কাজে সৃজনশীলতা দেখা দেবে ৷ আপনি সর্বাধিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারেন ৷ যা কিনা চলতে থাকা কাজগুলিতে সফল হওয়া নিশ্চিত করবে।

মকর: আজ আবেগজনিত জটিলতা সামলানোর জন্য কঠিন হয়ে উঠতে পারে ৷ মৃদুভাষী হওয়া ও মানিয়ে নেওয়া তাতেও সাহায্য করতে পারে। সাংসারিক জীবন একঘেয়ে ও নিস্তেজ মনে হতে পারে। যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান বজায় থাকবে। অর্থ আপনার জীবনের বেশিরভাগ নির্ধারণ করে ৷ অর্থের অভাব আজ বেশি বিচলিত থাকবেন । আর্থিক ক্ষেত্রে নক্ষত্ররা আপনার সহায় থাকায়, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলতে পারেন । আপনার যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে। আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন।

কুম্ভ: আজ সারাদিন আপনি আনন্দের মেজাজে থাকবেন ৷ যা কিনা আপনার প্রেমে জীবনকে আকর্ষণীয় করে তুলবে। ভালোবাসার খেলা আপনার প্রিয়তমের প্রসংশা পাবে। টাকাপয়সার ক্ষেত্রে আপনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা ও আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন। পেশাগত দিক থেকে নতুন প্রকল্প শুরু করার জন্য আজ ভালো দিন। আপনার প্রতিভা, চিন্তাভাবনা ও লোকের সঙ্গে কথাবার্তা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি পরিচালনা জাতীয় কাজ সাফল্যের সঙ্গে করতে পারবেন। এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।

মীন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে। মনের কথা খুলে বললে সমস্ত বিষয়ের ভুল বোঝাবুঝি মিটমাট করে ফেলতে সাহায্য হবে। আগামী দিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন ৷ কাজেই আর্থিক বিষয়েও ওয়াকিবহাল থাকুন। কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের জন্য আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হবে। কাজে মনোনিবেশ করুন, কেননা ভুল করার সম্ভাবনা আছে। যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার ও উৎকর্ষতা নিশ্চিত করার জন্য আজ ভালো দিন।

মেষ: প্রেম ও সম্পর্কের জন্য একটি মজায় ভরা দিন আসতে চলেছে। আজ আপনার প্রিয়জন চাইবে যে আপনি তাকে প্রশ্রয় দিন। এর ফলে একটি ভালো প্রেমের সম্পর্কের রাস্তা খুলে যাবে। আর্থিক ক্ষেত্রে পুরনো ঋণ পরিশোধ করার জন্য আজ আদর্শ সময়। সতর্ক না হয়েও আপনি খরচের উপর লাগাম টানতে পারবেন। পেশার ক্ষেত্রে আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। আপনার পরিচালন ক্ষমতার পরীক্ষা হবে। যদিও কয়েকবার মাথা খাটানোর পরে বৃদ্ধি নিশ্চিত করা যাবে ৷ এর ফলে আপনি ঊর্ধতনদের প্রশংসা কুড়োবেন।

বৃষ: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন ৷ কেননা আপনার প্রিয় মানুষের জন্য আপনার সময় ও মনোযোগের প্রয়োজন হতে পারে। কর্তৃত্ব দেখাবেন না ৷ প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় ধৈর্যশীল থাকুন। লোভনীয় কোনও বিনিয়োগে করার আগে দু’বার ভাবুন। যদিও প্রখর বুদ্ধি কাজে লাগালে আপনি সহিজেই ভালো ও খারাপ লেনদেনের পার্থক্য বুঝতে পারবেন। পেশার ক্ষেত্রে অগ্রগতি আপনার মনোযোগ আকর্ষণ করবে। উৎকর্ষতার জন্য চেষ্টা করুন ৷ আপনার উদ্যমকে সঠিক দিকে চালত করুন। দলগত কাজের মাধ্যমে কাঙ্খিত ফল পাওয়া যেতে পারে।

মিথুন: আপনার প্রিয়জনের সান্নিধ্যে সন্ধ্যাটি অবিষ্মরণীয় হয়ে উঠবে। দৈনন্দিন জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস পাবেন। আজ প্রেম জীবন উত্তেজনাপূর্ণ হবে। আপনার খুশি আপনার আর্থিক অবস্থার উপর নির্ভর করবে। দু’ দিকেই সমান নজর দিন ৷ আবশ্যক ভারসাম্য বজায় রাখুন। পেশার ক্ষেত্রে আজ একটি ব্যস্ত দিন ৷ মিটিং ও আলাপচারিতার জন্য আপনি একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হবে। আপনি কাজের প্রতি মনোযোগী থাকবেন ৷ কোন কাজকে প্রাধান্য দেবেন তা ঠিক করতে পারবেন।

কর্কট: আপনি ভালোবাসার মানুষের উপর আপনার আবেগ উজাড় করে দেবেন ৷ প্রেম জীবনে কোনও ঝামেলা থাকবে না। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পেরে আনন্দ পাবেন। আর্থিক পরিকল্পনার অসামঞ্জস্য কোনও দৈব সাহায্যে ঠিক হয়ে যাবে। সমস্যা নিয়ে চিন্তা করে না-কাটিয়ে সেগুলির বাস্তব ও কার্যকর সমাধান খোঁজা শুরু করতে পারেন । কর্মক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ থাকেলও তা কেটে যাবে । দিনের প্রথম ভাগে চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগবেন ৷ শীঘ্রই এই ভাবনা চলে যাবে ৷

সিংহ: আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেওয়ার সময়। এর ফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে। আর্থিক লাভের জন্য মন উদার রাখুন ৷ নমনীয় থাকুন ও যাতে ভালো প্রস্তাব গ্রহণ করতে পারেন। উপার্জন বাড়াতে চাইলে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করুন। পেশার ক্ষেত্রে আপনি হয়ত শক্তি সঞ্চয়ের মেজাজে থাকবেন। কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন। পরচর্চায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে ৷ কাজে আপনার মনোনিবেশের শক্তিকে বাড়ান ও ফলদায়ক কার্যকলাপের দিকে ঘুরিয়ে দিন।

কন্যা: আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে উপভোগ্য মুহূর্তে কাটাবেন। আপনি কাজের প্রতি দায়িত্ববান ৷ তাই আপনার সঙ্গীর প্রশংসা পাবেন। আজ কষ্টার্জিত অর্থের মূল্য বুঝতে চাইবেন । এর ফলে আপনার সঞ্চয়ের দিকে মন দিতেও সাহায্য হবে। কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ কিন্তু তাড়াহুড়ো করবেন না। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে।

তুলা: আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন। আপনি আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন ৷ আপনার সৃজনশীল ক্ষমতা সামনে বেরিয়ে আসবে। যে ব্যক্তিরা স্টক ও শেয়ার বা সম্পত্তি নিয়ে লেনদেন করেন, তাদের আবার বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে। বুদ্ধিমানের মতো টাকা বিনিয়োগ করলে আজ দিনটি লাভজনক হবে। ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ৷ আপনি কর্মক্ষেত্রে সবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি সহকর্মীদের বলা মতামত নিয়ে বিবেচনা করবেন।

বৃশ্চিক: আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন। মন খারাপের সময়ে ভালোবাসার মানুষ আনন্দ ও মানসিক সন্তুষ্টি এনে দিতে পারেন। আর্থিক ক্ষেত্র যেরকম চলছে সেই রমকই চলতে দিতে হবে ৷ জীবনের সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে কাজে লাগান। গভীর চিন্তা থেকে বিরত থাকুন ও আপনার কাজে এর প্রভাব পড়তে দেবেন না।

ধনু: প্রেমজনিত সমস্যার মিটমাট হয়ে গেলে আপনি স্বস্তি পাবেন। অবিবাহিত ব্যক্তিরা বিশেষ মানুষের খোঁজ পেতে পারেন। সম্পর্কে থাকা দম্পতিরা তাদের সঙ্গীর সমর্থনে আনন্দময় জীবন কাটাতে চাইবেন । বেড়াতে গিয়ে আরাম করার জন্য এখনই আদর্শ সময় ৷ আজ প্রমোদভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত আছে। সারা দিন আপনি কর্মক্ষম থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কাজে সৃজনশীলতা দেখা দেবে ৷ আপনি সর্বাধিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারেন ৷ যা কিনা চলতে থাকা কাজগুলিতে সফল হওয়া নিশ্চিত করবে।

মকর: আজ আবেগজনিত জটিলতা সামলানোর জন্য কঠিন হয়ে উঠতে পারে ৷ মৃদুভাষী হওয়া ও মানিয়ে নেওয়া তাতেও সাহায্য করতে পারে। সাংসারিক জীবন একঘেয়ে ও নিস্তেজ মনে হতে পারে। যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান বজায় থাকবে। অর্থ আপনার জীবনের বেশিরভাগ নির্ধারণ করে ৷ অর্থের অভাব আজ বেশি বিচলিত থাকবেন । আর্থিক ক্ষেত্রে নক্ষত্ররা আপনার সহায় থাকায়, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলতে পারেন । আপনার যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে। আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন।

কুম্ভ: আজ সারাদিন আপনি আনন্দের মেজাজে থাকবেন ৷ যা কিনা আপনার প্রেমে জীবনকে আকর্ষণীয় করে তুলবে। ভালোবাসার খেলা আপনার প্রিয়তমের প্রসংশা পাবে। টাকাপয়সার ক্ষেত্রে আপনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা ও আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন। পেশাগত দিক থেকে নতুন প্রকল্প শুরু করার জন্য আজ ভালো দিন। আপনার প্রতিভা, চিন্তাভাবনা ও লোকের সঙ্গে কথাবার্তা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি পরিচালনা জাতীয় কাজ সাফল্যের সঙ্গে করতে পারবেন। এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।

মীন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে। মনের কথা খুলে বললে সমস্ত বিষয়ের ভুল বোঝাবুঝি মিটমাট করে ফেলতে সাহায্য হবে। আগামী দিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন ৷ কাজেই আর্থিক বিষয়েও ওয়াকিবহাল থাকুন। কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের জন্য আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হবে। কাজে মনোনিবেশ করুন, কেননা ভুল করার সম্ভাবনা আছে। যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার ও উৎকর্ষতা নিশ্চিত করার জন্য আজ ভালো দিন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.